Asmm Hasan Aviary

Asmm Hasan Aviary We are here to love our birds.

19/02/2024

গোল্ডিয়ান ফিন্স পালন - ফোস্টারিং ও ভুল ধারনাঃ
পর্ব ০১ ( সাধারণ আলোচনাঃ)

আস্সালামুআলাইকুম। আমি মোট ১০ -১৫ টি পর্বে গোল্ডিয়ান ফিন্স পালন ও এর সম্পর্কে ভুল ধারনা থেকে কিভাবে বের হয়ে আশা যায় বিস্তারিত তুলে ধরবো, ইন - শা আল্লাহ।

আমাদের দেশ ও আমাদের প্রতিবেশী দেশ সহ বেশ কয়েকটি দেয়ে একটা মিথ চালু আছে যেটাকে আমার কুসংস্কার ছাড়া আর কিছু মনে হয় না, যে গোল্ডিয়ান ফোস্টারিং ছাড়া বেবি পাওয়া যায় না।
এক বাক্যে এটা পুরোপুরি ভুল।
★শুধুমাত্র ব্যবসায়ীক উদ্যেশ্য কিছু অতিরিক্ত লাভের জন্য ( বেশি ডিম -বেশি বেবি - বেশি লাভ) গোল্ডিয়ান ফিন্সের মত এত সুন্দর একটা পাখির জেনারেশন, তাদের নিজস্ব বৈশিষ্ট্য, তাদের নিজস্ব জিনোমিক ইমপ্রিন্ট ধীরে ধীরে হুমকির মুখে। এভাবে চললে পিওর ব্রিডের গোল্ডিয়ান হারিয়ে যাবে Dodo পাখির মত। শুধু টাকা পয়সার জন্য গোল্ডিয়ান পাখি পালন করতে চাইলে ওদের ক্ষতি করে এটা করা কি ঠিক হবে? তারচেয়ে হাসমুরগী পালন অনেক লাভ জনক। কিভবে সেটা বুঝানোর চেষ্টা করছি।

★ গোল্ডিয়ান ফিন্সকে গোল্ডিয়ান হতে দিন বেঙ্গলী ফিন্স ( সোসাইটি ফিন্স) না। ফোস্টারিং কেন করছেন গোল্ডিয়ান ভালো প্যারেন্ট না এই অজুহাত দিবেন!
আমরাই দায়ী ওদেরকে ভালো প্যারেন্ট হতে না দেয়ার জন্য।
★যেসব গোল্ডিয়ান ফিন্সকে ফোস্টারিং করে বড় করা হয় সেগুলো যখন বড় হয়, তাদের ভিতর বৈশিষ্ট্য ও আচরন গত পরিবর্তন তৈরি হয়।ওরা নিজেরাও বুঝতে পারে না যে ওরা গোল্ডিয়ান।
ফোস্টারিং এর ফলে ফোস্টার প্যারেন্ট হতে বিভিন্নধরনের ক্ষতিকর প্রটোযোয়া ও প্যারাসাইট গোল্ডিয়ান ফিন্সকে আক্রান্ত করে। এ বিষয়ে আলাদা পর্বে বিস্তারিত লিখবো।
এরা যখন বড় হয় তখন নিজেদের ডিমে তা না দেয়া,বাচ্চাকে হলে মেরে ফেলা,বাচ্চাকে বাহিরে ফেলে দেয়া বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। সবার আগে এদেরকে পালনের জন্য এদের সাভাবিক আচরন, খবার ও জিবন যাপন সম্পর্কে জানা প্রয়োজন।

★গোল্ডিয়ান ফিন্সকে ভালো প্যারেন্ট হতে দিতে চাইলে তাদেরকে সুযোগ দিতে হবে।

★ খাঁচায় না এভিয়ারীতে কলোনিতে পালন করবেনঃ
দুইভাবেই করা যায়।তবে গোল্ডিয়ান কিন্তু কেজ বার্ড না, এটা এভিয়ারিতে ছেড়ে পালন করাটাই নিয়ম।

