08/08/2025
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঢাকায় সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ ক্ষোভ ও শোকে ফেটে পড়েছে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকায় এক বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়।
ডিজিটাল রিপোর্টার্স ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স এবং ক্ষুব্ধ সাংবাদিকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতিই নতুন নতুন হত্যাকাণ্ডের প্ররোচক হিসেবে কাজ করছে। তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
দেশটিভির রিপোর্টার হাসান মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন—“এত নির্মমভাবে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, অথচ আমাদের সিনিয়ররা এখনো একটি বিবৃতি দেওয়ার সাহস পাচ্ছেন না। আমি বলবো, আপনি আপনার মেরুদণ্ডটা হাত দিয়ে দেখুন—আছে কি না? এখানে সাংবাদিকদের হত্যার মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ করার চেষ্টা চলছে। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভকে ধ্বংস করলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়বে। আমরা চাই সরকার এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: সাইফুল ইসলাম (জিআরইউ-র সাবেক সাংগঠনিক সম্পাদক), অন্তু মোজাহিদ (কালবেলা), হাকিম মাহি (একুশে টেলিভিশন), মাহমুদ হাসান ও তাওহিদ (নিউজ টুয়েন্টিফোর), নাহিস প্রিন্স (এনটিভি), আকরাম হোসেন (কালবেলা), সাইমুন মুবির পল্লব (বাংলা নিউজ), সাইফুল ইসলাম (ঢাকা পোস্ট) প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন:কবির চৌধুরী জয় – মাই টিভি,
মো. শাহজাহান বাশার – দৈনিক মানবাধিকার প্রতিদিন ও বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)-এর সহ-সভাপতি,আলী আজগর ইমন – এটিএন নিউজ,জসীম – এশিয়ান টিভি,আত্মাকুল আমীন – আমার দেশ,শাহ আলম সাগর – রাজধানী টিভি,শফিজুল ইসলাম – একুশে টিভি,জোবায়ের সাকিব – খবর সংযোগ,ইসমাইল হোসেন – দৈনিক সকাল,তাসকিয়ান জাহান মিতু – দৈনিক ইনকিলাব,মোঃ খোকা – সাবেক বৈশাখী টিভি,মুজাহিদুল ইসলাম – TBN-24 TV,ইয়াসিন আরাফাত – বাংলা ৫২ নিউজ,মেহেরুন মিরাজ – নিউজ টাইমস,দেলোয়ার – বাংলাদেশ টাইমস,রিপন শেখ – অর্থ ও বাণিজ্য সংবাদ,শাহরিয়ার নাঈম – যায়যায়দিন,রাজু আহমেদ – বার্তা টোয়েন্টিফোর,নাইম – যায়যায়দিন,রায়হান হোসেন – কালেরকণ্ঠ,সজল আহমেদ – ফেইস দ্য পিপল,আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন,সাদিয়া ইসলাম – ডেইলি ক্যাম্পাস
এছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক মানববন্ধনে অংশ নিয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও বিচার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে।