ছড়ান নিউজ২৪

ছড়ান নিউজ২৪ ছড়ান নিউজ২৪ এর এডমিন মোঃ সুজা উদ্দিন এর নতুন ফেসবুক পেইজ Suza Creation এই পেইজে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান রইলো।

ছড়ান নিউজ২৪-Chharan News24.হলো একটি স্থানীয় সংবাদ মাধ্যম।
আমরা রংপুর জেলার চলমান বিভিন্ন ঘটনা সহ জেলার ইতিহাস-ঐতিহ্য ভিডিও প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।
এ ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ সংবাদ গুলো প্রকাশ করে থাকি।

রাজনৈতিক প্রতিযোগিতার নামে গু/লি/বি/দ্ধ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।​ওসমান হাদির ওপর এই ব/র্বরোচিত হা/ম/লা শুধু একজন প...
12/12/2025

রাজনৈতিক প্রতিযোগিতার নামে গু/লি/বি/দ্ধ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​ওসমান হাদির ওপর এই ব/র্বরোচিত হা/ম/লা শুধু একজন প্রার্থীকে নয়-এটি আমাদের গণতন্ত্রের মেরুদণ্ডে আঘাত!

​নির্বাচনী সহিংসতা এবং প্রাণঘাতী আ/ক্র/ম/ণ মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শা/স্তি;র দাবি জানাচ্ছি।

সহিংসতা বন্ধ করুন। শান্তিপূর্ণ রাজনীতি নিশ্চিত করুন।
প্রতিযোগিতা হোক আদর্শের, বুলেটের নয়।

​সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে সবাই নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।

আগামী শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ০২ ঘটিকার সময়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া সংলগ্ন ম...
11/12/2025

আগামী শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ০২ ঘটিকার সময়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ঘোড় দৌড় প্রতিযোগীতা - ২০২৫।

​🔷 বিস্তারিত পোস্টারে ⤵️

11/12/2025

আলহামদুলিল্লাহ, গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার।

এই মুহূর্তে পুরো বাংলাদেশের হৃদয় জুড়ে একটিই প্রার্থনা, একটিই অপেক্ষা নিখোঁজ শিশুটিকে জীবিত ও নিরাপদে ফিরে পাওয়ার খবর।​সম...
11/12/2025

এই মুহূর্তে পুরো বাংলাদেশের হৃদয় জুড়ে একটিই প্রার্থনা, একটিই অপেক্ষা নিখোঁজ শিশুটিকে জীবিত ও নিরাপদে ফিরে পাওয়ার খবর।

​সময় যত গড়াচ্ছে, উদ্বেগ তত বাড়ছে। প্রতিটি মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠা আর এক অলৌকিক প্রত্যাশায়। আমরা সবাই জানি, জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান।

​উদ্ধারকারী দল ও কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

​হে আল্লাহ, আমাদের প্রার্থনা কবুল করুন। শিশুটিকে আপনার হেফাজতে রাখুন এবং দ্রুত তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।

11/12/2025

🔴 সরাসরি...
গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও প্রাণের খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে "কেশবপুর যুব সংঘ" কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ পর্ব চলছে।
এই ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে শিরোপার অন্যতম দাবিদার দুটি শক্তিশালী দল।
পূর্ব বড়বালা তরুণ যুব সংঘ বনাম টি.টি সেভেন স্টার স্পোর্টিং ক্লাব তরফবাদী।

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে...হাডুডু খেলা। পূর্ব বড়বালা তরুণ যুব সংঘ বনাম টি.টি সেভেন স্টার স্পোর্টিং ক্লাব তরফবাদী।কেশ...
11/12/2025

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে...হাডুডু খেলা।
পূর্ব বড়বালা তরুণ যুব সংঘ বনাম টি.টি সেভেন স্টার স্পোর্টিং ক্লাব তরফবাদী।
কেশবপুর, ছড়ান, মিঠাপুকুর, রংপুর।

ছড়ান নিউজ২৪ এর ফেসবুক পেজ থেকে খেলাটি লাইভ করা হবে ইনশাআল্লাহ।

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে ৯ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে শুরু হওয়া ঐতিহ্যবাহী বেগম রোকেয়া মেলায় দর্শনার্থীদের...
10/12/2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে ৯ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে শুরু হওয়া ঐতিহ্যবাহী বেগম রোকেয়া মেলায় দর্শনার্থীদের কাছ থেকে টাকা হা/তি/য়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

​অভিযোগ অনুযায়ী, ওই দুই ব্যক্তি মেলায় আগত সাধারণ দর্শনার্থীদের পোশাকে কাগজের তৈরি ব্যাচ লাগিয়ে দিচ্ছেন। এরপরই তারা 'আপনাকে সম্মানিত করা হয়েছে' দাবি করে জো/র/পূর্বক 'সম্মানি' বাবদ অর্থ আদায়ের চেষ্টা করছেন।

◾বিস্তারিত কমেন্টে ⤵️

গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও প্রাণের খেলা হাডুডুকে (কাবাডি) নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে "কেশবপুর যুব সংঘ" কর্ত...
09/12/2025

গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও প্রাণের খেলা হাডুডুকে (কাবাডি) নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে "কেশবপুর যুব সংঘ" কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ পর্ব চলছে।

