আমাদের হালচাল

আমাদের হালচাল Welcome to our page News portal “amaderhalchal” with a promise to spread objective news. T

সাঘাটায় বজ্রপাতে একজনের মৃত্যুসাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন এর দীঘলকান্দী  গ্রামের আলহাজ্ব  মকবুলে ছেলে আব্দুল আজিজ (৪৫) ...
05/10/2025

সাঘাটায় বজ্রপাতে একজনের মৃত্যু

সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন এর দীঘলকান্দী গ্রামের আলহাজ্ব মকবুলে ছেলে আব্দুল আজিজ (৪৫) এর মৃত্যু হয়।
জানাযায় তিনি অদ্য সকাল অনুমান সাড়ে ১১ টার সময় তার বাড়ীর পাশের একটি জমিতে বৃষ্টির মাঝে ধান লাগাই যায়।,সেখানে হঠাৎ তার উপর বজ্রপাত পরে গুরুত্বর অসুস্থ অবস্থায় মাটিতে শুয়ে পরে।
স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে হঠাৎ মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি আজিউন)।
মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী রেখে না ফেরার দেশে চলে গেলেন।
তার অকাল মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে।

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন ! ড. ইউনূস সরকারের একজন উপদেষ্টার প্রেমে আমি এক বছর ধরে হাবুডুবু খাচ্ছিলাম। ...
29/09/2025

অরণ্যে আওয়ামী লীগ, রাস্তায় গর্ভপাতের উন্নয়ন !

ড. ইউনূস সরকারের একজন উপদেষ্টার প্রেমে আমি এক বছর ধরে হাবুডুবু খাচ্ছিলাম। ভদ্রলোক উপদেষ্টা হওয়ার পূর্বে ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন এবং আমার সঙ্গে বন্ধু তালিকায় যুক্ত ছিলেন। তিনি প্রথম আলোতে নিয়মিত লিখতেন। তাঁর কয়েকটি নিবন্ধ পড়েছিলাম। সেগুলোর মধ্যে প্রয়াত জামায়াত নেতা শাহ আবদুল হান্নানকে নিয়ে তাঁর স্মৃতিচারণমূলক লেখাটি আমাকে নিদারুণভাবে মোহিত করেছিল। ফলে তিনি যেদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারূপে শপথ নিলেন তখন মুহাম্মদ ফাওজুল কবির খান সম্পর্কে আমি ভীষণ আশাবাদী হয়ে উঠলাম। পরে যখন দেখলাম তিনি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তখন আমার আশাবাদের পরিধি বেড়ে গেল।

আমি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এবং একই কমিটির তিনটি সাবকমিটির চেয়ারম্যান ছিলাম। অন্যদিকে বিদ্যুৎ-খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কেও আমার জানাশোনা কম ছিল না। কারণ আমার নির্বাচনি এলাকায় মার্কিন কোম্পানি শেভরন তেল-গ্যাসের একটি কূপ খনন করছিল, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয় তা সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে যে উচ্চপর্যায়ের কমিটি হয় সেখানে আমি ছিলাম মেম্বার সেক্রেটারি। ফলে মন্ত্রী-সচিব-জেলা প্রশাসকসহ গোয়েন্দা কর্তাদের পাশাপাশি শেভরনের কর্তা ও মার্কিন দূতাবাস কর্তাদের সঙ্গে বৈঠকের সুযোগ হয়েছিল। ফলে ফাওজুল কবির খানের মন্ত্রণালয়গুলোর অনেক কিছুই আমার মুখস্থ।

আমি জানি উল্লেখিত মন্ত্রণালয়গুলোর দুর্নীতি, অনিয়ম এবং একই সঙ্গে ভালো কাজ করার অবারিত সুযোগ সম্পর্কে। সুতরাং দায়িত্ব লাভের পর জনাব কবির যেভাবে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন তা শুনে আমার কান শীতল হতে আরম্ভ করল। তাঁকে টেলিভিশনের পর্দায় দেখলে আমার নয়ন জুড়িয়ে যেত এবং হৃদয়ে প্রশান্তি চলে আসত। কারণ আমি জানি যে ফাওজুল কবিরের একটি সিদ্ধান্তই দেশের সড়ক মেরামতের জন্য যথেষ্ট অথবা বিদ্যুতের লোডশেডিং কমানোর যে ম্যানেজমেন্ট তা মন্ত্রণালয়ের বড় কর্তার দক্ষতা-অভিজ্ঞতার ওপর নির্ভর করে।

