রিয়াদ

রিয়াদ তিলে তিলে পার করেছি বহুদিন, তবু কেন আসছে না সুদিন?

26/09/2025

Thank you so much everyone for wishing me on my birthday! I’m grateful to each and every one of you for taking the time to wish me on my special day💙💙

25/09/2025

আলহামদুলিল্লাহ! আজকে আমার জন্মদিন! দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় আগের মতোই। আজকের এই বিশেষ দিনে নিজের জন্য ভালোবাসা আর দোয়া রইল। শুভ জন্মদিন To Me!!!

20/09/2025

শেষ পর্যন্ত বহু আরাধ্য জয় এলো। কনগ্র‍্যাচ্যুলেশন্স বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ৫ বলে যখন ১ রান দরকার, তখন ঠিক কী কারণে জাকের আলীকে ওই শটটা খেলতে হবে? ছক্কা মেরে ম্যাচ শেষ করার চেয়ে সেফলি ১ রান নিয়ে ম্যাচ জেতাটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সাধারণ জিনিসটা বোঝাতো কঠিন কিছু না। এই অপরিপক্ব বীরত্ব দেখাতে গিয়ে যে কত অসংখ্য জেতা ম্যাচ আমরা হেরেছি, তার ইয়ত্তা নেই। মুশফিকের এইরকম সেই ইনিংসের কথা ও ব্যথা দুইটাই এখনো বুকে গেঁথে আছে! কিন্তু সমস্যা হচ্ছে, আমরা সেসব মনে রাখলেও এনারা কেন যেন মনে রাখেন না!😔

20/09/2025

আমি কারো উপকার ভুলিনা,কখনোই না। ছোট হোক কিংবা বড় হোক। যত্ন করে মনের মধ্যে রেখে দেই।

সঙ্গীত জগতের অমূল্য রত্ন জুবিন গর্গ-এর অকাল প্রয়াণে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ।ওপারে ভালো থাকবেন!!  তাঁর গান ও সু...
19/09/2025

সঙ্গীত জগতের অমূল্য রত্ন জুবিন গর্গ-এর অকাল প্রয়াণে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ।ওপারে ভালো থাকবেন!! তাঁর গান ও সুর চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।

19/09/2025

রাত জেগে ১২ টা ১ পর্যন্ত যখন খেলা দেখলাম,তারপর একটু ঘুম ঘুম চোখে কাঁথা টা গায়ে দিলাম!! ঠিক তখন ই গুগল নোটিফিকেশন, বার বার জানান দিয়ে যাচ্ছে,রাত একটায় প্রিয় টিম বার্সার খেলা!!!রাত জেগে প্রিয় টিমের খেলা দেখাটা আমার নিত্য দিনের অভ্যাস!! খেলা দেখা শেষ করতে করতে কখন যে ঘড়ির কাঁটায় রাত ৪ টা বেজে গেলো, বুঝতেই পারলাম না!!! এরপর ঠিক রাত ৪টায়, বাংলালিংকের সালাত অ্যালার্ট জোনের সাইলেন্ট বেজে উঠবে তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে!!! আমার তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস টা সেই ছোট্ট বেলা থেকেই,,,!! নামাজ শেষ করতেই, ঘড়ির কাঁটায় ঠিক রাত ৫ টা একটু পড়েই মসজিদের মোহাজ্জেন সাহেব নামাজের জন্য আজান দিবেন!!! মসজিদের মোহাজ্জেন,ছোট ভাই রিয়াজের কন্ঠ টা অনেক সুন্দর, তার আজান শুনলেই মসজিদে ছুটে যেতে মন চায়!!! মসজিদ থেকে নামাজ পড়ে, রুমে যখন আসলাম তখন দেখি সকাল ৬ টা!!আমার চোখ দুটো তখন ঘুমে প্রায় ক্ল্যান্ত!!! একটু চোখ দুটো বন্ধ করতেই, মা এসে হাজির বেলা অনেক হয়েছে এবার উঠ!!আমার মায়ের আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রুম পরিপাটি করে রাখা নিত্য দিনের সঙ্গী!! ছেলেদের জীবনে কখনো সুখ হয় না,তাদের অল্পতেই সুখ খুঁজে নিতে হয়!! অভিযোগ যাদের দিব, তাদের ও নিজস্ব অভিযোগ বাক্স নেই!! তাদের অভিযোগ জুড়ে শুধুই আমার বসবাস!!
রিয়াদ আহমেদ
আত্মকথন
১৯/৯/২০২৫

Life
18/09/2025

Life

জীবন…
ছবি : সংগ্রহীত

18/09/2025

Ya Allah,
if my lips don't know what to ask for in prayer, please hear my heart.🤍

18/09/2025

Friday! Ya Allah! Help us achieve our goals.❤️

18/09/2025

অথচ নিজের বিছানা ছাড়া আমার ঘুম আসতে চায় না!

17/09/2025

মা একবার বলেছিলো, যখন তুই বড় হবি, বুঝতে শিখবি সবার সব কথার উত্তর দিতে হয় না, মাঝেমধ্যে চুপচাপ থাকাও ভালো!
মূর্খের সাথে তর্ক করে নিজের পয়েন্টটাকে সত্যি প্রমান করার চেয়ে চুপ থাকাই বেটার।❤️
I felt that.🌸

17/09/2025

আপনি যত বেশি মানিয়ে নিবেন সবাই তত বেশি চাপিয়ে দেবে!!চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন সবাই ঠিক ঠাকই আছে কিন্তু আপনি আর সেইই আপনি নাই!

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিয়াদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিয়াদ:

Share