​আগামী (১১ ডিসেম্বর ২০২৫ ইং), বৃহস্পতিবার, বিকালে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ। এই ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার দুটি শক্তিশালী দল।

​একদিকে: বাঘা বাঘা খেলোয়াড় নিয়ে প্রস্তুত পূর্ব বড়বালা তরুণ যুব সংঘ।
​অন্যদিকে: চ্যালেঞ্জ জানাতে তৈরি টি.টি সেভেন স্টার স্পোর্টিং ক্লাব তরফবাদী।

ঐতিহ্যবাহী এই খেলা দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে সকল ক্রীড়াপ্রেমী ও স্থানীয় জনসাধারণকে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে কেশবপুর যুব সংঘ।

#ডিসেম্বর #বর্ষশেষ #কাবাডি

বেগম রোকেয়া দিবসে জাকের পার্টি ছাত্রফ্রন্ট মিঠাপুকুর উপজেলা শাখার গভীর শ্রদ্ধা! নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়া...
09/12/2025

বেগম রোকেয়া দিবসে জাকের পার্টি ছাত্রফ্রন্ট মিঠাপুকুর উপজেলা শাখার গভীর শ্রদ্ধা!

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিবস ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট, মিঠাপুকুর উপজেলা শাখা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

​৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস' উপলক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ এই মহান ব্যক্তিত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

​ছাত্রফ্রন্ট সভাপতি মোঃ রমজান আলী বলেন, "আজ বেগম রোকেয়া দিবস। বাংলার নারী শিক্ষা, অধিকার ও সমাজ পরিবর্তনের মহান আলোকবর্তিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে আমরা তাঁর বিপ্লবী চিন্তা, মুক্তির আকাঙ্ক্ষা এবং সংগ্রামী জীবনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।

​তিনি আরও উল্লেখ করেন, "বেগম রোকেয়া মিঠাপুকুরের কৃতি সন্তান। তিনি ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ, যার কলম সমাজের অন্ধকারে আলো জ্বালিয়েছে। নারীর জাগরণে তাঁর অবদান আমাদের আগামী পথচলার অনুপ্রেরণা হয়ে আছে।

​জাকের পার্টি ছাত্রফ্রন্ট মিঠাপুকুর উপজেলা শাখা এই দিনে নারী শিক্ষা, অধিকার ও সমতার পথচলায় বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

​বক্তব্যের শেষে নেতৃবৃন্দ বলেন, "বেগম রোকেয়া চির অমর হোন তাঁর কর্মে, চিন্তায়, আদর্শে।

📱 জরুরি মোবাইল হারানো সংবাদ! ​একটি টেকনো স্পার্ক ৩০সি (Tecno Spark 30c) ফোন হারানিয়ে গিয়েছে! ​অতীব দুঃখের সাথে জানানো যা...
09/12/2025

📱 জরুরি মোবাইল হারানো সংবাদ!

​একটি টেকনো স্পার্ক ৩০সি (Tecno Spark 30c) ফোন হারানিয়ে গিয়েছে!

​অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে দুর্গাপুর থেকে ছড়ান যাওয়ার পথে একটি টেকনো স্পার্ক ৩০সি (Tecno Spark 30c) মডেলের মোবাইল ফোন হারিয়ে গেছে।
মোবাইলটি লক করা অবস্থায় রয়েছে।

​সবিনয় অনুরোধ: যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ফোনটি খুঁজে পান, অনুগ্রহ করে অবিলম্বে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে মোবাইলটি ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।
​যোগাযোগের নম্বর: ০১৭৩৭৯২৪৭৮৮

মিঠাপুকুরে রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শুরু। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুব...
08/12/2025

মিঠাপুকুরে রোকেয়া দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলা শুরু।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী মেলা। ৯ ডিসেম্বর ২০২৫ ইং, থেকে শুরু হওয়া এই মেলা চলবে মোট তিন দিন।

​দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দ। মেলায় তাঁর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী এবং সেমিনার-এর আয়োজন করা হয়েছে।

​মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি শত শত স্টলে নারীদের তৈরি হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের পণ্যের পসরা সাজানো হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নারী শিক্ষা ও উন্নয়নে উৎসাহ যোগানো।

​উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর পায়রাবন্দে জন্মগ্রহণকারী এই মহীয়সী নারী ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। রক্ষণশীল সমাজে জন্ম নিয়েও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

শীতের আগমন, সর্দি-কাশির ভোগান্তি!​গত কয়েক দিন হলো সর্দি-কাশিতে খুব ভুগতেছি। ঔষধ খাচ্ছি, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ...
07/12/2025

শীতের আগমন, সর্দি-কাশির ভোগান্তি!

​গত কয়েক দিন হলো সর্দি-কাশিতে খুব ভুগতেছি। ঔষধ খাচ্ছি, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ইনশাআল্লাহ। সবাই একটু দোয়া করবেন।

​এই শীতে আপনাদের কার কি অবস্থা? আপনারা কি সবাই সুস্থ আছেন, নাকি আমার মতোই কেউ কেউ শর্দি-কাশিতে কষ্ট পাচ্ছেন? কমেন্টে জানাতে পারেন।
​সাবধানে থাকুন সবাই, শীতের সময় নিজের যত্ন নিন।

Address

Village: Atpunia, Post Office : Chharan, Upazila : Mithapukur, District: Rangpur
Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when ছড়ান নিউজ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share