মায়াবতী তুমি

মায়াবতী তুমি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মায়াবতী তুমি, Video Creator, Nilphamari, Rangpur.

-রং তো শুধু কল্পনাকে রঙীন করে,
জীবন তো সাদা কালো তেই সীমাবদ্ধ.!!🤍
আমার ছোট্ট পেইজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন Emotional ভিডিও পেতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ,,🥰🥰

একটা বিড়াল কে অনেক আদর মায়া ভালোবাসা দিয়ে আপনি পেলে একদিন যদি তাঁকে রাস্তায় ফেলে দেন প্রথম প্রথম সে আপনাকে খুঁজবে কা...
30/06/2025

একটা বিড়াল কে অনেক আদর মায়া ভালোবাসা দিয়ে আপনি পেলে একদিন যদি তাঁকে রাস্তায় ফেলে দেন প্রথম প্রথম সে আপনাকে খুঁজবে কাঁদবে তার পর আস্তে আস্তে রাস্তার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিবে একটা সময় আর ঘরে থাকার জন্য আপনাকে খুঁজবেনা এমনকি রাস্তায় আপনাকে দেখলে দৌড়ায়ে আপনার কাছেও যাবেনা ঠিক তেমনি কাউকে ভালোবাসা দেখিয়ে অবহেলা করলে সে কিন্তু ঠিকই একদিন আপনাকে ছাড়া অভ্যস্ত হয়ে যাবে আর একটা সময় যে বুঝতে পারবে সে আপনাকে ছাড়াই ভালো আছে

কথা দিয়ে কথা রাখা'টা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতা'র পরিচয়!🖤✨🥹
30/06/2025

কথা দিয়ে কথা রাখা'টা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতা'র পরিচয়!🖤✨🥹

-অবশ্যই আমি ভাগ্যবতী কারন এই জেনারেশনে এসেও কোনো এক শুদ্ধ তম পুরুষ এর শখের নারী আমি! ❤️🌸
27/06/2025

-অবশ্যই আমি ভাগ্যবতী কারন এই জেনারেশনে এসেও কোনো এক শুদ্ধ তম পুরুষ এর শখের নারী আমি! ❤️🌸

নারী সেখানেই আটকে যায়, যেখানে সে ফুলের মতো যত্ন পায়!💗✨🌸
26/06/2025

নারী সেখানেই আটকে যায়, যেখানে সে ফুলের মতো যত্ন পায়!💗✨🌸

চিরকাল আপনি কারো প্রিয় মানুষ হয়ে থাকবেন না,! সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায়, ভালো লাগা বদলায়, প্রিয় মানুষের না...
26/06/2025

চিরকাল আপনি কারো প্রিয় মানুষ হয়ে থাকবেন না,! সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায়, ভালো লাগা বদলায়, প্রিয় মানুষের নাম বদলায় 🙂🙂

সে কিছুই করেনি শুধু চলে গেছে, অথচ আমি সব হারালাম.!😥💔🥀
26/06/2025

সে কিছুই করেনি শুধু চলে গেছে, অথচ আমি সব হারালাম.!😥💔🥀

জীবন তখনই সুন্দর হয়, যখন পাশে এমন কেউ থাকে, যে সমস্ত পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখে। ❤️💝
25/06/2025

জীবন তখনই সুন্দর হয়, যখন পাশে এমন কেউ থাকে, যে সমস্ত পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখে। ❤️💝

বুঝবা, বুঝবা।তুমিও একদিন বুঝবা।তুমি শুধু আমারেই হারাও নাই। তুমি হারাইছো এমন একখান বুক যে বুকে তোমার জন্য ভালবাসার ফুল ফু...
23/06/2025

বুঝবা, বুঝবা।
তুমিও একদিন বুঝবা।
তুমি শুধু আমারেই হারাও নাই। তুমি হারাইছো এমন একখান বুক যে বুকে তোমার জন্য ভালবাসার ফুল ফুটতো। যে বুকে তুমি ইচ্ছে মতো ফুল ফুটাতে পারতে।

তুমি হারাইছো এমন একজোড়া হাত যে হাত তোমারে যত্নের কাছে জড়াইয়া ধরা মায়ায় আগলাইয়া রাখতো।
যে হাত জোড়া ভরসার জায়গা ক্লান্তিতে শান্তির পতাকা উড়াইয়া দিতো বুকে টাইনা।
যে হাত তোমার জন্য প্রার্থনা উঠতো।

তুমিও একদিন বুঝবা, ভালবাসা আর ভালো রাখার পার্থক্য। ভালবাসাই কেবল ভালো থাকা যায়।
ভালো থাকার জন্য সাত তলার এসি রুমের বিলাসবহুল ফ্ল্যাট দরকার হয় না।
ভালো থাকার জন্য ভালবাসার বুক লাগে।ভালবাসাহীন এসি রুমের ফ্ল্যাটয়ের চেয়ে ভালবাসাময় টিনের চালের রিমঝিম বৃষ্টির শব্দেও সুখ।

বুঝবা, বুঝবা,তুমিও একদিন বুঝবা।
তুমি হারাইছো এমন একজনকে,
যাকে বলতে চাইলে সে মনোযোগী গুণ হতো।
বসতে চাইলে কোল পেতে হতো উঠোন।
শুইতে চাইলে বুকে পেতে দেওয়া বালিশ।
অভিমানে চিঠি ভাজে ফুল রাখতো,
চোখে জল আসার আগেই যে কপালে চুমু এঁকে দিতো,
দুঃখ মুছে ফেলার প্রেমময় পোলিশ।

_ভালোবাসি বলার চেয়ে "তোমার জন্য আমার চিন্তা হয়" এই লাইনটাই বোধহয় অনেক বেশি দামি!💝❤️
23/06/2025

_ভালোবাসি বলার চেয়ে "তোমার জন্য আমার চিন্তা হয়" এই লাইনটাই বোধহয় অনেক বেশি দামি!💝❤️

জীবনে কি করলাম 🤭👇😆
22/06/2025

জীবনে কি করলাম 🤭👇😆

আমি অপেক্ষায় ছিলাম, জানো.?😥💔🥀একটা স্পর্শ, একটা ডাক, একটা টান যেটা বলবে চলো, তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে.! কিন্তু তুমি ...
22/06/2025

আমি অপেক্ষায় ছিলাম, জানো.?😥💔🥀
একটা স্পর্শ, একটা ডাক, একটা টান যেটা বলবে চলো, তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে.! কিন্তু তুমি নিলে নাহ্.!😓💔

সময় গড়িয়ে গেল, দিন বদলালো, শহরের বাতাসেও অন্যরকম গন্ধ এসে ভিড় করল,
তবুও তুমি নিলে নাহ্.!😓💔

আমি দাঁড়িয়ে ছিলাম, ঠিক সেই মোড়ে যেখানে তুমি বলেছিলে, একদিন ফিরে আসবে! আমি ফিরে আসার গল্প শুনেছিলাম, কিন্তু ফিরে পাওয়ার গল্প শুনিনি.!😓💔

তুমি কি জানো, অপেক্ষারও একটা বয়স থাকে? একটা সময়ের পর সে ক্লান্ত হয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়.!😥💔

আমার অপেক্ষাও হয়তো সেখানেই এসে দাঁড়িয়েছে, যেখানে আর কোনো প্রতীক্ষার মানে নেই.!😓💔

তবু এই বুকের গভীরে এখনো চাপা কষ্টে বাজে এইযে তুমি আমাকে নিজের করে নিলে নাহ্.!😓

Address

Nilphamari
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবতী তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category