
19/02/2024
গোল্ডিয়ান ফিন্স পালন - ফোস্টারিং ও ভুল ধারনাঃ
পর্ব ০১ ( সাধারণ আলোচনাঃ)
আস্সালামুআলাইকুম। আমি মোট ১০ -১৫ টি পর্বে গোল্ডিয়ান ফিন্স পালন ও এর সম্পর্কে ভুল ধারনা থেকে কিভাবে বের হয়ে আশা যায় বিস্তারিত তুলে ধরবো, ইন - শা আল্লাহ।
আমাদের দেশ ও আমাদের প্রতিবেশী দেশ সহ বেশ কয়েকটি দেয়ে একটা মিথ চালু আছে যেটাকে আমার কুসংস্কার ছাড়া আর কিছু মনে হয় না, যে গোল্ডিয়ান ফোস্টারিং ছাড়া বেবি পাওয়া যায় না।
এক বাক্যে এটা পুরোপুরি ভুল।
★শুধুমাত্র ব্যবসায়ীক উদ্যেশ্য কিছু অতিরিক্ত লাভের জন্য ( বেশি ডিম -বেশি বেবি - বেশি লাভ) গোল্ডিয়ান ফিন্সের মত এত সুন্দর একটা পাখির জেনারেশন, তাদের নিজস্ব বৈশিষ্ট্য, তাদের নিজস্ব জিনোমিক ইমপ্রিন্ট ধীরে ধীরে হুমকির মুখে। এভাবে চললে পিওর ব্রিডের গোল্ডিয়ান হারিয়ে যাবে Dodo পাখির মত। শুধু টাকা পয়সার জন্য গোল্ডিয়ান পাখি পালন করতে চাইলে ওদের ক্ষতি করে এটা করা কি ঠিক হবে? তারচেয়ে হাসমুরগী পালন অনেক লাভ জনক। কিভবে সেটা বুঝানোর চেষ্টা করছি।
★ গোল্ডিয়ান ফিন্সকে গোল্ডিয়ান হতে দিন বেঙ্গলী ফিন্স ( সোসাইটি ফিন্স) না। ফোস্টারিং কেন করছেন গোল্ডিয়ান ভালো প্যারেন্ট না এই অজুহাত দিবেন!
আমরাই দায়ী ওদেরকে ভালো প্যারেন্ট হতে না দেয়ার জন্য।
★যেসব গোল্ডিয়ান ফিন্সকে ফোস্টারিং করে বড় করা হয় সেগুলো যখন বড় হয়, তাদের ভিতর বৈশিষ্ট্য ও আচরন গত পরিবর্তন তৈরি হয়।ওরা নিজেরাও বুঝতে পারে না যে ওরা গোল্ডিয়ান।
ফোস্টারিং এর ফলে ফোস্টার প্যারেন্ট হতে বিভিন্নধরনের ক্ষতিকর প্রটোযোয়া ও প্যারাসাইট গোল্ডিয়ান ফিন্সকে আক্রান্ত করে। এ বিষয়ে আলাদা পর্বে বিস্তারিত লিখবো।
এরা যখন বড় হয় তখন নিজেদের ডিমে তা না দেয়া,বাচ্চাকে হলে মেরে ফেলা,বাচ্চাকে বাহিরে ফেলে দেয়া বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। সবার আগে এদেরকে পালনের জন্য এদের সাভাবিক আচরন, খবার ও জিবন যাপন সম্পর্কে জানা প্রয়োজন।
★গোল্ডিয়ান ফিন্সকে ভালো প্যারেন্ট হতে দিতে চাইলে তাদেরকে সুযোগ দিতে হবে।
★ খাঁচায় না এভিয়ারীতে কলোনিতে পালন করবেনঃ
দুইভাবেই করা যায়।তবে গোল্ডিয়ান কিন্তু কেজ বার্ড না, এটা এভিয়ারিতে ছেড়ে পালন করাটাই নিয়ম।
খাঁচায় পালনের জন্য আপনি যত বড় খাচা দিবেন ও তিন এর অতিরিক্ত বসার জন্য ১/২ ইঞ্চি ব্যাসের গাছের ডাল হোরাইজোন্টালি দিতে হবে।
শুনতে অবাক লাগলেও খাঁচার দৈর্ঘ নূন্যতম ৪ ফিট,প্রস্থ ১.৫ ফিট ও উচ্চতা ১.৫ ফিট দিতে হবে।
কারন ঠিক ঠাক জেনারেশন তৈরি করতে চাইলে বেবি গুলোকে প্যারেন্টদের সাথে রাখতে হবে মিনিমাম ৩ মাস। গোল্ডিয়ান কিন্তু লাগাতার ২-৩ টা ক্লাচে বেবি তুলতে পারে সঠিক পরিবেশ ও কন্ডিশন তৈরি করতে পারলে।
একসাথে ২ টা ক্লাচের বেবি ধারন করতে পারে এমন কেজ দিলে প্রথম ক্লাচের বেবিরা তাদের ছোটো ভাইবেনদেকে খাওয়ানের দায়ীত্ব নিয়ে নেয়।
যখন এরা এডাল্ট হবে, এরাই হবে ভলো প্যারেন্ট। বাচ্চা খাওয়া শিখলেই তাদেরকে বাবা মা থেকে আলাদা করা যাবে না। এজন্যই দরকার বড় কেজ,যেন সবার জন্য জায়গা হয়।
★ প্রাইভেসি গোল্ডিয়ান ফিন্সের জন্য অত্যবশ্যকীয় একটা বিষয়। ফেক প্লাস্টিকের লিফ দিয়ে কেজের সামন ও দুই পাশে দিতে হবে। ব্রিডিং পেয়ারকে অতিরিক্ত বিরক্ত করা যাবে না। কোলাহল ও বিকট শব্দ পররিহার করতে হবে।
খাবার ও পানি পরিবর্তনের জন্য দিনে দুইবারের বেশি কাছে যাওয়া যাবে না।
অন্যান সময় সপ্তাহে দুইবার কেজ ক্লিন করতে হবে।ব্রিডিং টাইমে একবার। ভালো হয় কেজের নিচে পেপার ব্যবহার না করে মাপমতো ভাজ করে ভিতরে ফ্লোরের উপরে বসিয়ে দিলে, কেজ নোংরা কম হবে। কেজ যত পরিস্কার থাকবে পাখির রোগ ততো কম হবে।
★ এর পরের পর্বগুলোতে নেস্টিং ম্যাটেরিয়াল, ব্রিডিং বক্সের মাপ ও ডিজাইন, ব্রিডিং এ নিয়ে আসার জন্য খবার এর ভূমিকা, সাপ্লিমেন্ট দরকারাী কি না, গ্রিট, রেগুলার কি কি ঔ*ষ*ধ লাগে ইত্যাদী নিয়ে আলোচনা করবো ইন- শা - আল্লাহ।
#গোল্ডিয়ান #ফিন্স #ফোস্টারিং #নেস্টবক্স