খাঁচায় পালনের জন্য আপনি যত বড় খাচা দিবেন ও তিন এর অতিরিক্ত বসার জন্য ১/২ ইঞ্চি ব্যাসের গাছের ডাল হোরাইজোন্টালি দিতে হবে।
শুনতে অবাক লাগলেও খাঁচার দৈর্ঘ নূন্যতম ৪ ফিট,প্রস্থ ১.৫ ফিট ও উচ্চতা ১.৫ ফিট দিতে হবে।

কারন ঠিক ঠাক জেনারেশন তৈরি করতে চাইলে বেবি গুলোকে প্যারেন্টদের সাথে রাখতে হবে মিনিমাম ৩ মাস। গোল্ডিয়ান কিন্তু লাগাতার ২-৩ টা ক্লাচে বেবি তুলতে পারে সঠিক পরিবেশ ও কন্ডিশন তৈরি করতে পারলে।

একসাথে ২ টা ক্লাচের বেবি ধারন করতে পারে এমন কেজ দিলে প্রথম ক্লাচের বেবিরা তাদের ছোটো ভাইবেনদেকে খাওয়ানের দায়ীত্ব নিয়ে নেয়।
যখন এরা এডাল্ট হবে, এরাই হবে ভলো প্যারেন্ট। বাচ্চা খাওয়া শিখলেই তাদেরকে বাবা মা থেকে আলাদা করা যাবে না। এজন্যই দরকার বড় কেজ,যেন সবার জন্য জায়গা হয়।
★ প্রাইভেসি গোল্ডিয়ান ফিন্সের জন্য অত্যবশ্যকীয় একটা বিষয়। ফেক প্লাস্টিকের লিফ দিয়ে কেজের সামন ও দুই পাশে দিতে হবে। ব্রিডিং পেয়ারকে অতিরিক্ত বিরক্ত করা যাবে না। কোলাহল ও বিকট শব্দ পররিহার করতে হবে।
খাবার ও পানি পরিবর্তনের জন্য দিনে দুইবারের বেশি কাছে যাওয়া যাবে না।
অন্যান সময় সপ্তাহে দুইবার কেজ ক্লিন করতে হবে।ব্রিডিং টাইমে একবার। ভালো হয় কেজের নিচে পেপার ব্যবহার না করে মাপমতো ভাজ করে ভিতরে ফ্লোরের উপরে বসিয়ে দিলে, কেজ নোংরা কম হবে। কেজ যত পরিস্কার থাকবে পাখির রোগ ততো কম হবে।
★ এর পরের পর্বগুলোতে নেস্টিং ম্যাটেরিয়াল, ব্রিডিং বক্সের মাপ ও ডিজাইন, ব্রিডিং এ নিয়ে আসার জন্য খবার এর ভূমিকা, সাপ্লিমেন্ট দরকারাী কি না, গ্রিট, রেগুলার কি কি ঔ*ষ*ধ লাগে ইত্যাদী নিয়ে আলোচনা করবো ইন- শা - আল্লাহ।
#গোল্ডিয়ান #ফিন্স #ফোস্টারিং #নেস্টবক্স

আলহামদুলিল্লাহ। রাসেল ভাইয়া হঠাৎ একজোড়া পাখি দ্রুত ডেলিভারি চওয়ায়, পাঠিয়ে দেয়া হল। ওরা  চলে গেল ঢাকার গাবতলীর উদ্যেশে।রে...
14/01/2024

আলহামদুলিল্লাহ। রাসেল ভাইয়া হঠাৎ একজোড়া পাখি দ্রুত ডেলিভারি চওয়ায়, পাঠিয়ে দেয়া হল। ওরা চলে গেল ঢাকার গাবতলীর উদ্যেশে
।রেডহেড হোয়াইট ব্রেস্ট ইয়োলো ব্যাক মেল ও অরেন্জ হেড গ্রিন ব্যাক ফিমেল।।আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ বিশ্বাস করে টাকা দেয়ার জন্য।

আলহামদুলিল্লাহ, অরেঞ্জ হেড সিংগেল ফেক্টর ইয়োলো ব্যাক মেলটি তার নতুন গন্তব্যে। জাযাকাল্লাহ Rashedul Islam ভাইজান, আমার এভ...
23/12/2023