আমি গত চার-পাঁচ বছর ঢাকার বাইরে যাইনি। ফলে ঢাকার রাস্তাঘাটে এবং বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ দেখে মনে হচ্ছিল যে এক বছর ধরে জনাব কবির তাঁর মন্ত্রণালয় অসাধারণভাবে চালাচ্ছেন। কিন্তু কয়েক দিন আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গহিনের একটি রিসোর্টে সপরিবার বেড়াতে গিয়ে যে দুর্ভোগ-দুর্দশায় পড়েছিলাম এবং যেভাবে অসুস্থ হয়ে ঢাকায় ফিরতে বাধ্য হলাম তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আজকের নিবন্ধের অন্য প্রসঙ্গে চলে যাব। আপনি যদি ঢাকা থেকে টাঙ্গাইল চলে যেতে চান তবে সবচেয়ে সহজ রাস্তা হলো সাভারের নবীনগর হয়ে ইপিজেড সড়ক দিয়ে বিকেএসপি পার হয়ে টাঙ্গাইল মহাসড়কে পৌঁছানো।

১৯৮৬ সাল থেকে নিয়মিত ঢাকা থেকে বিকেএসপি যাতায়াত করে আসছি। বিশেষ করে নতুন ইপিজেডসংলগ্ন মেইন রোডে আমার একটি কম্পোজিট টেক্সটাইল থাকায় আমি সপ্তাহে তিন-চার দিন টানা দশ বছর ওই পথের যাত্রী ছিলাম। ফলে আমার চব্বিশ বছরের অভিজ্ঞতার আলোকে দিব্যি করে বলতে পারি যে নবীনগর-ইপিজেড সড়কের নবীনগর অংশের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে বাইপাইল মোড় এবং সেখান থেকে বিকেএসপি পর্যন্ত রাস্তার যে বেহাল দেখলাম তা অতীতে কখনো কল্পনাও করা যেত না। আমি পৃথিবীর অনেক অনুন্নত এবং কয়েকটি অসভ্য দেশও ভ্রমণ করেছি কিন্তু ফাওজুল কবিরের মন্ত্রণালয়ের অধীন এমন অসভ্য সড়ক কোথাও দেখিনি। অথচ মাত্র তিন-চার কোটি টাকার মেরামত করলে দৈনিক শত শত কোটি টাকার জাতীয় ক্ষতি এড়ানো সম্ভব।

উল্লেখিত রাস্তার দুরবস্থার সামান্য কিছু চিত্র বর্ণনা করছি। সংশ্লিষ্ট রাস্তায় দিনরাত ঘণ্টার পর ঘণ্টা জ্যাম লেগে থাকে। রাস্তার ওপর অসমাপ্ত এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রয়েছে। নিচে খানাখন্দ ধুলোবালি, ব্যারিকেড, মলমূত্র, লোকজনের খিস্তিখেউর, গালাগাল, হইচই এবং যানবাহনগুলোর গুতোগুতি। ড্রাইভার-হেলপারদের মারামারি এবং মাঝেমধ্যে গাড়ি বিকল হয়ে যাওয়াসহ যেসব বিপত্তি ঘটে তা একত্র করলে একটা বড় বড় জাহান্নাম হয়ে যাবে। ওই রাস্তায় গর্ভবতীর গর্ভপাত ঘটে বয়স্ক লোকেরা হেগেমুতে একাকার করে ফেলে শ্বাসকষ্ট ও অ্যাজমার রোগীরা জ্ঞান হারায়। অ্যালার্জির রোগীরা নিজের শরীর চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে এবং সুস্থসবল মানুষেরা মাথাব্যথায় আক্রান্ত হয়ে যেভাবে বমি করে দেয় তার কিছু নমুনা সংগ্রহ করে যদি মন্ত্রণালয় কর্তাদের টেবিলে, শোয়ার রুমে অথবা তারা যখন খোশগল্পে মেতে ওঠেন তখন পরিবেশন করতে পারতাম, তবে আমার দুঃখ কিছুটা হলেও কমত।

