Md Nayem Billah NB

Md Nayem Billah NB -তুমি আমার আড়াই পৃষ্ঠা
অংকের শেষের ভুল লাইন .!!

- Success is the best revenge..!🖤 Assalamu Alaikum. I hope you are well.

Greetings and congratulations from Md Nayem Billah NB

"কোনো এক বিকেল বিকেল বেলা মেসে, আমি বন্ধুর(রাহানের) সাথে রুমে বসে গল্প করতেছি, সময়টা হয়তো ২০২৪ সালের শেষের বা ২০২৫ এর ...
17/10/2025

"কোনো এক বিকেল বিকেল বেলা মেসে, আমি বন্ধুর(রাহানের) সাথে রুমে বসে গল্প করতেছি, সময়টা হয়তো ২০২৪ সালের শেষের বা ২০২৫ এর শুরুর দিকের কথা।
হঠাৎ করেই একদিন রুমে একটা বিড়ালের বাচ্চা আসে। অনেক চিল্লা-চিল্লি করতেছিল। ভাবছি খিদা লাগছে, তাই তার জন্য দুধ আর কেক এনে খাইছিলাম। এর পর দেখি গায়ে অনেক উকুন, পরে আমরা দুইজন মিলে আমার একটা পুরাতন চিরুনি দিয়ে ওর গা চুলকিয়ে দিলাম, আর কিছু উকুনও বের করে দিলাম।
ছোটবেলা থেকেই আমার বিড়াল অনেক পছন্দের। তাই হয়তো সেই দিন অনেক রাত পর্যন্ত তার সাথে সময় কাটিয়েছি।
একদিন থাকার পর, পরের দিন কোথায় যে গেলো অনেক খোঁজা-খুঁজির পরও পাওয়া গেলো না; খুব খারাপ লাগছিল।
এর পর প্রায় মাস দুয়েক পর, আমি বিছানার উপর বসে আছি, হঠাৎ করে একটি বিড়াল রুমে ঢুকেই বিছানার উপর উঠে আমার পাশেই শুয়ে পরে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। আর ভাবতে থাকি, এটা আবার কেমন বিড়াল রুমে ঢুকেই বিছানায় উঠে আমার পাশের শুয়ে পড়ল।
তারপর মনে পরে গেলো সেই ছোট্ট বিড়ালটির কথা, আবার ভাবতে লাগলাম, যে ওটাই কি এটাই ? এত বড় হয়ে গেছে ?
এর পর ওর সাথে অনেকক্ষণ সময় কাটালাম, ওর গায়ে হাত বুলাচ্ছি, এমন সময় ও হয়তো ফাজলামির মতো মুখ দিয়ে আমার হাতে কামড় দেওয়ার মত করল, আমি তো পুরো ভয়ে হাত সরিয়ে নিলাম। এরপর ভাবলাম, ওই ও হয়তো আমার হাত বুলাতে সারা দিচ্ছে। এটা ভেবেই অনেক খুশি লাগতেছিল। এর পর রুমে কেক ছিল, সেটা দিয়েছিলাম, সেটি খেয়ে কিছুক্ষণ থেকে আবার চলে গেলো। আবার নিখোঁজ..!! আবারও কষ্ট পেলাম।
এর পর প্রায় মাস খানেক পর আবার একদিন আসলো, এসে আবার রুমে ঢুকে আমার কোলে শুয়ে পড়ল। এবার আমি কোনো অবাক হয় নি। আমি আবার রুমে থাকা খাবার দিলাম। খেয়ে আমার সাথে কিছু সময় থেকে পুনরায় চলে যায়। এবার অতটা কষ্ট লাগে নাই। এটা ভাবে ভালো লাগতেছিল যে, অন্তত আসছে তো।
এভাবে গত কয়েক মাসে ধরেই, মাসে অন্তত ২/১ বার আসে, কিছু সময় থেকে আবার নিজ ইচ্ছেই চলে যায়।

আজ ১৪অক্টোবর ২৫,
অন্য দিনের মতো আজকে এসে আমার কোলে বসে আছে। কিন্তু আজকে অনেক সময় ধরেই আছে। আজকেও ওর গায়ে হাত বুলাচ্ছি, আজকেও ও মুখ দিয়ে কামড় দেওয়ার মত করে সাড়া দিচ্ছে। ভালো লাগতেছে , আবার এটা ভেবে ভয় লাগতেছিল যে, এটা তো আমার পোষা বিড়াল না। এমনকি এটাকে ভ্যাকসিন ও দেওয়া নাই। আবার যদি একটু কামড় দিয়ে দেয় বা একটু আছর লেগেই যায় এর জন্য আবার ভ্যাকসিন দেওয়া লাগবে।
মনে আছে ছোটবেলায় একবার আমাকে ইঁদুর কামড় দিয়েছিল সেটার জন্য ভ্যাকসিন দিতে হয়েছিল। অনেক কষ্টে তিনটা ভ্যাকসিন দিয়েছিলাম।

অন্য দিনের মতো আজকে রুমে রুটি ছিল, সেটাই দিলাম। রুটি খেয়ে আবার আমার কোলে এসে শুয়ে পড়ল। এখন রাত দুইটা বাজে, আমিও পাশে শুয়ে ওর গায়ে হাত বুলাচ্ছি।
আমি আবার একটু কিছু হলেই ফোনের নোটে লিখে রাখি। হঠাৎ মনে হলো, এর ঘটনাটাও লিখে রাখি। অভ্যাসগত কারণে লিখতে শুরু করলাম।
এখন মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, একটা প্রাণী ছোট থাকতেই একদিন হয়তো খাবার দিয়েছিলাম, কিন্তু সে আজও আমার কাছে আসে। মনে প্রশ্ন জাগে কেনো আসে ?
এর পর মনে হয়,
হয়তো মায়া,ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করতে আসে।

একটা অবুঝ প্রাণীকে একদিন ছোট্ট একটা সাহায্য করায়, বছর পেরিয়ে গেলো; কিন্তু এখনো সে মাসে অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করতে আসে।
কিন্তু, আমি অনেক মানুষকে ছোট্ট-বড় অনেক সাহায্য করেছি। অনেক সময় নিজের ক্ষতি করে হলেও। কিন্তু সেই ক্ষণিক মুহূর্ত ছাড়া কখনো কৃতজ্ঞতাবোধ তো দূরের কথা, বরং তারাদের দ্বারা আমি ক্ষতির সম্মুখীনও হয়েছি।
যদিও এটা জানি যে, কাউকে সাহায্য করার পর যে একটা প্রশান্তি পাওয়া যায়, সেটা হয়তো অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আমি তাদের থেকে কোনকিছু চাই না; এটা ভেবে যে, আল্লাহ্ মানুষকে সাহায্য করতে বলেছেন, এটার প্রতিদান আমি একমাত্র তার কাছ থেকেই নিবো। ইনশাআল্লাহ্
তবে, সবাই এক না। অনেককেই কাছ থেকে অনেক ভালো ব্যবহার ও উপকারও পেয়েছি।
এখন আমার মনে প্রশ্ন জাগে,
তাহলে কি আমি বলতে পারি, মানুষ একটা পশুর চেয়েও নিকৃষ্ট ?
আর, আমি কি তাদের থেকে অন্তত ভালো ব্যবহার কিংবা সুন্দরভাবে কথা বলার প্রত্যাশা করতে পারি না ?
#বিড়াল #আক্ষেপ #আমার_আক্ষেপ
©️ নাঈম বিল্লাহ্ "

কখনো ভাবি নাই যে এটা ফেইসবুকে দিবো। কিন্তু আজ মনটা ভীষণ খারাপ, অসহায়ের মত বিছানায় হেলান দিয়ে আছি; কেনো জানি চোখ দুটো পানিতে টলোমলো হয়ে আছে। এমনিতেই "ইনট্রোভার্ট" এর কাতারে আছি, যত দিন যাচ্ছে ততই কেনো জানি "হোমবডি" হয়ে যাচ্ছি। না জানি কোন, চিরস্থায়ীভাবে "হোমবডি" হয়ে যাবো।

তবে এখন ইচ্ছে করতেছে, আশে-পাশে কোথাও নদী থাকলে তার পাশে একটি একাকী বসে মন খুলে চিৎকার করে কান্না করতাম আর একান্তই কিছু সময় কাটাতাম। অন্তত কিছু সময়ের জন্য হলেও তো মন খুলে নিঃশ্বাসটা নিতে পারতাম।