আলহামদুলিল্লাহ, অরেঞ্জ হেড সিংগেল ফেক্টর ইয়োলো ব্যাক মেলটি তার নতুন গন্তব্যে।
জাযাকাল্লাহ Rashedul Islam ভাইজান, আমার এভিয়ারীতে এসে নিয়ে যাওয়ার জন্য।

🌿 ৪ পিছ এডাল্ট রেড হেড হোয়াইট চেষ্ট মেল হলুদ গোল্ডিয়ান  🌿 ৩ পিছ এডাল্ট অরেঞ্জ হেড হোয়াইট চেষ্ট মেলহলুদ গোল্ডিয়ান🌿 ২ পিছ ...
28/11/2023

🌿 ৪ পিছ এডাল্ট রেড হেড হোয়াইট চেষ্ট মেল হলুদ গোল্ডিয়ান
🌿 ৩ পিছ এডাল্ট অরেঞ্জ হেড হোয়াইট চেষ্ট মেল
হলুদ গোল্ডিয়ান
🌿 ২ পিছ এডাল্ট অরেঞ্জ হেড গ্রিন ব্যাক হোয়াইট চেষ্ট ফিমেল গোল্ডিয়ান
🍀 ১ পিছ এডাল্ট অরেঞ্জ হেড লিলাক চেষ্ট হলুদ ফিমেল গোল্ডিয়ান
বি.দ্র: ফোস্টারিংকে না বলুন। কোয়ালিটি পাখি অল্প পরিমানে করুন।
🏠 লোকেশনঃ রংপুর সদর।
🚍 সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দেয়া যাবে।
☎️ ০১৩১৮২৪৭০৮৬ ( ফোন করুন)

07/10/2023
20/09/2023

আসসালামু আলাইকুম, আমি রোগ ব্যাধি নিয়ে নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। এখানে মূলত ওভারল সামগ্রিক বিষয়ের সাথে যে রোগগুলো আসে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সময়ের অভাবে আলোচনা করা হয় না আমারও মনে থাকে না আমি চেষ্টা করব নিয়মিতভাবে এভিয়ান কমিউনিটি নলেজে বিতরণের মাধ্যমে ক্যাপাবল করার।
রোগ ব্যাধি পর্ব ১।
প্যারালাইজড হওয়া বা অবশ হওয়া মূলত নিউরোলজিক্যাল বিষয়।
নিউরোলজিক্যাল সমস্যা যেকোন প্রাণীর হতে পারে সেটা মানুষ হোক কিংবা পাখি।
সবার প্রথমে এটাকে আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই অবশের ধরনের উপর নির্ভর করে এর কারণ উদঘাটন করতে হবে। নিউরোলজিক্যাল ডিজঅর্ডারের শুধু ক্লিনিক্যাল ফিচার দেখে কজ আইডেন্টিফাই করা অনেকটা টাফ।
এর জন্য প্রিভিয়াস হিস্ট্রি নেয়া খুবই জরুরী। যেমন পাখির ধরন, পাখির জাত আর কি কি ঔষধ বা সাপ্লিমেন্ট দেয়া হয়। অনেকেই নির্বিচারে বিভিন্ম কোর্স হিসেবে বিভিন্ন ধরনের মাত্রাতিরিক্ত ঔষধের ফলেও নিউরোলজিক্যাল ডিজঅর্ডার হতে পারে।

