10/10/2023
গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ
দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি
দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য
দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। মনের ভাব প্রকাশক
এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা ।
বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের
মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা একদিকে মুখে
বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। দৃষ্টি প্রতিবন্ধীদের
জন্য ভাষাকে উঁচুনিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব
করার ব্রেইল ভাষা; আবার বাক্-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য
বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে।
(ভাষা ও ব্যাকরণের মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে | জনগোষ্ঠী
ভেদে বাক্যের গঠন আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে।
বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও
আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। বাংলাদেশে
জীবনযাত্রার প্রায় সবক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি
সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও
ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। মাতৃভাষী মোট
নসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা
ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া। ধ্রুপদি ভাষা
সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
প্র. ভাষা কাকে বলে?
উ. মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। মানুষের মুখে উচ্চারিত
অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে।
ভাষার মূল উপাদান ধ্বনি)
প্র. ভাষার মৌলিক অংশ কয়টি ও কী কী?
উ. প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে । যথা: ১. ধ্বনি,
২. শব্দ, ৩. অর্থ ও ৪. বাক্য।
আবার অনেক ব্যাকরণ বইয়ে দেখা যায় যে, বাংলা ভাষার
মৌলিক অংশ ৩টি। যথা: ধ্বনি, শব্দ, বাক্য। কিন্তু প্রচলিত
মতামত ৪টির পক্ষে।
প্র. কি কারণে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
উ. দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে।
প্র. বাংলা ভাষার বৈশিষ্ট্যসমূহ কী কী?
উ. অর্থদ্যোতকতা, মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি এবং জনসমাজে
ব্যবহারের যোগ্যতা।
প্র. ভাষার মৌলিক উপাদান কী এবং কেন?
উ. ভাষার মৌলিক উপাদান শব্দ। কারণ, শব্দেই প্রথম অর্থের
সংশ্লিষ্টতা দেখা যায়। ভাষার প্রধান উদ্দেশ্য যেহেতু
অর্থবাচকতা প্রকাশ করা, সেহেতু শব্দ ভাষার মৌলিক
উপাদান।
প্র. ভাষার মূল উপকরণ কী?
উ. বাক্য ভাষার মূল উপকরণ। কারণ, একটি সম্পূর্ণ বাক্যই
ভাষার প্রাণ । বাক্য ব্যতীত ভাষা প্রাণহীন।