20/12/2023
একটু একটু করে
চোখের জ্যোতি কমে যাওয়ার মতো
যত্নের অভাবে একটু একটু করে
সম্পর্কের টান কমে যায়।
দুটোর মধ্যে মিল হলো;
দুটোই খুব ধীরে কমে।
টের না পাওয়া চোখের পাওয়ারের মতো
মানুষ সম্পর্কের এই কমে যাওয়া
টানটাও টের পায় না।