ছড়ান নিউজ২৪

ছড়ান নিউজ২৪ ছড়ান নিউজ২৪ এর সকল সংবাদ এবং ভিডিও দেখতে পেজটি ফলো করুন।। এডমিন : মোঃ সুজা উদ্দিন।

ছড়ান নিউজ২৪-Chharan News24.হলো একটি স্থানীয় সংবাদ মাধ্যম।
আমরা রংপুর জেলার চলমান বিভিন্ন ঘটনা সহ জেলার ইতিহাস-ঐতিহ্য ভিডিও প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।
এ ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ সংবাদ গুলো প্রকাশ করে থাকি।

পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি একটি উচ্...
11/10/2025

পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি একটি উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়, যা শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান করে।

আমাদের "ছড়ান নিউজ২৪" এর ফেসবুক পেজের সাথে কি "পদাগঞ্জ" এলাকার কেউ যুক্ত আছেন 🥰

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ৪০০ কোটি টাকার পাথর মজুদ, বিপণন সংকটে উৎপাদন হুমকিতে, খনি বন্ধ হওয়ার আশঙ্কা। 📷✒️ এমন সং...
11/10/2025

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ৪০০ কোটি টাকার পাথর মজুদ, বিপণন সংকটে উৎপাদন হুমকিতে, খনি বন্ধ হওয়ার আশঙ্কা।
📷✒️ এমন সংবাদ গণমাধ্যমে উঠে এসেছে!

ছবি - মধ্যপাড়া পাথর খনি এলাকা।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (RPS-1) এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহের মান উন্নয়নে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে।​নতুন ৩৩ ...
10/10/2025

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (RPS-1) এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহের মান উন্নয়নে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

​নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ এবং সাবস্টেশন রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ তারিখে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

​সময়সূচি:
​তারিখ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
​সময়: সকাল ৮:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত।

তো... আপনারই না হয় বলুন কোথায় এটা 🥰
10/10/2025

তো... আপনারই না হয় বলুন কোথায় এটা 🥰

09/10/2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে কৃষি কার্যক্রম পরিদর্শন ও কৃষি-কৃষকের উদ্দেশে উপজেলা কৃষি কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা!

09/10/2025

স্বাধীনতার পর হইতে এ পর্যন্ত রংপুর বিভাগ সর্ববিষয়ে বৈষম্যের শিকার 😪

যেখানে দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ, আর বাতাসে মিশে থাকে প্রকৃতির মিষ্টি ঘ্রাণ... সেই গ্রামই তো প্রকৃত ভালোবাসার ঠিকান...
09/10/2025

যেখানে দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ, আর বাতাসে মিশে থাকে প্রকৃতির মিষ্টি ঘ্রাণ... সেই গ্রামই তো প্রকৃত ভালোবাসার ঠিকানা! 🥰
​চোখ জুড়ানো মাঠ আর মন জুড়ানো শ্যামল প্রকৃতি মনকে শান্তি এনে দেয়। আজকের সকালটা গ্রামের স্নিগ্ধতা আর সবুজের ছোঁয়ায় ভরে উঠুক আপনার জীবনে। ​সবাইকে জানাই শুভ সকাল! 💚

মোঃ সুজা উদ্দিন
এডমিন : ছড়ান নিউজ২৪

08/10/2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজার টু বালুয়া বাজার রোডে যমুনাশ্বরী নদীর ব্রিজের নিচে কাশবন'টি দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভীড় জমান।

এই কাশবন নিয়ে সর্বশেষ চিত্র ভিডিওতে দেখুন ⤵️

08/10/2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের সম্মানিত কৃষকদেরকে ধানের রোগ বালাই দমনে কারণীয় লিফলেট বিতরণ করা হয়েছে।
◾ বিস্তারিত ভিডিওতে ⤵️

রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজার টু বালুয়া বাজার রোডে যমুনাশ্বরী নদীর ব্রিজের নিচের অসাধারণ কাশবন!​কাশফুলের শুভ্রতার...
07/10/2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান বাজার টু বালুয়া বাজার রোডে যমুনাশ্বরী নদীর ব্রিজের নিচের অসাধারণ কাশবন!

​কাশফুলের শুভ্রতার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় জমান। এই কাশবনের অপরূপ সৌন্দর্য এবং দর্শনার্থীদের আনন্দময় মুহূর্তের সর্বশেষ চিত্র আমরা ভিডিওতে রেকর্ড করেছি!
​খুব শীঘ্রই এই বিশেষ ভিডিওটি আমাদের "ছড়ান নিউজ২৪" ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ!

