প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ এসো সবাই,একসাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করি❤
(1)

নাম: সাদ সালাহউদ্দিনক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম)কোড নং: ০২৬৭সেকশন: ক্লাউড (মেঘ)মাইলস্টোন স্কুল এন্ড কলেজএখনো তাকে পাওয়া ...
21/07/2025

নাম: সাদ সালাহউদ্দিন
ক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম)
কোড নং: ০২৬৭
সেকশন: ক্লাউড (মেঘ)
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

এখনো তাকে পাওয়া যাচ্ছে না। কেউ কোন হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ করবেন প্লিজ।

01954474126
ওর আম্মুর নম্বার

 #ইন্না-লিল্লাহ  রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোর পাশে মাইলস্টোন কলেজের ভিতরে একটি প্রশিক্ষন বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছ...
21/07/2025

#ইন্না-লিল্লাহ
রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোর পাশে মাইলস্টোন কলেজের ভিতরে একটি প্রশিক্ষন বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত ১ জন মারা গেছে। উদ্ধার অভিযান চলছে। ব্যাপক হতাহতের অশঙ্কা করা হচ্ছে
আল্লাহ সকলকে হেফাজত করুন।🤲

উত্তরায় আজ বিমান বিধ্বস্তের ঘটনায় একটা মানুষের শরীরের কি অবস্থা হয়েছে ! আহ্ কি পরিমাণ যন্ত্রণাদায়ক মৃ"ত্যু 🥲  হে আল্ল...
21/07/2025

উত্তরায় আজ বিমান বিধ্বস্তের ঘটনায় একটা মানুষের শরীরের কি অবস্থা হয়েছে ! আহ্ কি পরিমাণ যন্ত্রণাদায়ক মৃ"ত্যু 🥲 হে আল্লাহ যারা আহত হয়েছে তাদের জীবনকে আপনি সহজ করে দিন , আর যারা মৃ"ত্যুবরণ করেছেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন.
Ameen.

Prayers for Uttara Milestone College😪🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
21/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৌমাছির হুল ফুটানো বিষ যে বেশ যন্ত্রণাদায়ক এটা সবারই জানা। কিন্তু সেই বিষেই লুকিয়ে থাকতে পারে ক্যা'ন'সারের বিরুদ্ধে লড়া...
20/07/2025

মৌমাছির হুল ফুটানো বিষ যে বেশ যন্ত্রণাদায়ক এটা সবারই জানা। কিন্তু সেই বিষেই লুকিয়ে থাকতে পারে ক্যা'ন'সারের বিরুদ্ধে লড়াইয়ের এক সম্ভাবনাময় অস্ত্র।

অস্ট্রেলিয়ার হ্যারি পারকিনস ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা এক গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষে থাকা মেলিটিন নামক একটি যৌগ মাত্র এক ঘণ্টার মধ্যেই ব্রেস্ট ক্যান'সা'রের কিছু আক্রমণাত্মক কোষ ধ্বংস করতে সক্ষম। অবাক করার বিষয় হলো এই বিষ আশেপাশের সুস্থ কোষগুলোর উপর তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না।

গবেষণায় বিশেষ করে ট্রিপল-নেগেটিভ এবং এইচইআর ২ পজিটিভ ধরনের ব্রেস্ট ক্যা'ন'সার কোষে মেলিটিনের শক্তিশালী কার্যকারিতা দেখা গেছে। এই দুই ধরনের ক্যা'ন'সার সাধারণত চিকিৎসা প্রতিরোধী এবং মৃ'ত্যু'ঝুঁকি বেশি।

গবেষকদের মতে, মেলিটিন কোষের বাইরের ঝিল্লিতে ছিদ্র তৈরি করে, যার ফলে কোষের ভেতরের কার্যপ্রক্রিয়া দ্রুত ভেঙে পড়ে। শুধু তাই নয়, বিষ প্রয়োগের মাত্র ২০ মিনিটের মধ্যেই এটি ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সংকেত বন্ধ করে দিতে পারে।

এই গবেষণাটি ২০২০ সালে npj Precision Oncology জার্নালে প্রকাশিত হয়। তবে ২৫ এ এসেও মেলিটিন নিয়ে গবেষণা থেমে নেই। কিছু গবেষণায় মেলিটিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

তাই ভবিষ্যতের চিকিৎসায় এটি ব্যবহার করতে হলে অবশ্যই এমন প্রযুক্তি দরকার হবে যা সরাসরি টিউমারকে লক্ষ্য করে বিষ প্রয়োগ করতে পারবে। হয়তো একদিন প্রকৃতিরই এই উপাদান ম'র'ণব্যাধির চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে। (বিজ্ঞান্বেষী)

লেখা: তাসিনুল সাকিফ

19/07/2025

"প্রকৃতি শেখায় ধৈর্য, ভালোবাসা আর ভারসাম্য। 🌿"

দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে মাথায় পানির বোতল ঠেশ দিয়ে জাতীয় সমাবেশে ...
19/07/2025

দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে মাথায় পানির বোতল ঠেশ দিয়ে জাতীয় সমাবেশে যাচ্ছেন সুদূর সাতক্ষীরা থেকে একজন দায়িত্বশীল।

কি আদর্শ আর ভ্রাতৃত্ব তাদের। যত দেখছি মুগ্ধ হচ্ছি। অথচ তিনি পুরো গাড়িতে যতজন ডেলিগেট আছেন সবার দায়িত্বশীল। পারলে ভালো একটি সিটে বসে সুন্দর করে যাইতে পারতেন। কেউ কিছু বলতো না।

এ জামায়াত রুখতে পারে! সাধ্য কার—

আল্লাহ  তুমি সফলতা দান করিও।
19/07/2025

আল্লাহ তুমি সফলতা দান করিও।

এই দুজনকে কে কে মন থেকে ভালোবাসেন।
18/07/2025

এই দুজনকে কে কে মন থেকে ভালোবাসেন।

এই লোককে এটার প্রতিদান আল্লাহ তা’আলা একদম কানায় কানায় পরিপূর্ণ করে দিন। এই জিনিসটা সকলে টাইমলাইনে রেখে দিন। পরবর্তী প্রজ...
18/07/2025

এই লোককে এটার প্রতিদান আল্লাহ তা’আলা একদম কানায় কানায় পরিপূর্ণ করে দিন। এই জিনিসটা সকলে টাইমলাইনে রেখে দিন।

পরবর্তী প্রজন্মের জানার অধিকার আছে কোন গাদ্দার নেক সুরতে কীভাবে ধোঁকা দিয়েছিল, কারা সেক্যুলার রাষ্ট্রের হাতে মসজিদের অথোরিটি তুলে দিয়েছিল।

এই ইতিহাসটা থেকে যাক। অন্তর থেকে বদদুআ রইলো লোকটার জন্য। এই লোকের জন্যই এখন থেকে প্রত্যেকটা মিম্বারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে চলে যাবে।

ইতিহাসের পাতায় লেখা থাকবে এনসিপির আজকের হেডমের কথা❤️
16/07/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে এনসিপির আজকের হেডমের কথা❤️

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে বুধবার সকাল থেকে দফায় দফায় হা*ম*লা, সংঘ*র্ষ, অ*গ্নিসংযোগ এবং গু*লির শ...
16/07/2025

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে বুধবার সকাল থেকে দফায় দফায় হা*ম*লা, সংঘ*র্ষ, অ*গ্নিসংযোগ এবং গু*লির শব্দে র*ণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share