08/10/2025
দিন শেষে নীড়ে ফেরা পাখির কথা চিন্তা করো। প্রতিদিন ভোরে সে এটা না জেনেই বের হয়, আজ কোথায় খাবার পাবে, কীভাবে বাঁচবে। কিন্তু তার মনে কোনো ভয়ডর কিন্তু থাকে না। কারণ পাখিটা বিশ্বাস করে, যিনি থাকে আকাশে উড়তে দিয়েছে, তিনিই তার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন।
দিনের শেষে পাখিটা ফিরে আসে। পেট ভরে, মনে তৃপ্তি নিয়ে। কখনও সে বড়ো দানা পেয়ে পেট পুরে খাই, কখনও ছোটো দানা খেয়ে আধা পেটে থাকে; কিন্তু কখনও না খেয়ে থাকে না।
আমরা মানুষ হয়েও কত ভয় পাই ! ভাবি চাকরি পাব তো? টাকা পয়সা কমাতে পারবো তো? জীবন চলবে তো? অথচ আল্লাহ নিজেই বলছেন,
“পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই।” (সূরা হুদ: ৬)
অর্থাৎ, তুমিও সেই দায়িত্বের অন্তর্ভুক্ত। তোমার রিজিক লেখা আছে, শুধু সেটা পৌঁছাতে তোমাকে হাঁটতে হবে, চেষ্টা করতে হবে। পাখিটা যদি বাসায় বসে থাকতো, কখনোই তার দানা পেতো না।তুমি যদি রীল দেখে,কিংবা অন্য কোনো আজেবাজে কাজে সময় নষ্ট করো চেষ্টা না করে তাহলে কি তোমার ক্যারিয়ারে ভালো করার সম্ভাবনা আছে ? আমি হফল করে বলতে পারি নাই।
তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে নিজের পথে এগিয়ে যাও, আল্লাহও তোমার পথ খুলে দেবেন। কখনও দেরি হবে, কখনও বাঁধা আসবে, কিন্তু রিজিকের দরজা বন্ধ হবে না। কারণ সেই দরজার চাবি তোমার হাতে নয়, আল্লাহর হাতে।
তাই ভয় নয়, ভরসা রাখো।
চেষ্টা করো, প্রার্থনা করো। আর বিশ্বাস রাখো, যে আল্লাহ পাখির রিজিক দেন, তিনিই তোমারটাও ঠিক করে রেখেছেন।