My Traveling Life

My Traveling Life তিলে তিলে পার করেছি বহুদিন, তবু কেন আসছে না সুদিন?

25/10/2025

সবার আগে মা ঘুম থেকে উঠে যান, তারপর সকালের নাস্তা থেকে শুরু করে সারাদিনের যাবতীয় কাজ সব করেন। একই নিয়মে মা কাটিয়ে দিয়েছেন দুই যুগেরও বেশি। অথচ জীবন নিয়ে মায়ের কোনো অভিযোগ নেই।
মাঝেমাঝে মা ডাক দিয়ে বলেন এটা খেয়ে দেখ, ওটা খেয়ে দেখ। এত সুস্বাদু খাবার আমি পৃথিবীর আর কোথাও কখনো পাইনা। আবার অনেক সময় তো রান্নার প্রশংসা করতেও দুই একবার ভাবতে হয়।
প্রশংসা করতে দেরি হয়, সাথে সাথে খুশি হয়ে প্রয়োজনের চেয়েও বেশি বাড়িয়ে দিতে দেরি করেন না। এত যত্ন আর ভালোবেসে পৃথিবীর আর কোথাও কখনো কেউ খাওয়াতে পারে বলে মনে হয় না!!!
This word deligated for my mother Roksana akter kolpona

25/10/2025

এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কত কিছু পেলাম ,কত কিছু হারালাম।
সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাঁধা।
কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জালালো,
আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো
সময় চলছে তার নিয়মে!!
রেখে গেছে কিছু স্মৃতির মায়াজাল!! ❤️‍🩹💙

24/10/2025

বলছি আমি কি তোমার ওই স্কুলে ভর্তি হতে পারবো

24/10/2025

জীবনের পথে চলতে চলতে আমরা কত শত ইচ্ছাকে যে নিঃশব্দে কবর দিয়ে আসি, তার হিসেব রাখি না। কিছু ইচ্ছে থাকে যা সাহস করে প্রকাশ করা যায় না নিজের সীমাবদ্ধতার কারণে। সেগুলো আমাদের মস্তিষ্কের ভেতরের একটি সুপ্ত অংশে চিরকাল ঘুমিয়ে থাকে। আমরা যখন কোনো পুরোনো স্মৃতি ঘাঁটিতে বসি বা কোনো অচেনা স্টেশনে একা দাঁড়িয়ে থাকি, তখন সেই অপ্রকাশিত ইচ্ছারা হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে জেগে ওঠে। তবে, অপূর্ণতাও এক ধরনের সৌন্দর্য। কারণ, এই অপূর্ণতাই আমাদের নিয়মিত ভাবায়, আমাদের গভীর করে তোলে। এই অপ্রকাশিত ইচ্ছাগুলোই প্রমাণ করবে, জীবন কেবল প্রাপ্তি আর সাফল্যের সমষ্টি নয়, এটি অসংখ্য না পাওয়ার নীরব জাদুঘর!🤍

22/10/2025

জীবন হচ্ছে ছুটে চলা নৌকার মতো!!!
গন্তব্য অজানা - তবুও থেমে নেই যাত্রা..!!

21/10/2025

-যদি তুমি শ্রদ্ধা হয়ে আসো আমার জীবনে
-তাহলে আমি মনোজ হয়ে পুরো পৃথিবী ওলট পালট করে দিবো

17/10/2025

শূন্যতার কোন সীমা হয় না।ঠিক যেমন পূর্ণতা সবর্দায় অপূর্ণ থেকে যায়।চার প্রকোষ্ঠে ১২ সে.মি. লম্বা আর ৯সে.মি. চওড়া ৩০০গ্রামের বস্তুটিও কিভাবে যেন বয়ে নেই অত্যাধিক ওজনের দীর্ঘশ্বাস। মানুষ আসলেই অদ্ভুত। দুটি বিষাক্ত বায়ুপূর্ণ থলির মাঝেও কত বিশুদ্ধ আশা নিয়ে বেচে থাকে। কত শত ভাবনা জায়গা পায় এমন এক অঙ্গের উপর যে কিনা 240 সে. খাবার না পেলেই মারা যাবে! তবুও মানুষের ভাবনারা ডানা মেলে। আকাশ ছোয়ার স্বপ্ন দেখে।বেচে থাকে বেচে থাকার তাগিদে।হয়তো এর নামই জীবন!!

12/10/2025

মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে,তার ব্যাক্তিত আর আচরণ সুন্দর হওয়ার টা বেশি জরুরি"🤍

12/10/2025

যারা আমার গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভেবে বসে, তাদের আসলে জানা নেই ছেড়ে আসার ব্যাপারে আমি ঠিক কতটা দক্ষ। আমি মানুষকে ভালোবাসি,সম্মান করি,প্রচুর সুযোগ দেই;কিন্তু বিপরীতে যখন তারা আমাকে শূন্যতা ফিরিয়ে দেই!আমিও ঠিক তখন সে মানুষটিকে মুক্ত করে দেই,আমার ভালোবাসা..মায়া থেকে।

08/10/2025

লাইফে এমন কিছু মানুষদের Importance priority দিয়েছি যারা এগুলোর ছায়াও Deserve করেনা!

08/10/2025

দিন শেষে নীড়ে ফেরা পাখির কথা চিন্তা করো। প্রতিদিন ভোরে সে এটা না জেনেই বের হয়, আজ কোথায় খাবার পাবে, কীভাবে বাঁচবে। কিন্তু তার মনে কোনো ভয়ডর কিন্তু থাকে না। কারণ পাখিটা বিশ্বাস করে, যিনি থাকে আকাশে উড়তে দিয়েছে, তিনিই তার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন।
দিনের শেষে পাখিটা ফিরে আসে। পেট ভরে, মনে তৃপ্তি নিয়ে। কখনও সে বড়ো দানা পেয়ে পেট পুরে খাই, কখনও ছোটো দানা খেয়ে আধা পেটে থাকে; কিন্তু কখনও না খেয়ে থাকে না।
আমরা মানুষ হয়েও কত ভয় পাই ! ভাবি চাকরি পাব তো? টাকা পয়সা কমাতে পারবো তো? জীবন চলবে তো? অথচ আল্লাহ নিজেই বলছেন,
“পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই।” (সূরা হুদ: ৬)
অর্থাৎ, তুমিও সেই দায়িত্বের অন্তর্ভুক্ত। তোমার রিজিক লেখা আছে, শুধু সেটা পৌঁছাতে তোমাকে হাঁটতে হবে, চেষ্টা করতে হবে। পাখিটা যদি বাসায় বসে থাকতো, কখনোই তার দানা পেতো না।তুমি যদি রীল দেখে,কিংবা অন্য কোনো আজেবাজে কাজে সময় নষ্ট করো চেষ্টা না করে তাহলে কি তোমার ক্যারিয়ারে ভালো করার সম্ভাবনা আছে ? আমি হফল করে বলতে পারি নাই।
তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে নিজের পথে এগিয়ে যাও, আল্লাহও তোমার পথ খুলে দেবেন। কখনও দেরি হবে, কখনও বাঁধা আসবে, কিন্তু রিজিকের দরজা বন্ধ হবে না। কারণ সেই দরজার চাবি তোমার হাতে নয়, আল্লাহর হাতে।
তাই ভয় নয়, ভরসা রাখো।
চেষ্টা করো, প্রার্থনা করো। আর বিশ্বাস রাখো, যে আল্লাহ পাখির রিজিক দেন, তিনিই তোমারটাও ঠিক করে রেখেছেন।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Traveling Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Traveling Life:

Share