সবার আগে কয়েকটা কজ মনে রাখা দরকার, স্ট্রোক, নার্ভ ড্যামেজ, এই নার্ভ ড্যামেজ আবার বিভিন্ন কারণে হয়ে থাকে তেমনি স্ট্রোক বিভিন্ন কারণে হয়ে থাকে। গরমের সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়।নার্ভ ড্যামেজ এর বিষয়ে পর আগে যে জিনিসটা মাথায় নিয়ে আসা দরকার ভিটামিন বি কমপ্লেক্স এর ডিফিশিয়েন্সি। এছাড়াও বিভিন্ন ও ব্যাকটেরিয়ার সংক্রমণেও নার্ভ ডেমেজ হতে পারে,যার ফলশ্রুতিতে অবশ বা প্যারালাইসিস প্রকাশ পায়।আরেকটা বিষয় পটাশিয়াম লেভেল ও গ্লুকোজ লেভেল কমে যায় তখন প্যারালাইসিস হতে পারে।
এজন্য একটি দিককে বিবেচনায় নিয়ে প্যারালাইসিসের কারণ খোজাটা ঠিক হবে না। এটা একটা সামগ্রিক বিষয়ের উপর নির্ভর করে,
যার খামারে এই রোগ নিয়মিত হচ্ছে এটা ভালোভাবে ইনভেস্টিগেশন করে উদঘাটন করতে হবে। তা না হলে এভিয়ারি কলাপ্স করবে। এছাড়াও খাবার হিসেবে যদি খেসারির ডাল ব্যবহার করে তখন প্যারালাইসিস বা অবশ্য রোগ খুবই কমন কারণ খেসারির ডাল খাওয়ানোর ফলে লেথারিজম নামক রোগ হয়ে থাকে, হাত পা অবশ হওয়াই যার বহিঃপ্রকাশ।

20/09/2023

আস্সালামুআলাইকুম। গোল্ডিয়ান ফিন্স পালনঃ ফোস্টারিং ও ভুল ধারনা পর্ব ০৪ (শীতের শুরুর পরিকল্পনা)

আজকে একটা বিশেষ বিষয় নিয়ে পরিকল্পনা করেছি, শীত প্রায় চলে এসেছে, উত্তরবঙ্গে এখন টেম্পারেচার ২৭-২৮ ডিগ্রির ভিতরে থাকছে।

তাপমাত্রা গোল্ডিয়ান পাখির উপর খুব শক্ত একটা প্রভাব বিস্তার করে,
তাই পাখির রুমের টেম্পারেচার প্রথম অবস্থা থেকে ধাপে নিয়ন্ত্রণ করতে হবে, শীতের আসন্ন সময়ে হুট করে কেন ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না আসে এ বিষয়টা নজরদারি করা জরুরী, বিশেষ করে যারা বারান্দায় ও বেলকনীতে পাখি রাখছেন, সরাসরি যেন কোন ভাবেই শীতের এই প্রথম সময়ের বাতাসটা না লাগে সঠিক ব্যবস্থা নিতে হবে।
এবার আসি এদের যে ক্রপ মাইট ও কৃমির যে সমস্যাগুলো হয় সেগুলোর জন্য প্রিভেন্টিভ মিজার নিতে হবে।
এ জন্য এসিমিক ওয়ান পার্সেন্ট ওয়ান এমএল ওয়ান লিটার পরপর দুইদিন এবং ১৪ দিন আর পর দুইদিন একই নিয়মে খাওয়াতে হবে অথবা স্ক্যাট এক ফোঁটা রানে লাগাতে হবে ব্যবহার করতে হবে এবং একই নিয়মে ১৪ দিন পর আবার ব্যবহার করতে হবে।
যে দুটা ঔষধ এর নাম বলা হলো, কেন ব্যবহার করতে হবে অনেকের ভিতরে এ প্রশ্ন আসতে পারে। বিশেষভাবে বলা প্রয়োজন গোল্ডিয়ান ফিন্স স্বভাবতই মাইটে আক্রান্ত হয় এবং এরা ক্রপ মাইটের হোস্ট অর্থাৎ নরমালি এদের ক্রপে থাকে যা খালি চোখে দেখা সম্ভব না।
এজন্য পরজীবী মাইটকে কে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং পাশাপাশি প্রতিটি প্রাণী ক্রিমি নামক পরজীবী দ্বারা আক্রান্ত হয় তাই কৃমি হওয়ার আগে প্রিভেন্টিভ মিজার হিসাবে কৃমিনাশক ঔষধ ব্যবহার করা প্রয়োজন।

