
20/09/2025
মাশাআল্লাহ 🥺💙
একটা রঙ মেলাতে কত সময় লাগে জানেন?
- কখনো কখনো কয়েক মিনিট নয়, ঘণ্টার পর ঘণ্টা লাগে।শুনতে অবাক লাগলেও, আমার এই প্লেটের কাজটা করতে গিয়ে প্রতিটি শেড মিলাতে হয়েছে বারবার। হয়তো বাইরে থেকে দেখলে স্রেফ নীল, সবুজ বা হলুদ মনে হয়—কিন্তু প্রতিটি জায়গায় ছোট্ট ছোট্ট ভিন্নতা আছে।কাজ করার সময় কনফিউজড ছিলাম আদৌ রেফারেন্সের ধারেকাছেও হবে কিনা।ইন শা আল্লাহ পরবর্তীতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো।
রেফারেন্স দেখে আঁকাটা অনেকেই সহজ ভাবে নেন। আসলে এটা অনেক বেশি চ্যালেন্জিং। কারণ কেবল ডিজাইন কপি করাই নয়, সেই রঙ, সেই অনুভূতি, সেই ব্যালান্সটা ঠিকমতো আনা—এটাই আসল চ্যালেঞ্জ।
এই কাজটার পেছনে ছিলো আমার ধৈর্য্য, যত্ন আর ভালোবাসা। হয়তো লাইক-কমেন্টে সেটা পুরোপুরি বোঝানো যায় না, কিন্তু যেকোনো মানুষ যখন এই প্লেট হাতে নিবে, তখন আমার সময় আর পরিশ্রমের মূল্যটা একটু হলেও বুঝতে পারবে ইন শা আল্লাহ ।
শিল্প শুধু চোখে দেখা রঙ নয়, এটা একেকজন শিল্পীর ভেতরের গল্প."_ 🎨💙
- আকুঁনির ক্যানভাস
Main Artist : Zina kurbanova
Mentor : চিত্রকল্প-by Ritu'Shanto