Tni news international

  • Home
  • Tni news international

Tni news international যুবকরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।যাদের নির্ভর করে আগামীর পথ চলা। TNI NEWS সত্যের সাথে সবসময়
(1)

08/08/2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঢাকায় সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ ক্ষোভ ও শোকে ফেটে পড়েছে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকায় এক বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়।

ডিজিটাল রিপোর্টার্স ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স এবং ক্ষুব্ধ সাংবাদিকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতিই নতুন নতুন হত্যাকাণ্ডের প্ররোচক হিসেবে কাজ করছে। তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

দেশটিভির রিপোর্টার হাসান মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন—“এত নির্মমভাবে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, অথচ আমাদের সিনিয়ররা এখনো একটি বিবৃতি দেওয়ার সাহস পাচ্ছেন না। আমি বলবো, আপনি আপনার মেরুদণ্ডটা হাত দিয়ে দেখুন—আছে কি না? এখানে সাংবাদিকদের হত্যার মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ করার চেষ্টা চলছে। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভকে ধ্বংস করলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়বে। আমরা চাই সরকার এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: সাইফুল ইসলাম (জিআরইউ-র সাবেক সাংগঠনিক সম্পাদক), অন্তু মোজাহিদ (কালবেলা), হাকিম মাহি (একুশে টেলিভিশন), মাহমুদ হাসান ও তাওহিদ (নিউজ টুয়েন্টিফোর), নাহিস প্রিন্স (এনটিভি), আকরাম হোসেন (কালবেলা), সাইমুন মুবির পল্লব (বাংলা নিউজ), সাইফুল ইসলাম (ঢাকা পোস্ট) প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন:কবির চৌধুরী জয় – মাই টিভি,
মো. শাহজাহান বাশার – দৈনিক মানবাধিকার প্রতিদিন ও বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)-এর সহ-সভাপতি,আলী আজগর ইমন – এটিএন নিউজ,জসীম – এশিয়ান টিভি,আত্মাকুল আমীন – আমার দেশ,শাহ আলম সাগর – রাজধানী টিভি,শফিজুল ইসলাম – একুশে টিভি,জোবায়ের সাকিব – খবর সংযোগ,ইসমাইল হোসেন – দৈনিক সকাল,তাসকিয়ান জাহান মিতু – দৈনিক ইনকিলাব,মোঃ খোকা – সাবেক বৈশাখী টিভি,মুজাহিদুল ইসলাম – TBN-24 TV,ইয়াসিন আরাফাত – বাংলা ৫২ নিউজ,মেহেরুন মিরাজ – নিউজ টাইমস,দেলোয়ার – বাংলাদেশ টাইমস,রিপন শেখ – অর্থ ও বাণিজ্য সংবাদ,শাহরিয়ার নাঈম – যায়যায়দিন,রাজু আহমেদ – বার্তা টোয়েন্টিফোর,নাইম – যায়যায়দিন,রায়হান হোসেন – কালেরকণ্ঠ,সজল আহমেদ – ফেইস দ্য পিপল,আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন,সাদিয়া ইসলাম – ডেইলি ক্যাম্পাস

এছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক মানববন্ধনে অংশ নিয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও বিচার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে।

07/08/2025

কী ভয়ংকর; বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হ*ত্যা!

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন কে ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে পাবলিক প্লেসে, লোকচক্ষুর সামনে প্রকাশ্য এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। দুই সাংবাদিক, দুই দিনে, এক শহর গাজীপুরে হত্যা কি বার্তা দিচ্ছে?

এই দুর্বৃত্তরা কিসেল বল কার ছায়ায় এতটা বেপরোয়া স্পষ্ট নয়। তদন্তে কার নাম ওঠে আসে দেখার অপেক্ষায়!

এখন জোরালো কণ্ঠে প্রশ্ন তোলার সময়। সাংবাদিকদের রক্তে লেখা এই বার্তা আমরা নিঃশব্দে মেনে নেবো না!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে বিএনপির সাবেক এমপি'কে শোকজকু‌ড়িগ্রা‌ম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির পৃথক দুটি ...
07/08/2025

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে বিএনপির সাবেক এমপি'কে শোকজ

কু‌ড়িগ্রা‌ম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির পৃথক দুটি অফিস এবং গণঅভ্যুত্থানের বছরপূর্তি অনুষ্ঠান পৃথকভাবে পালন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানাকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে জেলা বিএনপি। ত‌বে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শোকজের জবাব দেননি অভিযুক্ত সাইফুর রহমান রানা। জেলা বিএনপি জানিয়েছে দলীয় আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত। চল‌তি মা‌সের ৪ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।

07/08/2025

কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা কর্মকর্তা সেজে প্রতারণা, জনতার হাতে যুবক আটক

07/08/2025

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মারুফ হোসেন মেয়ে সহ আ-ট-ক ।