এখন আমার এলাকার পাশ দিয়ে যাওয়া সেই ('চারালকাটা') নদীটাকে অনেক মনে পরে। একটু মন খারাপ হলেই চলে যেতাম তার কাছে। তার পাশে বসে/হেঁটে কিছু সময় কাটাতাম। সে আমার সকল দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিত।
আল্লাহ্ তায়ালার আমাদের প্রতি অশেষ রহমত, তাইতো নদীকে সেভাবেই তৈরি করেছে।
আমার কোনো দুঃখ কষ্ট হলে আর কেউ না নিলেও শুধু নদীই ভাগাভাগি করে নেয়। এখন নদী আমার কাছে আপন লাগে। কিন্তু কষ্ট লাগে, এখন আমার আশেপাশে কোন নদী নাই।

মাঝে মধ্যেই মনে হয়, আমি নিজের মন খারাপ কিংবা দুঃখ-কষ্ট ভাগাভাগি করার জন্যই নদীর কাছে যাই, তাহলে আমি কি বড্ডই স্বার্থপর ?

"কোনো এক বিকেল বিকেল বেলা মেসে, আমি বন্ধুর(রাহানের) সাথে রুমে বসে গল্প করতেছি, সময়টা হয়তো ২০২৪ সালের শেষের বা ২০২৫ এর ...
17/10/2025

"কোনো এক বিকেল বিকেল বেলা মেসে, আমি বন্ধুর(রাহানের) সাথে রুমে বসে গল্প করতেছি, সময়টা হয়তো ২০২৪ সালের শেষের বা ২০২৫ এর শুরুর দিকের কথা।
হঠাৎ করেই একদিন রুমে একটা বিড়ালের বাচ্চা আসে। অনেক চিল্লা-চিল্লি করতেছিল। ভাবছি খিদা লাগছে, তাই তার জন্য দুধ আর কেক এনে খাইছিলাম। এর পর দেখি গায়ে অনেক উকুন, পরে আমরা দুইজন মিলে আমার একটা পুরাতন চিরুনি দিয়ে ওর গা চুলকিয়ে দিলাম, আর কিছু উকুনও বের করে দিলাম।
ছোটবেলা থেকেই আমার বিড়াল অনেক পছন্দের। তাই হয়তো সেই দিন অনেক রাত পর্যন্ত তার সাথে সময় কাটিয়েছি।
একদিন থাকার পর, পরের দিন কোথায় যে গেলো অনেক খোঁজা-খুঁজির পরও পাওয়া গেলো না; খুব খারাপ লাগছিল।
এর পর প্রায় মাস দুয়েক পর, আমি বিছানার উপর বসে আছি, হঠাৎ করে একটি বিড়াল রুমে ঢুকেই বিছানার উপর উঠে আমার পাশেই শুয়ে পরে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। আর ভাবতে থাকি, এটা আবার কেমন বিড়াল রুমে ঢুকেই বিছানায় উঠে আমার পাশের শুয়ে পড়ল।
তারপর মনে পরে গেলো সেই ছোট্ট বিড়ালটির কথা, আবার ভাবতে লাগলাম, যে ওটাই কি এটাই ? এত বড় হয়ে গেছে ?
এর পর ওর সাথে অনেকক্ষণ সময় কাটালাম, ওর গায়ে হাত বুলাচ্ছি, এমন সময় ও হয়তো ফাজলামির মতো মুখ দিয়ে আমার হাতে কামড় দেওয়ার মত করল, আমি তো পুরো ভয়ে হাত সরিয়ে নিলাম। এরপর ভাবলাম, ওই ও হয়তো আমার হাত বুলাতে সারা দিচ্ছে। এটা ভেবেই অনেক খুশি লাগতেছিল। এর পর রুমে কেক ছিল, সেটা দিয়েছিলাম, সেটি খেয়ে কিছুক্ষণ থেকে আবার চলে গেলো। আবার নিখোঁজ..!! আবারও কষ্ট পেলাম।
এর পর প্রায় মাস খানেক পর আবার একদিন আসলো, এসে আবার রুমে ঢুকে আমার কোলে শুয়ে পড়ল। এবার আমি কোনো অবাক হয় নি। আমি আবার রুমে থাকা খাবার দিলাম। খেয়ে আমার সাথে কিছু সময় থেকে পুনরায় চলে যায়। এবার অতটা কষ্ট লাগে নাই। এটা ভাবে ভালো লাগতেছিল যে, অন্তত আসছে তো।
এভাবে গত কয়েক মাসে ধরেই, মাসে অন্তত ২/১ বার আসে, কিছু সময় থেকে আবার নিজ ইচ্ছেই চলে যায়।

