Shahriar Liza

Shahriar Liza Hi, I am Liza . This is my official page, all of you follow it and stay tuned. Thank you.

05/10/2024
12/06/2024




#নতুননাটক

11/06/2024





#নতুননাটক

05/06/2024




#নতুননাটক

04/06/2024




#নতুননাটক

04/06/2024




#নতুননাটক

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হল উভয় উভয় কে বুঝতে পারা। ❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মি...
14/05/2024

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হল উভয় উভয় কে বুঝতে পারা। ❤️

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।

তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।
সবাই বিলাসিতায় সুখী হয়না,একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে,যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প,
আপনার চোখে সে সর্বসুখী।এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা।
একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু,অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।

স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে
তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্। শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে। না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা আল্লাহর কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না হাদিসের কথা।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা। থাকনা অপূর্ণ, চলুক এভাবেই।

এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।
ইনশাল্লাহ। 🖤

Laugh your heart out and keep your mind healthy😁😁
18/03/2024

Laugh your heart out and keep your mind healthy😁😁

17/03/2024

Finally
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ অবশেষে অনেক অপেক্ষার পর ১৭ ই মার্চ আমরা ও পেয়ে গেলাম হার পাওয়ার প্রজেক্ট থেকে প্রধানমন্ত্রীর দেওয়া স্মার্ট উপহার।
শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে,এবং তার সুযোগ্য সন্তান আর্কিটেক অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় স্যার এবং আই.সি.টি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়কে।

এছাড়াও ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় স্যার Mazabul Haque স্যার আমাদেরকে সুন্দর, সহজ সাবলীলভাবে কাজ শেখানোর আপ্রান চেষ্টা করে যাচ্ছেন।
দোয়া করবেন আমাদের জন্য,,ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করবোই,, 🤲☺️

"Her Power Project"
Digital marketing
Upazila: Sadullapur

17/03/2024

#হারপাওয়ার_প্রকল্পে_ল্যাপটপ_বিতরনী_অনুষ্ঠান
#হারপাওয়ার
#ল্যাপটপ_বিতরনী


Address

Rangpur
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share