
04/08/2023
ফিরিয়ে দাও অরণ্য।
পৃথিবীতে লোভে কাতর মানুষগুলোর কাছে সম্পর্কের কোন মূল্য নেই।
আর সফল হতে হবে তাদের জন্য,
যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল..
সৎ পথে থেকে সত্যি বলার কারণে যদি
তোমার চারপাশের প্রিয়জন
সরে দাঁড়ায় তবে মনে রেখো
তুমি এতোদিন আবর্জনা গুলোকে
আগলে রেখেছিলে.....🖤