আজ ১৪অক্টোবর ২৫,
অন্য দিনের মতো আজকে এসে আমার কোলে বসে আছে। কিন্তু আজকে অনেক সময় ধরেই আছে। আজকেও ওর গায়ে হাত বুলাচ্ছি, আজকেও ও মুখ দিয়ে কামড় দেওয়ার মত করে সাড়া দিচ্ছে। ভালো লাগতেছে , আবার এটা ভেবে ভয় লাগতেছিল যে, এটা তো আমার পোষা বিড়াল না। এমনকি এটাকে ভ্যাকসিন ও দেওয়া নাই। আবার যদি একটু কামড় দিয়ে দেয়***

এখানে এর বেশি লিখা যায় না, তাই
(বাকি অংশ ফেইসবুকে) অথবা বায়ো'তে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে অথবা ইউজার নেম দিয়ে সার্চ দিয়ে চ্যানেলে গিয়ে আজকে ১৮/১০/২০২৫ তারিখ নির্বাচন করে পরে আসতে করেন।
ধন্যবাদ।

শিক্ষক তিনি,যাঁর সামনে মাথা নোয়াতে হয় না,মাথা নিজ থেকেই নত হয়ে যায়।                  বীজ হতে যারা বৃক্ষ গড়েন            ...
05/10/2025

শিক্ষক তিনি,
যাঁর সামনে মাথা নোয়াতে হয় না,
মাথা নিজ থেকেই নত হয়ে যায়।
বীজ হতে যারা বৃক্ষ গড়েন
নিরলস দিবা-রাতি
শিক্ষক তাঁরা মহৎ মানব
জাতির আলোক বাতি---।
বিশ্ব শিক্ষক দিবসে মা-বাবাসহ সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, এছাড়াও যেসকল শিক্ষক আল্লাহ্ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ্ তায়ালা সবাইকে জান্নাতবাসি করুক🥰🌸
শুভ শিক্ষক দিবস

30/09/2025

বাড়ি ফিরে আমার ঘুম আসে না; রিলস্ দেখতে দেখতে ভোর হয়ে যায়। তাও আমি আমার ঘুমের দেখা পাই না। আমার মনে হয় আমি হয়তো ভ্যাম্পায়ারের রূপান্তর হচ্ছি।
তা না হলে একজন মানুষের পক্ষে এত কম ঘুমিয়ে কিভাবে বেঁচে থেকে সম্ভব। অসম্ভব.!!
Md Nayem Billah NB

শেষ বিকেলে ... ✨
28/09/2025

শেষ বিকেলে ... ✨

৩০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। ৩৬ এ মৃত্যু। ইসলামের বয়স মাত্র ৬। এই ৬ বছরের ব্যবধানে এমন জীবন গঠন করেছিলেন যে -• তাঁর...
20/09/2025

৩০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। ৩৬ এ মৃত্যু। ইসলামের বয়স মাত্র ৬। এই ৬ বছরের ব্যবধানে এমন জীবন গঠন করেছিলেন যে -

• তাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।

• আসমানের সকল দুয়ার খুলে দেওয়া হয়েছিল।

• তাঁর রূহ আসমানে পৌঁছার পর আসমানীরা আনন্দে মেতেছিলেন।

• তাঁর জানাযায় অংশগ্রহণের জন্য ৭০ হাজার ফেরেশতা যমীনে অবতরণ করেছিলেন।

তিনি ছিলেন সাহাবী সা'দ ইবনে মুআ'য (রা:)।

(দেখুন, বুখারী, ৩৮০৩, মুসলিম ২৪৬৬ ইবনে হিব্বান, ৭০৩৩, ফাজায়িলুস সাহাবা, ১৪৯১ মুসান্নাফে ইবনে আবী শায়বা)

