〆 Farzana's craft 亗

〆 Farzana's craft  亗 Our services always try to promote the importance of creative ideas.Handmade goods made even better.
(3)

🙂
25/09/2025

🙂

25/09/2025

আমি তো ভাবতেছি,
আমার বিয়ের দিন মা কাঁদতে কাঁদতে পিছন পিছন গিয়ে না বলে "সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসিস!🙂

koy ki ato bar gunlam 700tk ei hoy😆
24/09/2025

koy ki ato bar gunlam 700tk ei hoy😆

সংসার"একটা পুরনো দোতলা বাড়িছাঁদের রোদে শুকোতে দেওয়া শ'খানেক শাড়ী,শেলফ ভর্তি সব পছন্দের বই..উঠোনে বাতাবি লেবুর পাশেই এক...
24/09/2025

সংসার"

একটা পুরনো দোতলা বাড়ি
ছাঁদের রোদে শুকোতে দেওয়া শ'খানেক শাড়ী,
শেলফ ভর্তি সব পছন্দের বই..
উঠোনে বাতাবি লেবুর পাশেই একটা মাঝারি ডালিম গাছ
দুপুরের ভোজে বেগুন ভাজা,ডালের বড়ি আর পারশে মাছ,
সাথে একটুখানি টক দই..

আর রইলো বাকি পায়ের তলার একটুখানি জমি...
আমার পাশে দাড়িয়ে থাকা আস্ত একটা তুমি!
কাঁধে থাকবে একটুখানি দায়িত্ববোধের ভার
এই হলো তোমার আমার সম যোগ সার!🌼

©

 #মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়...
24/09/2025

#মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

কি শুরু হয়েছে দেশটাই🥲
এসবের শেষ কোথায়??🥲🥲🥲

🤗🤗
23/09/2025

🤗🤗

পাঠান 🙂
23/09/2025

পাঠান 🙂

22/09/2025

টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকৃতিকে দেখতে এসে প্রকৃতির সাথেই মিলিয়ে গেল এক তরতাজা প্রাণ। যে মেয়ে পাহাড়কে ক্যামেরায় বন্দী করে হৃদয়ে রাখতে চেয়েছিল, ...
22/09/2025

প্রকৃতিকে দেখতে এসে প্রকৃতির সাথেই মিলিয়ে গেল এক তরতাজা প্রাণ। যে মেয়ে পাহাড়কে ক্যামেরায় বন্দী করে হৃদয়ে রাখতে চেয়েছিল, সেই মেয়েকেই পাহাড় চিরকালের জন্য নিজের হৃদয়ে স্থান দিয়ে নিলো। খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকী আনন্দ-উচ্ছ্বাস নিয়ে ৩৮ জন সহপাঠীর সাথে শিক্ষা সফরে বের হয়েছিলেন। কক্সবাজার থেকে সাজেক যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে সবাই প্রাণে বেঁচে যায়, কিন্তু রিংকী হারিয়ে যায় চিরতরে। এক ঝলমলে স্বপ্ন থেমে যায় পাহাড়ের সবুজের আড়ালে। আজ খাগড়াছড়ি থেকে হেলিকপ্টারে করে রিংকীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ভবানিপুর গ্রামে। সেখানে অপেক্ষা করছেন তার শিক্ষক বাবা-মা, বুকভরা ভালোবাসা নিয়ে, অথচ হাতে থাকবে না প্রিয় কন্যা। এই শোক অসহনীয়, তবুও মহান সৃষ্টিকর্তা যেন পরিবারকে সহ্য করার শক্তি দান করেন। 🌸

22/09/2025

মুখে দুইটা পিম্পল প্যাচ পরে বের হয়েছিলাম,এক রিকশাওয়ালা মামা ডেকে বললেন

আপা,আপনার মুখে মাছের আঁইশ লাইগ্যা আছে!'🙂

এই হলো জাতির ক্রাশের অব*স্থা 🙂 আরও খাও হানিয়া আমিরের উপর ক্রাশ 🫦
22/09/2025

এই হলো জাতির ক্রাশের অব*স্থা 🙂 আরও খাও হানিয়া আমিরের উপর ক্রাশ 🫦

22/09/2025

মেডিকেল থেকে নবজাতক শিশু ও মা কে নিয়ে বাড়ি যাওয়ার পথে!যেভাবে মাইক্রোবাসের ধা**য় ইজিবাইক পড়লো খাদে, মাদারীপুরের কর্ণপাড়ায় ঘটে এ দুর্ঘটনা।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when 〆 Farzana's craft 亗 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 〆 Farzana's craft 亗:

Share