Noyon & Jannat

  • Home
  • Noyon & Jannat

Noyon & Jannat Here you can see entertainment , cooking , Cute baby, etc.

16/03/2025

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?

21/06/2024

তুমি পৃথিবীর সব থেকে মূর্খ মানুষ,এবং বোকার স্বর্গে বাস করতেছো। একদিন পস্তাবে সবকিছু হারিয়ে। সেইদিন আর বেশিদিন বাকি নেই। হয়তো সেদিন বেঁচে থাকবো কি না জানি। তবে জিবনে কি করতেছো, কি হারাবে পস্তাতেও দিন থাকবেনা।নিজের জিবনে নিজেই ক্ষতি এবং ধংস ডেকে এনেছো,,শুধুমাত্র নিজের ভুলের কারণেই।।

এটাই  বাস্তব ভদ্রবেশি শয়তান বলে এদেরকে।
13/06/2024

এটাই বাস্তব ভদ্রবেশি শয়তান বলে এদেরকে।

10/06/2024

একটা স্ত্রী স্বামীর কাছে যা যা পাওয়ার অধিকার রাখে বা যা পাওয়া তার প্রাপ্য কিন্তু সেটা তাকে না দিয়ে যদি অলওয়েজ অন্যজন পায়, অন্যজনদের দেয় তাহলে ওই স্বামীর প্রতি কি একজন স্ত্রীর ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা থাকে?।
অনেকেই বলবে ভাত কাপর কি দেয়না মানুষ কি ভাত কাপরের জন্য শুধু বাঁচে। আল্লাহ হাত পা দিয়েছে মেধা দিয়েছে কর্ম করলে যে কোথাও পাওয়া যাবে।।একটা মানুষের বেঁচে থাকার জন্য সবার আগে কি দরকার??? নুন ভাত খেয়েও তো অনেকে বেঁচে আছে কারণ তাদের মধ্যে ভালোবাসা আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে, হারানোর ভয় আছে।আর এগুলো যাদের মধ্যে আছে তারাই একমাত্র সুখি।দুজনের মধ্যে থাকতে হবে।একজনের থেকে কোনো লাভ নেই।
আর বিশেষ করে যে ছেলেদের জিবনে বউ বাচ্চার কোনো প্রয়োজন নেই, গুরুত্ব নেই তারা কেনননননন বিয়ে করে।।। অন্যকে কষ্ট দিয়ে অন্যের জিবন নষ্ট করে কি মজা পায়???

কাহিনী শেষে আছে🤣
03/06/2024

কাহিনী শেষে আছে🤣

Lifebuoy Bar Presents New Bangla Drama "Poroshpor", directed by Sazzad Hossain Bappi. Starring Tasnia Farin & Khairul Basar. Enjoy the DRAMA and give us your...

25/05/2024

বাই বাই সিলেট, মাধবপুর।

তবে একটা কথা না বললেই নয় এখানে যাদের সাথে পরিচিত হয়েছি সবাই অনেক ভালো মানুষ।আমার দেখা ভালো মানুষ তারা ব্যক্তিগত ভাবে কি তা জানি না। সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা আমাদের উপর কোনো কারো রাগ অভিমান থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।কেনো না কখন কার মৃত্যু হবে জানা নেই তাই মনে কষ্ট বা রাগ পুষে রাখবেন না ক্ষমা করে দিবেন।বেঁচে থাকলে আবার কোনো একদিন দেখা হতে পারে যেহেতু পৃথিবীটা অনেক ছোট এবং গোল,ঘুরতে ঘুরতে আবার দেখা হতেও পারে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমাদের জন্য দুআ করবেন।

আল্লাহ হাফেজ

প্রিয়,     স্বামী নতুন বছরের শুভেচ্ছা নিও। জিবনে তো অনেক বছরে পার করে দিলাম তার মধ্যে স্পেশাল তিন বছর তোমার সাথে কাটানো।...
01/01/2024

প্রিয়,
স্বামী
নতুন বছরের শুভেচ্ছা নিও। জিবনে তো অনেক বছরে পার করে দিলাম তার মধ্যে স্পেশাল তিন বছর তোমার সাথে কাটানো। নতুন বছরে আমাকে কি দিবা তুমি গত তিন বছরে যা দিয়েছো তাই নাকি নতুনত্ব কিছু। সবাই তো ভালো কিছু পাওয়ার ই আশা করে। আর একমাত্র মানুষ ই হচ্ছে পরিবর্তনশীল।তাই সবার মাঝে খারাপ দিক গুলো পরিবর্তন করা উচিত।সারাজীবন কেউ একরকম থাকে না, সেটা সবার জানা, তাই কিছু পরিবর্তন আনা উচিত। প্রিয়জন কে সম্মান গুরুত্ব আর যত্ন করা উচিত। তাহলেই জিবন টা সুন্দর হয়।আপন পর করা ঠিক না।আমরা কিন্তু এখন দুজন না তিনজন।
তোমার জন্য আমার ভালোবাসা সব সময় একই থাকবে যা শুরুতে ছিল তাই শেষ পর্যন্ত থাকবে
নতুন বছরে তোমার জিবনে সুখ শান্তি বয়ে আসুক সেই দোয়াই করি।

**২০২৪**

Address


Telephone

+8801765996508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noyon & Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noyon & Jannat:

  • Want your business to be the top-listed Media Company?

Share