CUTE BABY

CUTE  BABY আমরা গর্বিত কারন আমরা শেষ নবীর উম্মত। আলহামদুলিল্লাহ।
(1)

সে খাবেনা।।। আমারে খাইতে বলছে  আমি খাইলাম।।। এখন বলতেছে কেন খাইলাম।। এই অবস্থা।।।😀😀😀😀   ゚
03/11/2025

সে খাবেনা।।। আমারে খাইতে বলছে আমি খাইলাম।।। এখন বলতেছে কেন খাইলাম।। এই অবস্থা।।।😀😀😀😀

02/11/2025

সবার একই অবস্থা 🤣🤣🤣🤣🤣 everyone ゚

আল্লাহ গো ভিডিও টা দেখেই শরীর শিউরে উঠলো, না জানি ওর মা বাবা কেমন আছে।ভিডিও টা দেখতেছি আর নিজের মেয়েদের দিকে তাকাচ্ছি, এ...
01/11/2025

আল্লাহ গো ভিডিও টা দেখেই শরীর শিউরে উঠলো, না জানি ওর মা বাবা কেমন আছে।
ভিডিও টা দেখতেছি আর নিজের মেয়েদের দিকে তাকাচ্ছি, এ জামানায় বাচ্চা পালা এত সহজ না।
জানোয়ার রা ভরে গেছে দেশ টাতে।
নিখোঁজ হইছে শুনেই মনে মনে দোয়া করতাম মেয়েটা যেন তার মায়ের বুকে সুস্থ মতে বাড়ি ফিরে আসে, এই ভিডিও টা দেখার জন্য প্রস্তুত ছিলাম না।
ওই জালিমদের বিচার যেন আল্লাহ দুনিয়াতেই করে।
আল্লাহ এই জালিম দের হাত থেকে সবাই কে রক্ষা করেন আমিন।
আর ওই বাবুটার পরিবারের সবাইকে ধৈর্য্য শক্তি বাড়ায় দেন।

#শেয়ার ゚

রাজধানীর কামরাঙ্গীরচর এর "আলিনগরের # বাসায় ১৯ অক্টোবর "আব্দুল নূর" নামের চার বছরের শিশু খেলছিল পাশে ঘুমিয়ে ছিল তার মা।...
01/11/2025

রাজধানীর কামরাঙ্গীরচর এর "আলিনগরের # বাসায় ১৯ অক্টোবর "আব্দুল নূর" নামের চার বছরের শিশু খেলছিল পাশে ঘুমিয়ে ছিল তার মা। ঘুম ভাঙার পরে দেখেন আদরের সন্তানটি পাশে নেই, পাশের সাবলেট থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলে জানান। কিছুক্ষণ পরে ফোন বন্ধ শিশুটিকে নিয়ে পালিয়ে যান বারবার ফোন দিয়ে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিচ্ছে ফোন বন্ধ দেখাচ্ছে। পরে ওই সাবলেট দম্পতি ফোন দিয়ে জানান এক লক্ষ টা"কা দিলে সন্তানকে ফিরে পাবেন। পরে বলে ১ লক্ষ টা"কা না দিতে পারলে আপনার শিশুকে বুড়িগঙ্গা নদীতে ফে"লে দিব।
"সচেতন "
সবাই একটু সা"বধানে থাকবেন সাবলেট ভাড়া দেওয়ার আগে বুঝে শুনে দিবেন। 😥💔

#শেয়ার করে দিবেন যেনো বাচ্চাটি ভালোই ভালোই মায়ের বুকে ফিরে আসে😥🥺🙏🙏

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।কেনো নেন নি?শোনেন ঘরে আম...
31/10/2025

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।
কেনো নেন নি?
শোনেন ঘরে আমার এখনো দশ কেজি আছে, বাপ-বেটির আরো দশ দিন যাবে। আমি যদি নেই তো যার ঘরে নাই তার কী হবে!

এমন বিবেকবান রিক্সাওয়ালা!
হ্যাঁ!
তার কারণ তিনি স্ব-শিক্ষিত! তার একমাত্র কন্যা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছে। মেয়ের বয়স যখন ৬/৭ তখন তার স্ত্রী মা--রা যায়। মেয়েকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। মেয়ের অমর্যাদা হবে ভেবে উত্তরা থেকে এসে তেজগাঁও-মগবাজার এলাকায় রিক্সা চালান। এখনো নিজে রান্না করে মেয়েকে খাইয়ে কাজের জন্য চলে আসেন।❤️

এমন বাবার প্রতি শ্রদ্ধা তো রাখাই যায়!
কাজ ছোট হলেই মানুষ ছোট হয় না!!💔

30/10/2025

আরিশা তার বাচ্চাকে খাওয়াচ্ছে # ゚

সন্তান মাদ্রাসাই আসতে চাচ্ছেনা বলে এজন্য এরকম শাসন করল বাবা। এমন শাসন করা কী উচিৎ হয়েছে বাবার??😥😥😥😥😥         ゚
28/10/2025

সন্তান মাদ্রাসাই আসতে চাচ্ছেনা বলে এজন্য এরকম শাসন করল বাবা।
এমন শাসন করা কী উচিৎ হয়েছে বাবার??😥😥😥😥😥

বউকে বলে গেলাম কাজে যাচ্ছি.....!কিন্তু গেলাম তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।সৈনিকটি ঐসময়েই বাড়ি ফিরলো, তুমি ল...
27/10/2025