রাস্তার প্রসঙ্গ বাদ দিয়ে এবার বিদ্যুৎ প্রসঙ্গে কিছু বলা যাক। আমরা যে রিসোর্টে ছিলাম সেটি সখীপুর উপজেলার গহিন অরণ্যের মধ্যে এক শ বিঘা জমির ওপর নির্মিত। কক্সবাজারের বিখ্যাত পাঁচ তারকা হোটেল সিগ্যাল কর্তৃপক্ষ সিগ্যাল ভিলেজ নামে বিশাল এই পাঁচ তারকা মানের রিসোর্টটি নির্মাণ করতে গিয়ে কত শত কোটি টাকা বিনিয়োগ করেছে তার কোনো ইয়ত্তা নেই। পর্যটকদের বিনোদন ও আরামদায়ক অবস্থানে কোনো ত্রুটি তাদের নেই। কিন্তু ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে তারা যে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে তা সামাল দিতে না পারলে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাবে। আমি যে কদিন সেখানে ছিলাম সেই সময়ে দৈনিক ২৩-২৪ বার বিদ্যুৎ আসা-যাওয়া করত। দিনরাতের চার ভাগের তিন ভাগ সময় জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটে লাইট-ফ্যান-এসি-টিভি-ফ্রিজসহ স্বয়ংক্রিয় জেনারেটরগুলোও নষ্ট হয়ে যায়। অতিথিরা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং রেস্টুরেন্টের ফ্রিজগুলোতে রক্ষিত খাবারদাবার নষ্ট হয়ে যায়। সেখানকার মালিক-কর্মচারীদের মধ্যে যে হতাশা, তা দেখার পর আমার পুরো ভ্রমণটিই মাটি হয়ে যায়। রিসোর্টটিতে ৭৫টি পাঁচ তারকা মানের রুম রয়েছে। আমি যেদিন গেলাম সেদিন পুরো রিসোর্টে আমি একাই মেহমান ছিলাম। অথচ আমাকে সেবা দেওয়ার জন্য ৯০ জন নিয়মিত স্টাফ নিয়োজিত ছিলেন। সেখানে থাকার সময় আমার বারবার মনে হয়েছে- ইস! মাননীয় উপদেষ্টা যদি আমার ভ্রমণসঙ্গী হতেন এবং রিসোর্টে যদি আমরা পাশাপাশি কামরায় থাকতে পারতাম তাহলে ওনার অসিলায় হয়তো দিনে একবারও লোডশেডিং হতো না।

আমি যে কদিন সখীপুরে ছিলাম সে কদিন সকাল-বিকালে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। কখনো গহিন অরণ্যের মাঝে কোনো গৃহস্থের ঘরে আবার বিলের মধ্যে আপন মনে শাপলা তুলতে ব্যস্ত সত্তরোর্ধ্ব অভাবী বৃদ্ধদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ, রাজনীতি, ভোট, নির্বাচন- আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত নিয়ে কথা বলেছি। বিলের মধ্যে সকাল থেকে রাত অবধি একটি ছইবিহীন ডিঙি নৌকায় ভেসে যে জেলে মাছ ধরছিলেন তার সঙ্গে কথা বলেছি। বনের মধ্যে ছোট্ট মাঠে কিশোরেরা ফুটবল খেলছে রাস্তায় কয়েকটি পাগল, কয়েকজন অটিস্টিক কিশোর এবং স্কুলগামী বালক-বালিকাদের বেশভূষা দেখে অনুধাবনের চেষ্টা করেছি- দেশটা আসলে কোথায় যাচ্ছে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে- অভাব অভিযোগ-হতাশা-ক্ষোভ ও বঞ্চনার নতুন ইতিহাস আমাদের ভয়ংকর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।

আমি কয়েকজন স্থানীয় বয়স্ক নারী-পুরুষের সঙ্গে কথা বললাম। পিআর পদ্ধতি, জামায়াত-বিএনপি-এনসিপি বা ড. ইউনূস সম্পর্কে তাদের কোনো আগ্রহ নেই। পুরো এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করেন যাদের বেশির ভাগই দরিদ্র। মুসলমানরাও দরিদ্র কিন্তু তাদের হতাশা ও ক্ষোভ হিন্দুদের চেয়ে বেশি। অবস্থাদৃষ্টে মনে হলো, পুরো এলাকার মানুষ গোপালগঞ্জের মতোই আওয়ামী লীগ ভক্ত। সেখানকার সাধারণ মানুষ নেতা বলতে বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক প্রয়াত এমপি শওকত মোমেন শাহজাহানকেই চেনেন। রিসোর্টের তিন-চার বর্গকিলোমিটার এলাকার প্রায় মানুষই জানে না- ভবিষ্যতে বিএনপির মনোনয়ন কে পাবে এবং আরও অবাক করার বিষয় হলো তাদের কেউই বিএনপির এমপি প্রার্থীদের নাম জানে না। আমি বেশ কয়েকজনকে বিএনপির প্রার্থীদের সম্পর্কে বারবার জিজ্ঞাসা করলে একজন মুরুব্বি বিরক্তি নিয়ে বললেন, সখীপুরে কেউ নেই শুনেছি বাসাইল থেকে একজন দাঁড়াবে। এই যদি হয় আওয়ামী লীগ-অধ্যুষিত প্রত্যন্ত দুই-তিনটি ইউনিয়নে বিএনপির দশা তবে সেখানে জামায়াত-এনসিপি বা ড. ইউনূসের কি দশা তা অনুধাবনের জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার নেই।

