Nahanat Ali Sohel

Nahanat Ali Sohel পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে এগিয়ে যান, সফলতা একদিন আসবে। ইনশাআল্লাহ

যারা ভালো কনটেন্ট  তৈরি করে তাদেরকে সাপোর্ট করা উচিৎ 🥰❤️  কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোক...
28/12/2024

যারা ভালো কনটেন্ট তৈরি করে তাদেরকে সাপোর্ট করা উচিৎ 🥰❤️


কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।
উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন্ট ক্রিয়েটর দরকার। আর যারা ভালো কন্টেন্ট তৈরি করে আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ..!

সংগৃহীত ও সংশোধিত।


#সংগৃহীত #রিমঝিম

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/11/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আমার প্রথম উদ্যোগ, সকলে দোয়া করবেন ।। ধন্যবাদ বাংলার কৃষি ও কথা কে ❤️
13/10/2024

আমার প্রথম উদ্যোগ, সকলে দোয়া করবেন ।।
ধন্যবাদ বাংলার কৃষি ও কথা কে ❤️

"বাংলার কৃষি ও কথা" চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার কৃষি চাষাবাদ,খামার বা কোন পণ্যের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ....

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ❤️
05/10/2024

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ❤️

😌
04/10/2024

😌

আমারও এরকম মান চায় 🤔😂
04/10/2024

আমারও এরকম মান চায় 🤔😂

30/09/2024

বোর্ডের যদি সামর্থন থাকে প্লেয়ার কে নিরাপত্তা দেওয়ার তাহলে বোর্ডের দরকার নাই?

প্রথমে বলে রাখি, ব্যক্তিগতভাবে আমি সাকিবের ফ্যান না!!

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তী। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তার অবিস্মরণীয় সাফল্য এবং বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে বাংলাদেশ কে চিনিয়েছে। বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটপ্রেমী মানুষের মনে খেলা দিয়ে মন জয় করে নিয়েছে ।। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে রয়েছে অসংখ্য ভক্ত ।।
আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। তার আশেপাশে নেই কেউ। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। তার রেকর্ডের কথা বলতে গেলে শেষ করা যাবে না ।।

যেমন তার রেকর্ড হয়েছে তেমনি রয়েছে সমালোচনাও ।। সময়ে অসময়ে এসেছে অনেক সমালোচনা ।

আমার মনে হয় রাজনীতি জীবনে আসা তার জীবনের শেষ সেরা ভুল ছিল ।।
যাইহোক, মানুষের ভূলগুলো আমরাও ভূলে যাব। ভূল থেকে শিক্ষা নেব।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হুট করেই সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন, টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। বিষয়টার সাকিবের ভক্তদের কাছে আকাশ ভেঙ্গে পড়ার মতো। আবার অনেক অনেকে ভাবছে বিবিসির সাকিবের নিরাপত্তা নিয়ে কথা বলার কারনেই তার হয়তো এরকম প্রতিক্রিয়া। দেশের কিংবা দেশের বোর্ডের প্রতি অভিমান করে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে।।

এখানে নিরাপত্তার বিষয়টিও আমার কাছে কিছুটা খটকা লেগেছে শুধু সাকিব কেন? উচিত হবে সকল খেলোয়াড় কে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া।

We will miss you Shakib Al Hasan

©নেহানত

20/09/2024

বায়তুল মোকাররম মসজিদে হামলা

লিংক কমেন্ট এ

মানবতা আজ কোথায়? এক প্লেট ভাতের মূল্য কতো?জীবন দিয়ে এক প্লেট ডাল ভাতের মূল্য দিতে হয়। এর আগে তো তা আমার জানা ছিলো না। আজ...
19/09/2024

মানবতা আজ কোথায়?

এক প্লেট ভাতের মূল্য কতো?

জীবন দিয়ে এক প্লেট ডাল ভাতের মূল্য দিতে হয়।

এর আগে তো তা আমার জানা ছিলো না।

আজ কের পর কখনো কোথাও এক প্লেট ডাল ভাত খেল জিগ্যেস করে নিবো যে ভাতের মূল্য টা আমার জীব দিয়ে শোধ করতে হবে নাকি.....????

17/09/2024

ত্রাণের ১১ কোটি টাকা নিয়ে যেভাবে প্রশ্ন করা হচ্ছে, এরকম প্রশ্ন যদি গত ১৬ বছর করা হতো তাহলে লক্ষ কোটি টাকা দেশেই থাকতো!

Address

Fulgach, Lalmonirhat/5500
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Nahanat Ali Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category