বাজারে বিভিন্ন প্রকারের কৃমিনাশক ঔষধ পাওয়া যায় আর কৃমিনাশক ঔষধ দেওয়ার ব্যাপারে একটা বিষয় সকলের নজরে রাখা উচিত যে সব সময় একই গ্রুপের কৃমিনাশক ঔষধ দেয়া যাবে না গ্রুপ পরিবর্তন করে করে রুটিনলি তিন মাস পর পর নিয়মমাফিক ব্যবহার করা উত্তম।
সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ার্ম জেল আউট এই ওষুধ টা ব্যবহার করা।এছাড়া যখন এসিমিক ওয়ান পার্সেন্ট ব্যবহার করা হবে, ওই সময় কৃমিনাশক দেয়ার প্রয়োজন নেই কারণ আইভার মেকটিন ক্রপ মাইট নির্মূলের পাশাপাশি রাউন্ড ওয়ার্ম ও অন্যান্য ওয়ার্মকে ধ্বংস করে কিন্তু টেপ ওয়ার্মের উপর এর কোন প্রভাব নেই তাই ওয়ারানজেল আউট বছরে দুইবার ব্যবহার করা দরকার।
খাচা পরিষ্কার করার পাশাপাশি উপরে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম গোল্ডিয়ান ফিন্সকে এক্সিবিশন কোয়ালিটির ও হেলদি রাখতে প্রথম শর্ত হিসেবে কাজ করে এছাড়া অন্যান্য সাপ্লিমেন্ট যেমন মাল্টিভিটামিন, অ্যামাইনো এসিড, খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, আয়রন জিংক আয়োডিন, পটাশিয়াম ইত্যাদি প্রয়োজন।
আমাদের সকলের একটা প্রবলেম আমরা কিছু কিছু বিষয়ে স্ক্রিপ্ করি যেমন সবার আগ্রহ ব্রিডিং কোর্স নিয়ে এখন পাখির শরীর বিল্ডিং এর উপযুক্তই না ওকে কেন ব্রিডিং করাতে হবে,
ব্রিডিং করানোর জন্য দরকার পাখির কোয়ালিটি উন্নত করা কিন্তু আমরা তা না করে নির্বিচারে ফোস্টার করার মাধ্যমে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে উৎপাদন করায় আগ্রহী কিন্তু দিনশেষে যিনি বা যারা এই লো কোয়ালিটির পাখিগুলো কিনছেন তারা কি দ্বিতীয়বার এই পাখিগুলো নিবে।

কোয়ালিটির বিষয়ে ধারণা দেই জেনেটিক্স নিয়ে পরবর্তীতে আলোচনা করার ইচ্ছা আছে,এখানে জেনেটিকস নিয়ে আলোচনা করলে বিষয়টা অনেক ডিপে চলে যাবে। একটা সুস্থ গোল্ডিয়ানের ওজন হবে ২৫ থেকে ৪০ গ্রাম, এদের মাথার সাইজ হবে অনেকটাই গোলাকার এবং ঠোট হবে ছোট, পা গুলো মসৃণ একদম শুষ্ক না, একটা oily ভাব লক্ষ্য করা যাবে আর আর এদের ফেদার মার্কিং গুলো হবে এটার হিসাব করে, সেটার অবশ্যই মসৃণ ও চক চকে হতে হবে এই সাধারন বিষয়গুলো সব সময় বিবেচনায় রাখা দরকার।
ভালো কোয়ালিটির তৈরি করার জন্য খাবারের ভূমিকা অপরিসীম তাই খাবার সম্পর্কে একটু ধারণা দেই।ক্যানারি সিড ৩০%, ব্ল্যাক মিলেট ২০ % সাদা মিলেট ২০ % রেড মিলেট ১৫% পরিষ্কার কাউন ৬ % গুজি তিল ৩% তিশি ৩% এছাড়া কালোজিরা জোয়ান ও মেথি ৩%।
এই প্লানে সীড মিক্স শীতকালে ব্রিডিং এর উদ্দেশ্যে ও পাখির স্বাস্থ্য ভালো রাখতে খেতে দিতে হবে এছাড়াও নিয়ম মাফিক কমার্শিয়াল ভালো কোয়ালিটির ড্রাই ইগ ফুড অথবা হোমমেড ড্রাই ইগ ফুড দেয়া প্রয়োজন।
সীড মিক্স অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর সরবরাহ করতে হবে।

