27/05/2025
জনগণের মৌলিক চাহিদা পূরণে অন্যতম প্রাধান বাঁধা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান গুলোতে বিদ্যমান দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আইন করায় যে সকল আমলা এবং জনগণের চাকর দের সমস্যা হচ্ছে তাদেরকে ঐ সব চাকর দের কে জনগণ ও আর সেই জায়গায় বসতে দেখতে চায় না..এইসব দালাল রাই এদেশের সাধারণ মানুষের ভালো থাকার পথে প্রাধন হুমকি..! এরা জাতীয় দুশমন।। এরা খেটে খাওয়া মানুষের দুশমন.. এরাই জনগণের অধিকার হরণ করে। যেই সেবা জনগণের ফ্রিতে পাওয়ার কথা সেই সেবা দেয়ার নামে এরা সাধারণ মানুষকে এক প্রকার জিম্মি করে ঘুষ আদায় করে।।