06/08/2025

জীবনের ঝুঁকি নিয়ে খাবার পানি আনতে ভাঙ্গা কাঠের ব্রিজ পার হতে হয় এলাকাবাসীর, ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের কচুয়া উপজেলার ৭নং বাধাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মসনী রঘুদত্তকাঠী সরকারি পুকুরপাড়ে জরাজীর্ণ কাঠের ব্রিজের পূর্ণ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আসেন ইতিহাস পড়ি ++++++++++++++১৯৭১ সালে, রফিক, জব্বার, ও সাত্তার নামে তিনজন ব্যক্তি বিশেষভাবে পরিচিত । তবে, ১৯৫২ সালের ভ...
06/08/2025

আসেন ইতিহাস পড়ি
++++++++++++++
১৯৭১ সালে, রফিক, জব্বার, ও সাত্তার নামে তিনজন ব্যক্তি বিশেষভাবে পরিচিত । তবে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, এবং আবুল বরকত শহীদ হয়েছিলেন। এদের মধ্যে রফিকউদ্দিন আহমদ ও আবদুল জব্বার ভাষা আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম। ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে, এই ভাষা শহীদদের আত্মত্যাগ ও চেতনাকে স্মরণ করা হয় এবং এটি স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিল।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবুল বরকত, শফিউর রহমান এবং আরও অনেকে শহীদ হয়েছিলেন। ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২ তারিখে, বাংলা ভাষাকে তৎকালীন রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, এবং আবুল বরকত ঘটনাস্থলেই শহীদ হন। শফিউর রহমান পরে হাসপাতালে মারা যান। এদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়।
১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, ভাষা শহীদদের আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। বাঙালি জাতি তাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করেছিল, তার অনুপ্রেরণা ছিল এই ভাষা আন্দোলন।
সুতরাং, রফিক, জব্বার এবং সাত্তার এই তিনজন ব্যক্তি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন, এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে তাদের আত্মত্যাগের চেতনাকে স্মরণ করা হয়।

এই সব ইতিহাস কি ভূলে যাবেন। দেশের জন্য যাহাদের কারণে আমরা দেশ ফিরেপেলাম তাদের কে ভূলা যাবে না।

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার।। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ...
06/08/2025

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার।।
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটক নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। বুধবার বেলা ২টা ২০ মিনেটের দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এ পর্যটক ।

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-৫র‌্যাবের পৃথক অভিযানে ৯৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সি...
06/08/2025

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-৫

র‌্যাবের পৃথক অভিযানে ৯৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল ৬ আগস্ট মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন দশ মাইল শ্যামা কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির
দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে
৫ টি কালো এয়ারটাইট পলিজিপার প্যাকে সর্বমোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্ভুক্ত নশরতপুর গ্রামের
মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (২৮) এবং একই থানাধীন রাণীপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে আসাদুজ্জামান রিপন(২৯)।

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যুনোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্...
06/08/2025

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসী একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী টু লক্ষীপুর সড়কের পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা (৫৫), ভাবি লাবনী (৩০), ভাতিজী রেশমী( ৮) ও লামিয়া ( ৯) ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা (২৪) এবং বৃদ্ধ নানী (৮০) । তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লী গ্রামের বাসিন্দা।

রংপুরে চাঁদাবাজি সন্দেহে যুবকের বাসা থেকে অস্ত্র উদ্ধার।রংপুরের ধাপ শহর এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার-২ এর পাশের এক...
06/08/2025

রংপুরে চাঁদাবাজি সন্দেহে যুবকের বাসা থেকে অস্ত্র উদ্ধার।

রংপুরের ধাপ শহর এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার-২ এর পাশের একটি গলি থেকে চাঁদাবাজির অভিযোগে এক যুবকের বাসা থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযুক্ত পাভেল নামের ওই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত ১১:৩০টার দিকে অভিযান চালায় সেনাবাহিনী।

বাঁশখালীতে বিয়েতে দাওয়াত না দেওয়ায় হামলা, আহত বর-কনেসহ ১০ জনচট্টগ্রামের বাঁশখালীতে বিয়েতে দাওয়াত না পাওয়ার জেরে হামলার ঘ...
06/08/2025

বাঁশখালীতে বিয়েতে দাওয়াত না দেওয়ায় হামলা, আহত বর-কনেসহ ১০ জন

চট্টগ্রামের বাঁশখালীতে বিয়েতে দাওয়াত না পাওয়ার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কেন্দ্রবিন্দু ছিল পারিবারিক দ্বন্দ্ব ও পুরনো দেনাদেনির রেষ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার কেবি কনভেনশন সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বৈলছড়ি নতুন পাড়া এলাকার বাসিন্দা জাফর আহমদের ছেলে জসিম উদ্দীনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। অনুষ্ঠান চলাকালে এবং পরে নববধূকে নিয়ে ফেরার সময় বরের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

Address

T N I N E W S
Rangpur City

Alerts

Be the first to know and let us send you an email when Tni news international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share