S.S.C batch 2026-27

S.S.C batch 2026-27 যতবার বিপদে পড়েছি আল্লাহ তায়ালাকে পাশে পেয়েছি।

আলহামদুলিল্লাহ!'✨🌸

29/07/2025

Big shout out to my new rising fans! Jiniya Jahan

29/07/2025

30 জুলাই অর্থাৎ কালকে থেকে কলেজ ভর্তির আবেদন শুরু ,,

24/07/2025

আজ থেকে কলেজ ভর্তির ১ম ধাপের আবেদন শুরু হওয়ার কথা ছিলো ( ৯ আগস্ট পর্যন্ত চলার কথা ) । কিন্তু এই প্রক্রিয়া নিয়ে কোনো নোটিস আসে নি , মূলত খসড়া প্রস্তাব ২২তারিখ অনুমোদন হওয়ার কথা ছিলো । তখন যে বিপর্যয় হলো , তা সবার জানা । ঐ সময় তো আর শিক্ষাবোর্ড মিটিং করে খসড়া প্রস্তাব অনুমোদন দিবে না !! এইচএসসি পরীক্ষা পেছালো মধ্যরাতে নোটিস দিয়ে । তাছাড়া এইচএসসি পরীক্ষা পেছানো , শিক্ষাসচিবের পদত্যাগসহ একটা আন্দোলনও হলো , শিক্ষাসচিব চেইঞ্জও হলো । যেহেতু খসড়া প্রস্তাব-ই অনুমোদন হয় নি , তাই আগে প্রস্তাব অনুমোদন দিতে হবে । তারপর আবেদন শুরু হবে। সব মিলিয়ে বোধহয় কলেজ ভর্তির প্রক্রিয়া পেছাতে পারে । তাহলে ১আগস্ট নটর ডেম / হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে না ধরে আরো পেছাবে । এখানে একটা কথা আছে । শিক্ষাবোর্ড অন্যান্য কলেজগুলো যেদিন থেকে আবেদন নেয় , ঐদিন থেকেই নটর ডেম / হলিক্রস কলেজের ভর্তি আবেদনও শুরু হয় (১দিন আগে থেকেও হয় ) । হিসাবটা এমন , শিক্ষাবোর্ড যদি আগামী ২মাসেও কলেজে ভর্তি শুরু না করে তাহলে নটর ডেম / হলিক্রসও করবে না । এখন দেখা যাক , কবে আগে খসড়া প্রস্তাব অনুমোদন দেয় , তারপরে আবেদন শুরু হবে ।

মাইলস্টোন স্কুল ও কলেজে হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় হতাহত সকল শিক্ষার্থী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল...
21/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় হতাহত সকল শিক্ষার্থী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আল্লাহর কাছে প্রার্থনা—তিনি যেন নিহতদের মাফ করে দেন,পরিবারগুলোকে শক্তি ও ধৈর্য দেন এই ভার সইবার।

21/07/2025

আজ একটু বেশি কাঁপছে বুকটা...

আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারও না কারও সন্তান। আমার সন্তানও পড়ে এই স্কুলের অন্য একটি ব্রাঞ্চে... ভাবতেই গা শিউরে ওঠে—আজ যে জায়গাটায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানেই তো আমার সন্তানটাও হতে পারতো!

আল্লাহর অশেষ কৃপায় আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের মা-বাবার কান্না যেন এই বুক চিরে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।

🕊️ নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি।
- আহতদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
- এই ভয়াবহ দিনটি যেন আর কোনো মা-বাবার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি।

আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে এক প্রশ্ন—কেন?
তবুও প্রার্থনায় হাত তুলি... যেন এই শোক আর কারো ঘরে না আসে।

আমরা একসাথে কাঁদি, একসাথে দোয়া করি।

19/07/2025
২০২৫ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আ...
16/07/2025

২০২৫ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৫ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

রসায়ন ১ম পত্রের সকল সূত্র ও শর্টকার্ট সাথে প্রতিটির‌ উদাহরণ।সবগুলো অধ্যয় দেখে নাও⤵️
15/07/2025

রসায়ন ১ম পত্রের সকল সূত্র ও শর্টকার্ট সাথে প্রতিটির‌ উদাহরণ।সবগুলো অধ্যয় দেখে নাও⤵️

এসএসসি ২০২৬ এর সংক্ষিপ্ত সিলেবাস ( বিজ্ঞান বিভাগ)  SSC Short syllabus 2026 || SSC 2026 short syllabus
15/07/2025

এসএসসি ২০২৬ এর সংক্ষিপ্ত সিলেবাস ( বিজ্ঞান বিভাগ)
SSC Short syllabus 2026 || SSC 2026 short syllabus

মোট আসন সংখ্যা এবং কলেজসমূহে আবেদনের নুন্যতম জিপিএ এর লিস্ট
15/07/2025

মোট আসন সংখ্যা এবং কলেজসমূহে আবেদনের নুন্যতম জিপিএ এর লিস্ট

স্বর্ণালী আকতার এসএসসি-২৫ পরীক্ষায় ১২৮৩ নম্বর  পেয়েছে।বিএএফ শাহীন কলেজ,বগুড়াSelute ❤️
12/07/2025

স্বর্ণালী আকতার
এসএসসি-২৫ পরীক্ষায় ১২৮৩ নম্বর পেয়েছে।
বিএএফ শাহীন কলেজ,বগুড়া
Selute ❤️

Address

Rangpur

Telephone

+8801575227531

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.S.C batch 2026-27 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.S.C batch 2026-27:

Share