লেখক : গোলাম মাওলা রনি
দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সেপ্টেম্বর ২৯, ২০২৫

রৌমারীতে মানসিক ও শারীরিক নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা।কুড়িগ্রামের রৌমারীতে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে ও মানস...
28/09/2025

রৌমারীতে মানসিক ও শারীরিক নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা।

কুড়িগ্রামের রৌমারীতে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে ও মানসিক-শারীরিক নির্যাতনের কারণে সনেকা বেগম (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুখেরবাতি গ্রামের সন্তাজ মোল্লার ছেলে কালাচান মোল্লার সঙ্গে চরশৌলমারী বাজারপাড়া গ্রামের মোক্তব আলীর মেয়ে সনেকা বেগমের বিয়ে হয় প্রায় ২০ বছর আগে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেলেও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার দিন সনেকা বেগম আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সন্ধ্যার আগে নিজ বাড়িতে ফেরেন। এসময় তিনি জানতে পারেন স্বামী কালাচান আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী কালাচান, তার বড় ভাই সবুর আলীসহ পরিবারের সদস্যদের সঙ্গে সনেকার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

অসহনীয় নির্যাতনের শিকার হয়ে সনেকা বেগম স্বামীর প্রতি ক্ষোভে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলেও স্বামী তাকে সেখানে না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। পরে সন্ধ্যায় সনেকা বেগমের মৃত্যু হয়।

স্ত্রীর মৃত্যুর পর থেকে স্বামী কালাচান, দ্বিতীয় স্ত্রী, বড় ভাই সবুর আলীসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহতের বাবা মোক্তব আলী অভিযোগ করে বলেন, “দ্বিতীয় বিয়ের পর থেকেই আমার মেয়েকে গালিগালাজ ও মারধর করা হতো। অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে আমি বিশ্বাস করি, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমি ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সাঘাটায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ পিতা-পুুত্র আটক সাঘাটার উল্যা ভরতখালী বাজারে যৌথ বাহিনীর অভিযানে...
25/09/2025

সাঘাটায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ও যৌন উত্তেজক
ট্যাবলেটসহ পিতা-পুুত্র আটক

সাঘাটার উল্যা ভরতখালী বাজারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ পিতা ও পুত্রকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বোনারপাড়া অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহসিন তামিমের নেতৃত্বে উল্যা ভরতখালী বাজারের একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে নেশা জাতীয় নাইস মুলিড বাবা ১ হাজার ২শ পিচ, ৯২পিচ টারপেন্ডাসহ ৪ লক্ষ টাকা মুল্যমানের নিষিদ্ধ বিভিন্ন ঔষধ জব্দ করা হয়।

এ সময় হেলাল মিয়া(৫০)ও তার ছেলে শাওনকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃতদের সাঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

গাইবান্ধা এন,এইচ মর্ডাণ সঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা তাসমিন আরা নাজ (৪৪) এর ম-রদেহ ঘাঘট নদী থেকে উদ্ধার। কিছুদি...
16/09/2025

গাইবান্ধা এন,এইচ মর্ডাণ সঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা তাসমিন আরা নাজ (৪৪) এর ম-রদেহ ঘাঘট নদী থেকে উদ্ধার। কিছুদিন আগে আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মর্ডাণে যোগদান করেন এবং তিনি অবিবাহিত ছিলেন ন বলে তথ্য পাওয়া যায়

16/09/2025

ভাংগরি হামিরদী ও আলগীর সীমানা নিয়ে চলোমান আন্দোলন চলাকালে ট্রেন আকটে পরায়। হামিরিদী এলাকা বাসীর পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করেছে আন্দোলন কারিরা।