​আপনি কি ইতিমধ্যে এই কাশবন দেখতে গিয়েছেন, কমেন্টে জানাতে পারেন।

ছড়ান নিউজ২৪ এর সাথেই থাকুন।

07/10/2025

নৌকায় চড়ে যমুনাশ্বরী নদীর মাঝ নদীতে, অসাধারণ দৃশ্য। ছড়ান টু বালুয়া রোড। মিঠাপুকুর, রংপুর।

#নদী #কাশফুল #রংপুর #মিঠাপুকুর

ফেসবুক সহ বিভিন্ন ​সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে 'লাল রঙের এক টাকার কয়েন। এই এক টাকার কয়েন নাকি লক্ষ-লক্ষ  টাকায় বি...
07/10/2025

ফেসবুক সহ বিভিন্ন ​সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে 'লাল রঙের এক টাকার কয়েন। এই এক টাকার কয়েন নাকি লক্ষ-লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। দাবি করা হচ্ছে, কোনো বিদেশি কোম্পানি একটি কয়েনের জন্য লক্ষ-লক্ষ টাকা পর্যন্ত অফার দিচ্ছে!

​তথ্য মতে, এই ধরনের দাবি ১০০% ভুয়া এবং একটি সুপরিকল্পিত প্রতারণার অংশ। এই গুজব নতুন নয়, এর আগেও বহুবার এমন মিথ্যা প্রলোভনে সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন।

​⚠️ প্রতারকরা কিভাবে ফাঁদ পাতে?
​প্রতারক চক্র প্রথমে আকাশছোঁয়া দামের প্রলোভন দেখিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যখন আপনি কয়েন বিক্রি করতে চাইবেন, তখন তারা বিভিন্ন অজুহাতে আপনার কাছে টাকা চাইবে।

যেমন, ​রেজিস্ট্রেশন ফি, ​পরীক্ষা খরচ, ​ক্লিয়ারেন্স ফি বা ডকুমেন্টেশন চার্জ ইত্যাদি ইত্যাদি।
​মনে রাখবেন, এটাই সেই ফাঁদ! একবার টাকা দিলেই প্রতারকরা গায়েব হয়ে যায়। আপনি কোটি টাকা পাওয়া তো দূরের কথা, নিজের জমানো টাকাও হারাবেন।

​❓সহজ যুক্তি: কেন এই দাবি মিথ্যা?
​যদি সত্যিই এই কয়েনগুলোর এত দাম থাকত, তাহলে:
​বাংলাদেশ ব্যাংক কি নিশ্চুপ থাকত? দেশের সরকারি মুদ্রা এত দামে বিক্রি হলে তারা অবশ্যই পদক্ষেপ নিত।
​সরকার কি নিজেরাই সংগ্রহ করত না? কোটি কোটি টাকার সম্পদ সরকার হাতছাড়া করত না।

​জাতীয় টিভি বা বড় বড় সংবাদপত্রে কি খবর আসত না? এত বড় ঘটনা কখনোই লোকচক্ষুর আড়ালে থাকত না।
​এর কোনোটাই হয়নি, কারণ এই পুরো বিষয়টিই একটি মিথ্যা রটনা। 'বিদেশি কোম্পানি কিনবে', 'দুবাইয়ের কোম্পানি অফার দিয়েছে', বা ' কোটি কোটি টাকা দাম উঠেছে'-এই সমস্ত পোস্টই গুজব ছড়ানোর কৌশল বা সরাসরি প্রতারণা।

​✅ আপনার করণীয় কী?
​এই প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে এবং অন্যকে বাঁচাতে নিচের পদক্ষেপগুলো নিন:
🔷 ​বিশ্বাস করবেন না: এমন কোনো পোস্টে বিশ্বাস করবেন না বা আকর্ষণীয় অফারে সাড়া দেবেন না।
🔷 ​টাকা বা তথ্য দেবেন না: কোনো অজুহাতেই আপনার ব্যাঙ্কের তথ্য বা কোনো প্রকার ফি বাবদ টাকা কাউকে দেবেন না।
🔷 ​সচেতন করুন: আপনার পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের এই গুজব সম্পর্কে জানান।
🔷 ​রিপোর্ট করুন: যদি কেউ আপনার কাছে টাকা চায় বা আপনাকে প্রতারণার চেষ্টা করে, তবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানান।

✅ আসুন, গুজবে নয়-যুক্তিতে বিশ্বাস করি। নিজে সচেতন থাকি এবং অন্যকেও সচেতন করে এই প্রতারণার জাল ছিঁড়ে ফেলি।
​📢 সবাইকে সতর্ক করতে পোস্টটি শেয়ার করুন

Address

Village: Atpunia, Post Office : Chharan, Upazila : Mithapukur, District: Rangpur
Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when ছড়ান নিউজ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share