15/10/2025
যারা নতুন মা হচ্ছেন, বা মা হওয়ার প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ডেলিভারি প্রসেস নিয়ে একটু শঙ্কিত, তাদের জন্য একটা আশার কথা বলি হ্যাঁ?
সব ঠিক থাকলে নরমাল ডেলিভারীর মত বেস্ট প্রসেস কোনকিছুই হইতে পারেনা, আর এজন্য প্রেগ্ন্যাসির শুরু থেকে নরমাল ডেলিভারি এক্সপার্ট গাইনোকলজিস্টেরও দরকার নাই। শুধু দুইটা জিনিস লাগবে:
১। আল্লাহর কাছে দুয়া করার সাথে সাথে নিজের উপর কনফিডেন্ট হওয়া,
২। আজাইরা যেকোনো ক্লিনিকে গিয়ে দালালদের খপ্পরে না পরে নিজেদের সদর হসপিটালে যোগাযোগ করা। 😊
সদর শুনে অনেকেই নাক সিটকাবে, আমারও তাই হয়েছিলো।বাট হু কেয়ার্স? আমি সদরে না গিয়ে ছোট-খাট বা নামিদামী যেকোনো ক্লিনিকে গেলেই আমাকে বলতো পানি নাই, বাবুর পজিশন ঠিক নাই, এক্ষুণি সি-সেকশন করতে হবে, নাহলে বাবুকে বাঁচানো যাবেনা ব্লা ব্লা ব্লা... অনেক কথা বলেই ভয় দেখাতো।
আমি শুরু থেকেই আমার নরমাল ডেলিভারীর ব্যাপারে অনড় ছিলাম, আল্লাহর কাছে দুয়া করেছি, এবং শুরুতে আমার লো-লাইন প্লাসেন্টা থাকার পরেও ফাইনালি আল্লাহর ইচ্ছায় মেহুপাখি নরমাল ডেলিভারীর প্রসেসেই দুনিয়ায় এসেছে আলহামদুলিল্লাহ।
আপনাকে বুঝতে হবে কোনটা সিন্ডিকেট, কোনটা ভয় দেখানো, কোনটা সত্যি। সেজন্য ডাক্তারকে রিপোর্টের খুঁটিনাটি জিজ্ঞাসা করবেন, রিপোর্ট দেখা শিখবেন। (আমার ননাস ডাক্তার হওয়ায় এই প্যারাটা আমার নিতে হয়নি আলহামদুলিল্লাহ।)
আমি রংপুরে থাকি, নামী-দামী ক্লিনিক, আল্লাহর রহমতে টাকা পয়সার অভাবও নাই, তার উপর একটা ওয়েল এডুকেটেড মেয়ে, ননাস ডাক্তার, আমার ক্ষেত্রে নিয়শ্চই আমি না বুঝে সিদ্ধান্ত নিইনি। 🫰
স্টিল সদরের কথা শুনে সবাই নাক সিটকায়, কিন্তু আমার হাসি পায়।🥹
নতুন মায়েরা যদি সাহস সঞ্চয়ের জন্য আমার সেই গল্প শুনতে চান আমি বলব। ❣️
ছবিতে আমার একমাসের মেহুপাখি আর ননাসের মেয়ে। আমরা মেহুর অন্য এক ফুপির বিয়ে খেতে গেসিলাম।