15/09/2025

স্ত্রী কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি
গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়া লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে।তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি।
পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সংকটের কারণে সম্প্রতি স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন গত তিন মাস পূর্বে লিটন ফারাজিকে।দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন ফারাজি।ক্ষোপ আক্ষেপ প্রকাশ করে সোমবার দুপুরে নিজ বাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন ফারজি।ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়।লিটন ফারাজি একই ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেন এর কন্যা লাভলী বেগম।স্থানীয়রা জানান,গত প্রায় ২৫ বছর পূর্বে লিটন ফারাজির সাথে গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের সাথে বিয়ে হয়।দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে।তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগে যায়।সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে।বিবাহ বিচ্ছেদের পর লিটন ফারাজিকে দুধ দিয়ে গোসল করে দেয় তার পরিবারের লোকজন।
এনিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।এটি কুসংস্কারের বহিঃপ্রকাশ,কেউ বলছে নিরব প্রতিবাদ।বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে'পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়াছেন।এলাকাবাসী সামনে ৪০ কেজি গরুর খাটি দুধ ঢেলে,গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে,সামাজিক যোগাযোগ মাধ্যমে।এ বিষয়ে লিটন ফারাজি বলেন,আমার বিশ্বাস,এই কাজের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজে কে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ ঘটনাটি সবার নিকট চাঞ্চল্যের সৃষ্টি করেছে।অনেকেই বিষয়টিকে হাস্যকর বলছেন কেউ কেউ বলছেন এ ধরনের কুসংস্কার থেকে সমাজকে বের হতে হবে।এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন,বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।

আজ ডোমার  নীলফামারীতে থেকে ছেড়ে  আসা রব্বানী পরিবহন রংপুর বাস টার্মিনালের সামনে সড়ক দূর্ঘটনা হয় ,এতে অনেক যাত্রী আহত  হয...
12/09/2025

আজ ডোমার নীলফামারীতে থেকে ছেড়ে আসা রব্বানী পরিবহন রংপুর বাস টার্মিনালের সামনে সড়ক দূর্ঘটনা হয় ,এতে অনেক যাত্রী আহত হয়েছে।

11/09/2025

শ্রীমঙ্গলে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা।

আজ সকাল ৬টায় সাঘাটা-গাইবান্ধা রোডে উদয়নের সামনে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। চালক...
11/09/2025

আজ সকাল ৬টায় সাঘাটা-গাইবান্ধা রোডে উদয়নের সামনে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। চালক ভেতরে আটকে আছেন, ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। হেলপার দিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গাইবান্ধা #সড়কদুর্ঘটনা #সাঘাটা #ফায়ারসার্ভিস #ব্রেকিংনিউজ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাংলাদেশ জাতীয়...
03/09/2025

ঠাকুরগাঁওয়ে রুহিয়া বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। (বুধবার ৩) সেপ্টেম্বর বিকালে রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার -এর সভাপতিত্বে ও রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন। ওবায়দুল্লাহ মাসুদ সহ-সভাপতি জেলা বিএনপি ঠাকুরগাঁও, আল মামুন আলম সহ-সভাপতি জেলা বিএনপি ঠাকুরগাঁও, পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, আনছারুল হক যুগ্ন সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, আব্দুল হান্নান (হান্নু) যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, জাফরুল্লাহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, মতিউর রহমান মতি চেয়ারম্যান ২২নং সেনুয়া ইউনিয়ন পরিষদ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, কাজী মোহাম্মদ আজমির সাংগঠনিক সম্পাদক সদর থানা বিএনপি, আব্দুল মালেক মানিক সিনিয়র সহ-সভাপতি রুহিয়া থানা বিএনপি, চৌধুরী মোঃ মোহেবুল্লাহ আবুনুর সাবেক সভাপতি জেলা যুবদল ঠাকুরগাঁও ও সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রমুখ। বক্তারা বিএনপির ইতিহাস, সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে আনন্দ র‍্যালি বের করে প্রধান প্রধান সড়়ক প্রদিক্ষন করে রুহিয়া বিএনপি অফিসে গিয়ে শেষ হয়।

28/08/2025

ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে একাত্মতা পোষণ করল ডুয়েটের শিক্ষার্থীরা

Address

Modern More
Rangpur
5404

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের হালচাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের হালচাল:

Share