রংপুর-৬,পীরগঞ্জ

রংপুর-৬,পীরগঞ্জ পীরগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলে মোরা একসাথে।

29/09/2025

হিমাগার ভারা ৩০০টাকা করার জন্য আসো একদিন আন্দোলনের ডাক দেই(এলাকায় মাইকিং করে) হিমাগারের সামনে।

যে দুই বছর কৃষক আলুর দাম পেয়েছে (২০২৩/২০২৪)সেই দুই বছর,বিদ্যুৎ বিল না বাড়লেও প্রায় কোল্ড স্টোর ভাড়া বেড়েছে 100 থেকে ১৫০ টাকা। ঐসময় কৃষক কিছু বলেনি, কারণ তারা আলুর ভালো দাম পেয়েছিল।
অথচ কোল্ড স্টোর মালিকদের কোল্ড স্টোর এর ভাড়া কমানোর কোন ইচ্ছাই নেই।

মার্ক করার চিহ্ন দুটি লক্ষ্য করেন। এখানে কে ঠিক তাসলিম জারা ঠিক নাকি আক্তার হোসেন ঠিক?
26/09/2025

মার্ক করার চিহ্ন দুটি লক্ষ্য করেন। এখানে কে ঠিক তাসলিম জারা ঠিক নাকি আক্তার হোসেন ঠিক?

পীরগঞ্জের কথা ভাবতে গেলেও মামলা।  হাস্যকর। সবার আগে পীরগঞ্জ।
22/09/2025

পীরগঞ্জের কথা ভাবতে গেলেও মামলা।
হাস্যকর।
সবার আগে পীরগঞ্জ।

পীরগঞ্জ পৌরসভার অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে আজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থাকায়, প্রেসক্লাবের চাবি খুঁজে পাওয়া যাচ্...
16/09/2025

পীরগঞ্জ পৌরসভার অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে আজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থাকায়, প্রেসক্লাবের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ময়লা ঢেলে দিয়ে প্রেস ক্লাবের সামনে জনদুর্ভোগ সৃষ্টি করেছে উপজেলা/পৌর প্রশাসন।
পৌরবাসীর রাস্তা অবরোধ করে প্রতিবাদ।

15/09/2025

১৩ নং রামনাথপুর ইউনিয়নের, রামনাথপুর গ্রামের এক নম্বর ওয়ার্ডের,( মাস্টার পাড়ার) তিন কিলো মেইন রাস্তার দৃশ্য এটি।

12/09/2025

ডাকসু নির্বাচনে এন সিপি কেন প্রার্থী দিল না?

মেটিকুলাস ডিজাইন নয়তো?

09/09/2025

সুন্দর বনে হরিণ শিকার

সকলকেই ধন্যবাদ Big shout out to my newest top fans! 💎 Boser Gaming, Md Shahidul Islam, Md Nazmul HaqueDrop a comment to ...
07/09/2025

সকলকেই ধন্যবাদ
Big shout out to my newest top fans! 💎 Boser Gaming, Md Shahidul Islam, Md Nazmul Haque

Drop a comment to welcome them to our community, fans

07/09/2025

কথা না বলেও যে নির্দেশনা দেওয়া যায়, বিমানবালা কে দেখলেই সেটা বোঝা যায়।

06/09/2025

গল্পটা একটু সময় নিয়ে পড়বেন,এবং ভাববেন কথাগুলি।

ওরা প্রথমে যখন কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এলো,

আমি কোন কথা বলিনি,

কারণ আমি কমিউনিস্ট নই।

তারপর ওরা যখন ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,

আমি নীরব ছিলাম,

কারণ আমি শ্রমিক নই।

তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের ধরে নিয়ে যেতে,

আমি তখনও চুপ করে ছিলাম,

কারণ আমি ইহুদি নই।

ওরা আবারও আসল ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,

আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,

কারণ আমি ক্যাথলিক নই।

শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,

আমার পক্ষে কেউ কোন কথা বলল না,

কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না

৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের অপমানের তীব্র প্রতিবাদ জানাই।
28/08/2025

৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের অপমানের তীব্র প্রতিবাদ জানাই।

সারাদেশ২২ দিনে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, টেকনাফে আতঙ্কজাহাঙ্গীর আলম, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতাপ...
28/08/2025

সারাদেশ
২২ দিনে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি,
টেকনাফে আতঙ্ক
জাহাঙ্গীর আলম, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:৪৮
ধরে নেওয়া জেলেদের দ্রুত ফিরিয়ে আনার দাবি পরিবারের। ছবি: ইত্তেফাক
ধরে নেওয়া জেলেদের দ্রুত ফিরিয়ে আনার দাবি পরিবারের। ছবি: ইত্তেফাক

মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা ১১ মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রণে নেয় তারা, এতে ঘটছে অপহরণের ঘটনা।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্প্রতি সময়ে সাগরে আরাকান আর্মির দৌরাত্ম্য আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে গত ২২ দিনে সাতটি ট্রলারের ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে আরাকান আর্মির দৌরাত্ম্য বেড়েছে। সম্প্রতি মিয়ানমারের সরকারি বাহিনীসহ আরও কয়েকটি স্বশস্ত্র সংগঠনের সঙ্গে আরাকার আর্মির নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। এরপর সাগরে তাদের তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে ২২ দিন পেরিয়ে গেলেও ধরে নেওয়া জেলেদের এখনও মুক্তি দেয়নি। অপহরণ হওয়া জেলেরা জীবিত আছে নাকি মারা গেছে, তাও জানেনা পরিবারগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের রাখাইন সীমান্ত আরাকান আর্মির দখলে যাওয়ার পর থেকে নাফনদী ও সাগরে তাদের তৎপরতা বেড়েই গেছে। এতে প্রায় সময় আরাকান আর্মির হাতে আটক হচ্ছে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলেরা। তার মধ্যে চলতি মাসের ৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পযর্ন্ত ৭ টি ট্রলার ৫৬ জেলেকে আরাকান আর্মি আটক করেছে। এই পরিস্থিতিতে আরাকান আর্মি হাতে আটক হওয়া জেলেদের খবর না পেয়ে দিশেহারা পরিবার। বিভিন্ন মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ভুক্তভোগী পরিবারগুলো। তবে তাদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে আরাকান আর্মির নিয়ন্ত্রিত কিছু পেজের আটককৃতদের ছবি প্রকাশ করছে আরাকান আর্মি। এতে পরিবারগুলো আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হচ্ছেন।

শাহ পরীরদ্বীপ জালিয়াপাড়ার মারিয়া খাতুন বলেন, ৫ আগস্ট আমার স্বামী মোহাম্মদ ইলিয়াস ও দুই ছেলে আক্কেল আলী, মোহাম্মদ ইসলাম ফিশিং ট্রলারসহ নাফ নদীতে মাছ ধরতে যায়। পরে খবর পেয়েছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ মোট ৫ জনকে ধরে নিয়ে যায়। ২২ দিন পেরিয়ে গেলেও এখনও তারা ফিরে আসেনি।

তিনি আরও বলেন, মাছ ধরে ঘর-সংসারের খরচ যারা জোগাড় যারা করতেন তারা এখন নেই, এক দিকে স্বামী, সন্তান নেই, অপরদিকে সংসারে চলছে দুঃখ দুর্দশা। এরকম কঠিন অবস্থায় সংসার চালানো কষ্ট হচ্ছে।

শাহ পরীরদ্বীপ মাঝের পাড়া হাবিবা বেগম বলেন, গত ২৩ আগস্ট আরাকান আর্মি ১২ জন ধরে নিয়ে গেছে। সেখানে আমার স্বামী মো. আমিনও রয়েছে। এখনও পযর্ন্ত তারা কেউ বাড়ি ফিরতে পারেনি। আমার সংসারে তিন সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করছি। মেয়েদের পড়াশোনা ও সংসার খরচ জোগাড় করতে কষ্ট হচ্ছে। কষ্ট আর আতঙ্ক নিয়ে আমরা দিন কাটাচ্ছি। আমার স্বামীকে ফেরত চাই।

শাহ পরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন, নাফ নদী ও সাগর থেকে আগস্ট মাসে ৭টি ট্রলার ও ৫৬ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এ বিষয় আমরা কোস্ট গার্ড, বিজিবি ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি। ২২ দিন পেরিয়ে গেলেও এখনও আটকরা ছাড়া পায়নি। নাফ নদী ও সাগরে আরাকান আর্মির অপতৎপরতা বাড়ছে, এটা জেলেদের জন্য আতঙ্কের।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি প্রায় সময় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মির হাতে জেলেরা আটক হচ্ছেন। বিশেষ করে আগস্ট মাসে ৫৬ জন জেলে আটকের বিষয়টি জানার পরে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, শাহ পরীরদ্বীপ নাইক্ষ্যংদিয়া এলাকায় বার বার যে সমস্যা হচ্ছে। তবে জেলেদেরকে এসব এলাকা দিয়ে চলাচল করতে সর্তকতা বজায় রাখতে হবে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/এপি
বিষয়:
বঙ্গোপসাগরটেকনাফআরাকান আর্মি
এ সম্পর্কিত আরও পড়ুন
জেলেদের মুক্ত করতে আরাকান আর্মিকে চিঠি পাঠিয়েছে বিজিবি
টেকনাফে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা অস্ত্র ও গুলি উদ্ধার
নাফ নদী থেকে আরও ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সমুদ্রে ডুবতে থাকা ফিশিং বোট হতে ৬ জেলেকে জীবিত উদ্ধার
টেকনাফের ১২ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ, ১০ লাখ না দিলে লাশ ফেরতের হুমকি
দুর্ঘটনা এড়াতে ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
উখিয়া সীমান্তে ভারী অস্ত্রসহ আরাকান আর্মির সদস্য আটক
The Daily Ittefaq
app store google play
সম্পাদক: তাসমিমা

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর-৬,পীরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংপুর-৬,পীরগঞ্জ:

Share