HR Rezwan

HR Rezwan I want to Try to highlight everyone's thoughts ‍about life. How they see the world

A true friend is like a brother from another mother.
02/06/2025

A true friend is like a brother from another mother.

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
24/05/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।
তাই সর্বাবস্থায় ভালো মানুষদের সংস্পর্শে থাকুন। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন। তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই আপনার অনুকূলে থাকবে ইনশাআল্লাহ।

27/04/2025

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে। ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে। ধৈর্য্যে হারিয়ে যায়। কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন? যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী? তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো। তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!' অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে- তুমি বলতে থাকো 'আমি ম'রে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে! 🤍🌸

~মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি।

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;- আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা ক...
26/02/2025

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।

কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই মানুষটা জানে, যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময়।

সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষ ছটফট করে। অপেক্ষার সময় টা হয়তো তেমনই।

06/11/2024

কথায় আছে মানুষের জীবন সরলরেখায় চলে না
বরং জীবন হলো বৃত্তাকারের মতো।
যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এটাই যে
আপনি যা কিছু হারাবেন,
তার কিছু না কিছু ফেরত পাবেন।😊

13/07/2024
কবিতা: তুমি চাইলে আমরা এক হতে পারতাম বই: বসন্তের রং কালো লেখক: জয় বিশ্বাস
07/07/2024

কবিতা: তুমি চাইলে আমরা এক হতে পারতাম
বই: বসন্তের রং কালো
লেখক: জয় বিশ্বাস

শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়ের বলতেন ভালোবাসার ক্ষেত্রে সেই বুদ্ধিমান যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম।
07/07/2024

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বলতেন
ভালোবাসার ক্ষেত্রে সেই বুদ্ধিমান
যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম।

06/07/2024

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when HR Rezwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HR Rezwan:

Share