সবকিছু ঠিকঠাক মত না করতে পারলে এদের ফেদার প্লাকিং, দুর্বল স্বাস্থ্য, ওজন কম ঠিকমতো খেলেও দেখতে সুন্দর হবে না তাই ব্রিডিং এর জন্য জোড়া নির্বাচন করার আগে থেকেই এই প্লানে চলতে হবে এবং পাখির বয়স কোনভাবেই ১২ মাসের কম হওয়া যাবেনা সবচেয়ে ভালো হয় ১৪ থেকে ১৮ মাস বয়সের পাখি জোড়া দেয়া, তা না হলে গোল্ডিয়ান দ্বারা নিজের বেবি নিজে উঠানো অনেক টাফ হয়, দেখা যাবে বাচ্চা মেরে ফেলা বক্স নেস্ট বক্স থেকে বাচ্চা ফেলে দেয়া, ডিমে তা না দেয়া সহ অন্যান্য অনেক সমস্যা তৈরি হবে আর একটা বিষয় বিশেষভাবে জানা দরকার যে বেবিগুলো ফোস্টারিং করা হয়নি এরকম বেবি বড় করে জোড়া দিতে হবে কারণ ফোস্টার করার গল্ডিয়ান দ্বারা বাচ্চা উঠানো অনেক কঠিন, এর জন্য আলাদা কিছু ব্যবস্থা নিতে হয় এ বিষয়ে পরবর্তীতে লিখব ইনশাল্লাহ।

আর খাঁচার পরিবেশ বিষয়ে আমার পূর্বের লেখাগুলো দেখতে হবে কোনভাবেই ছোট খাচায় ব্রিডিং করাবেন না, ছোট খাচায় ভালো রেজাল্ট হবে না, ইগবাইন্ডিং সহ অনেক সমস্যা দেখা দিবে আর এ পাখিগুলো প্রাইভেসি পছন্দ করে ব্রিডিং এর সময় এদেরকে ঘন ঘন বিরক্ত করা থেকে বিরত থাকুন।
এছাড়া আরেকটা বিষয় লক্ষ্যণীয় আপনি যদি ৮ জোড়া ব্রিডিংয়ে দেয়ার সামর্থ্য রাখেন তবে নিয়ম হল চ পাঁচ থেকে ছয় জোড়াকে দিন,
কারণ সঠিকভাবে দেখভাল ও ভালো পাখি তৈরি করতে হলে অনেক বেশি পাখির প্রয়োজন নেই বেশি পরিমাণ পাখি ব্রিডিংয়ে দিলে আপনি কখনোই এককভাবে সবগুলো পাখিকে সমান যত্ন নিতে পারবেন না এবং দেখা যাবে লো কোয়ালিটি প্যারেন্টস থেকে লো কোয়ালিটির বেবি তৈরি হবে, এজন্য কোয়ালিটি ফুল পাখি তৈরি করুন।
সামনে আরো বিভিন্ন বিষয় নিয়ে লিখার ইচ্ছা আছে ইনশা আল্লাহ লিখব।

20/09/2023

আলহামদুলিল্লাহ,বারাকাল্লাহু।৷ এই বেবিগুলোর বয়স গড়ে ৮ থেকে ৯ মাস। গোল্ডিয়ান প্যারেন্টস দ্বারা বড় করা হয়েছে। ফোস্টারিং কে না বলুন।
ধৈর্য্য ধরে থাকলে দেখবেন, এরা এত পরিমানে বাচ্চা উঠায় - আপনাকে ব্রিডিং বন্ধ রাখতে হবে, না হলে রাখার জায়গা হবে না।
এদের কাছে থেকে যে মানসিক প্রসান্তি আসে সেটা বলার মত না। আপনার শরীর ও মন দুইটাই ভালো থাকবে।
আপনারা চেষ্টা করবেন এই নিরিহ প্রানীগুলো নিয়ে সিন্ডিকেট না করার। এগুলান সখের জিনিস। এদের হিসাব সব কিছুর মতন নয়।
খাবার হিসেবে মিলেট মিক্স ও কমার্সিয়াল ইগফুড এবং মিনারেল এর গুড়া ব্যবহার করা হয়েছে।
মেইল এর সংখ্যা বেশি হওয়ার পিছনে লাইটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবিষয়ে সামনে লিখবো ইন শা আল্লাহ।

Address

Munshipara
Rangpur
5400

Telephone

+8801318247086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asmm Hasan Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share