আলহামদুলিল্লাহ, ডাকসু নির্বাচনে সকল শিবির প্রার্থী ও বেশিরভাগ শিবির সমর্থিত প্রার্থী বিজয় লাভ করছে। শিবির ও সমর্থিত প্র...
10/09/2025

আলহামদুলিল্লাহ,
ডাকসু নির্বাচনে সকল শিবির প্রার্থী ও বেশিরভাগ শিবির সমর্থিত প্রার্থী বিজয় লাভ করছে। শিবির ও সমর্থিত প্রার্থী ২৮ জনের মধ্যে ২৩ জনই বিপুল ভোট এ বিজয় লাভ করেছে।

যে পাঁচ উদ্ভাবক ও বিজ্ঞানীর নিজের আবিষ্কারই হয়েছে তাঁদের মৃত্যুর কারণ৩. জন গডফ্রে প্যবিজ্ঞান ও প্রযুক্তি যুগে যুগে মানবজ...
08/09/2025

যে পাঁচ উদ্ভাবক ও বিজ্ঞানীর নিজের আবিষ্কারই হয়েছে তাঁদের মৃত্যুর কারণ৩. জন গডফ্রে প্য
বিজ্ঞান ও প্রযুক্তি যুগে যুগে মানবজাতিকে বিস্মিত করেছে। নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের নেশায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন বিজ্ঞানীরা। খুলে দিয়েছেন নতুন জ্ঞানের দুয়ার। উদ্ভাবকেরা সাধারণত নিজের উদ্ভাবনের জন্য খ্যাতি পান। কিন্তু কখনো কখনো সেই উদ্ভাবনই হয়ে দাঁড়ায় সেই উদ্ভাবকের অকাল মৃত্যুর কারণ। ইতিহাসের পাতায় এমন কিছু বিজ্ঞানীর নাম লেখা আছে, যাঁদের অসাধারণ আবিষ্কারগুলো শেষ পর্যন্ত তাঁদেরই জীবন কেড়ে নিয়েছিল। চলুন, জেনে নেওয়া যাক এমন পাঁচ বিজ্ঞানীর কথা।

আসহাবিল ইয়ামিন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ০০

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ
সূত্র: সায়েন্স ফোকাস, টেনেজ

সংগৃহীত : বিজ্ঞানচিন্তা
#বিজ্ঞান

বিস্তারিত: ছবির সাথেই ক্যাপশন দেওয়া আছে। এছাড়াও কমেন্টে দেওয়া আছে।

রগ কাটা'র অফিসে গিয়েও রগ নিয়ে সুস্থভাবে ফিরে আসার যে ব্যাপারটা🫣
06/09/2025

রগ কাটা'র অফিসে গিয়েও রগ নিয়ে সুস্থভাবে ফিরে আসার যে ব্যাপারটা🫣

গত রাতের স্বপ্ন সত্যি হলে, আমি সেই মেহমানকেই বারংবার ডাকি।☺️
21/08/2025

গত রাতের স্বপ্ন সত্যি হলে, আমি সেই মেহমানকেই বারংবার ডাকি।☺️

সর্বদা ভুলের মধ্যে চলছে জীবন, তবুওসারা জীবনের সকল ভুলের জন্য আস্তাগফিরুল্লাহ।আল্লাহ্ মাফ করুক।
21/08/2025

সর্বদা ভুলের মধ্যে চলছে জীবন, তবুও
সারা জীবনের সকল ভুলের জন্য আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ্ মাফ করুক।

কেউ আপনার কাছে সাহায্য চাইলে যেকোনো ভাবে এড়িয়ে জান, তাতে আপনারই মঙ্গলনয়তো তার মাশুল আপনাকে দিতে হবে।
14/08/2025

কেউ আপনার কাছে সাহায্য চাইলে যেকোনো ভাবে এড়িয়ে জান, তাতে আপনারই মঙ্গল
নয়তো তার মাশুল আপনাকে দিতে হবে।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Md Nayem Billah NB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share