বউকে বলে গেলাম কাজে যাচ্ছি.....!
কিন্তু গেলাম তার বান্ধবীর বাসায়, যার স্বামী একজন সৈনিক।

সৈনিকটি ঐসময়েই বাড়ি ফিরলো, তুমি লুকিয়ে পড়লে খাটের তলায়।

সৈনিক তার স্ত্রীকে বাজারে পাঠালো প্রিয় খাবার কিনে আনতে।

তখনও তুমি খাটের তলায়।

তুমি শুনতে পেলে, সৈনিক ফোনে তাড়াতাড়ি আসতে বলছে কোনো এক মহিলাকে।

মহিলা এলো।

বাজারে না-গিয়ে তখনই ফিরে এলো সৈনিকের বউ, জামায় ময়লা লেগেছে, পাল্টাবে।

দরজা খোলার আগে, লোকটা মহিলাটিকে খাটের তলায় লুকিয়ে পড়তে বললো।

তখনও তুমি খাটের তলায়।

মহিলাও ঢুকে পড়লো, খাটের তলায়।

দেখলে সে তোমার বউ।

দু'জনে দু'জনের দিকে তাকিয়ে রইলে খরগোশের মতো।

একে, স্কুলে আমরা বলতাম— পুণর্মিলনী।

সামাজিক ক্ষেত্রে এর নাম— গেট্টুগেদার।

অঙ্কে একে আমরা বলি— সিমাল্টেনিয়াস ইকুয়েশন।

সাইকোলজিতে এই পরিস্থিতিকে বলা হয়— সবকিছু ফিরে আসে।

কেমিস্ট্রিতে এটি— চেইন রিয়েকশান।

ইকোনোমিক্সে একে বলে— ডিমান্ড এণ্ড সাপ্লাই।

ফিজিক্সে এরই নাম— নিউক্লিয়ার ফিউশান।

©

যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা  রাতে মশারি টানানোর আগে  ভালো করে দেখে  তারপর মশারি টানাবেন  কি ভ*য়ংকর তাই না😭
26/10/2025

যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা রাতে মশারি টানানোর আগে ভালো করে দেখে তারপর মশারি টানাবেন কি ভ*য়ংকর তাই না😭

সকাল থেকে দেখতেছি এই ভিডিও টা দেখে অনেকেই হাসিঠাট্টা করছেন কারণ না জেনেই? এই স্কুলের একটা মেয়ের ক্যা*ন্সার হওয়ার পর তার ...
25/10/2025

সকাল থেকে দেখতেছি এই ভিডিও টা দেখে অনেকেই হাসিঠাট্টা করছেন কারণ না জেনেই?

এই স্কুলের একটা মেয়ের ক্যা*ন্সার হওয়ার পর তার সব চুল কেটে ফেলছিলো,তাই সে লজ্জায় আসতে চায় নি স্কুলে,পড়ে স্কুলের সকল স্টুডেন্ট তাদের চুল কেটে মাথা ন্যা*রা করে ফেলছে,একটু শুধু ভাবেন কত মহত্ত্ব দেখায়ছে তারা,আর আমরা মজা নিচ্ছি😥😥

কলা বাগান ভালো ফলন হয়ছে, কোথায় আছে একজনের ভালো দেখলে আরেকজনের জ'লে, রাতের আদারে কলা বাগান মাটিতে মিলিয়ে দি'লো।🌴🥹     ゚
25/10/2025

কলা বাগান ভালো ফলন হয়ছে, কোথায় আছে একজনের ভালো দেখলে আরেকজনের জ'লে, রাতের আদারে কলা বাগান মাটিতে মিলিয়ে দি'লো।🌴🥹

কাল রাত ১০:০০ টা এর দিকে এই লোক উপর দিকে দু-হাত উঠিয়ে নিচের দিকে মাথানত করে বসে আছে। একটা পাঁচতলা বাসার নিচে। আমি দেখে হ...
25/10/2025

কাল রাত ১০:০০ টা এর দিকে এই লোক উপর দিকে দু-হাত উঠিয়ে নিচের দিকে মাথানত করে বসে আছে। একটা পাঁচতলা বাসার নিচে। আমি দেখে হতভম্ভ হয়ে গেলাম, কাছে গিয়ে বললাম। ভাই এখানে এভাবে বসে আছেন কেনো? তিনি নিচের দিকে মাথা রেখেই উত্তর দিলো যে, আমার পেটে ক্ষুধা, পকেটে টাকা নেই। আমার বয়স বেশি না, দেখতে যুবকের মতো, তাই কেউ ভিক্ষা দিবে না। আল্লাহ'তো বলছে বান্দা তোর রিযিকের ব্যবস্থা আমি করবো। ক্ষুধার জন্য আমি আর হাঁটতে পারতেছিনা, তাই আল্লাহর কাছে খাবার চাচ্ছি। আমি বললাম, প্রিয় ভাই আল্লাহ আপনার রিযিক পাঠাইছে আসুন আমার সাথে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। তিনি এতো খুশি হয়ে উঠলেন, এবং বললেন, সৃষ্টিকর্তা আপনি মহান, আমি আপনাকে ভালোবাসি। এবং বারবার মাটিতে সিজদা দিতে থাকলো। সত্যি রিযিকের মালিক আল্লাহ, নয়তো আমি কেনো ঐখানে গেলাম আজ, তাও আবার রাতে। আল্লাহ তুমি মহান, আমিও আপনাকে ভালোবাসি। আমার পকেটে তার রিযিক ছিলো সেটা মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানতো না। আলহামদুলিল্লাহ।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when CUTE BABY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share