AB. Riad vai. 10

  • Home
  • AB. Riad vai. 10

AB. Riad vai. 10 Believe in yourself, that's the first step to success
(14)

29/06/2025

"আসসালামু আলাইকুম "
আজকে মরলে কালকে দুইদিন। কেও কবরে তুমার সাথে জাবে না শুধু জাবে তুমার নেক আমল।
এই দুনিয়া কিছুই না এই রংতামাশার জগতে কিছুই চাওয়ার নাই।আমরা কতো চিন্তা করি ভবিষ্যৎ নিয়া তো মৃত্যুই আমাদের আসল ভবিষ্যৎ। তো জীবনে সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।আর মৃত্যুর পর সফল হতে হলে অবশ্যই ইসলামের পথে চলতে হবে।

23/06/2025

ইচ্ছে "গুলো শব্দহীন"...!! 🙂
-ভাবনা সে-তো প্রতি দিন..! 🍁
-" কল্পনার রং যদিও ঘন,কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন....!! 🌸

23/06/2025

—" আল্লাহর কাছে আমার একটাই
চাওয়া,, আমার সফলতা যেনো
আমার মাকে দেখাতে পারি..!!💔😔🤕।●•─╼⃝𖠁 🅐︎ఌ︎🅐︎

22/06/2025

নদীর আছে জল 🙂
জলের আছে ঢেউ☺️
চারিদিকে এত মানুষ 😌
আমার নেই কেউ🥺😂

16/06/2025

"বাস্তবতা অনেক সময় স্বপ্নকে হত্যা করে,
তবুও আমরা স্বপ্ন দেখি — কারণ সেটাই মানুষ।"

পেজটি ফলো করে পাশে থাকবেন

এক বোনের পর্দা!মাদরাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়িভাবে নিষেধ।বাইরের ...
16/06/2025

এক বোনের পর্দা!

মাদরাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়িভাবে নিষেধ।

বাইরের সব কাজ শাশুড়ি একাই সামাল দেয়। আমি রুমে টুকটাক কাজ করি আরকি! আমার কিছু প্রয়োজন হলে দরজায় নকড দেই। দুই ননদ এসে হাজির -কি লাগবে ভাবি?

কাল শশুর দরজায় আওয়াজ দিচ্ছে -আমি ভেতর থেকে - জ্বি! আব্বু আসেন। একটা প্লেট হাতে আব্বু হাজির, কিছু ফল নিয়ে। আমাকে দিয়ে বলছে- এগুলা খেয়ে নিও। একটু পর তোমার ভাই (দেবর) চলে গেলে প্রয়োজনীয় কাজ সেরে নিও।

পুরো ফ্যামিলিটা মিলে আমাকে নন-মাহরাম আত্মীয়দের থেকে আড়াল করে রাখে।

সুখি হতে আর কি লাগে?

আমার মতো একজন দুনিয়ামুখী মানুষের জন্য এই দুনিয়াবী জীবনে এতটুকুই কি যথেষ্ট নয়?

বাকি সুখ না হয় জান্নাতে যেয়ে কুড়িয়ে নিব। ইন-শা-আল্লাহ!

أعُوذُ بِكَلِماتِ اللهِ التأمَّةِ مِنْ كُلِّ شَيْطَانِ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

© বিঃদ্রঃ এটা বানানো গল্প নয়, বাস্তব ঘটনা।

15/06/2025

উপার্জন করতে শেখো নয়তো
অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে...!! ❤️‍🩹😅

15/06/2025

.

অল্প কিছু ত্যাগ করতে পারলেই জিবন সুন্দর!🌸
তবে পরিশ্রম ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়!🌻

14/06/2025

[সূরা আল-ইমরান, আয়াত ১০২]

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ

“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না।”
"রিয়েক্ট দিন"

12/06/2025

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তা‘আলা বলেন, ‘যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা রাখে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরয ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয়পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে তাতে কোনো রকম দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ হরণে। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি।

[ বুখারি, হাদিস: ৬৫০২ ]

পেজটি ফলো করে পাশে থাকুক

Address


Alerts

Be the first to know and let us send you an email when AB. Riad vai. 10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AB. Riad vai. 10:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share