চিত্রকল্প-by Ritu'Shanto

চিত্রকল্প-by Ritu'Shanto Assalamualaikum, I'm Ritu & Welcome to চিত্রকল্প! Welcome to a world where every brushstroke tells a story.

We specialize in hand-painted masterpieces (Canvas, Turkish theme Ceramic painting) that bring beauty and individuality to your space.

ম্যাজিক!🫣খাওয়া-দাওয়ার রুচি একদমই নাই, গলা দিয়ে কোনভাবেই খাবার নামেনা।দিন দিন শুটকি হয়ে যাচ্ছিলাম। খাইতে বসলেই অভিযোগ, খে...
17/10/2025

ম্যাজিক!🫣
খাওয়া-দাওয়ার রুচি একদমই নাই, গলা দিয়ে কোনভাবেই খাবার নামেনা।
দিন দিন শুটকি হয়ে যাচ্ছিলাম। খাইতে বসলেই অভিযোগ, খেতে পারিনা কিছুই। 🙂

হঠাৎ সাহেব ছবির এই সিরাপ টা এনে দিসে সেদিন। পুরাই ম্যাজিক! 😳
এখন ঘুমের মধ্যেও খেতে ইচ্ছা করে৷ কিসের সাথে কি মিলায় খাচ্ছি জানিনা, সবই মজা লাগে। 🤣
শুটকি থেকে গুলুমুলুও হইসি এট্টুখানি আলহামদুলিল্লাহ। 😐

গলা পর্যন্ত খাবার, আর জায়গা নাই, তবু খেতে ইচ্ছা করে। এইসব কি ধরনের ইয়ার্কি? 😑

আর এইসব সিরাপ খাওয়া কি আসলেই সেইফ আপালোগ? 😑

কতদিন কাজের কাছে নাই, কাজছাড়া আমার অবস্থা পাগল পাগল....অর্ডার নাই এরকম না, গোছগাছে কিছুই করার সময় পাচ্ছিনা। 🙂
17/10/2025

কতদিন কাজের কাছে নাই, কাজছাড়া আমার অবস্থা পাগল পাগল....
অর্ডার নাই এরকম না, গোছগাছে কিছুই করার সময় পাচ্ছিনা। 🙂

আমার প্রিয় ফ্রেম...❣️🫰আল্লাহুম্মা বারিক
17/10/2025

আমার প্রিয় ফ্রেম...❣️🫰
আল্লাহুম্মা বারিক

তুমি হয়তো বুঝতে পারছো না কেন এটা তোমার সাথে হলো। কিন্তু আল্লাহ বলেন: “হয়তো তুমি কিছু জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমার জন্...
17/10/2025

তুমি হয়তো বুঝতে পারছো না কেন এটা তোমার সাথে হলো।

কিন্তু আল্লাহ বলেন:
“হয়তো তুমি কিছু জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর ।”

আল কুরআন (২:২১৬)

আল্লাহুম্মা বারিক।
জুম্মা মুবারক। 🌸

The Art & Craft - CrystaL পেইজে সিলিকন মোল্ড এর জন্য অর্ডার কনফার্ম করেছি সোমবার। (১৫০/- চার্জ বিকাশ করে।) মেসেজের পর মে...
16/10/2025

The Art & Craft - CrystaL পেইজে সিলিকন মোল্ড এর জন্য অর্ডার কনফার্ম করেছি সোমবার। (১৫০/- চার্জ বিকাশ করে।)
মেসেজের পর মেসেজ দিয়েও স্টিল কোন রেস্পন্স নাই। 😊
সমস্যাও জানায় না, শুধু মেসেজ সিন করে রাখে। Worst experience ever.

এদিকে মোল্ডগুলো আমার ইমার্জেন্সি প্রয়োজন।

এডিট: ফাইনালি মেসেজ দিয়েছে। ডিসপ্যাচ করেছে

Gypsum products from: Shaje's Adorn House

এত্তগুলা পেন হোল্ডার, তবু এসব দেখলে লোভ সামলাতে পারিনা। 🙃আমি এত পঁচা কেনওওওওওওও!!! 😭RFL Best Buy থেকে নিসি। এত্ত কুটু মা...
15/10/2025

এত্তগুলা পেন হোল্ডার, তবু এসব দেখলে লোভ সামলাতে পারিনা। 🙃
আমি এত পঁচা কেনওওওওওওও!!! 😭

RFL Best Buy থেকে নিসি। এত্ত কুটু মাশাআল্লাহ। 🫰❣️

ফেসবুকে ইদানীং অনেক আরবি/ফার্সি, উর্দু শব্দযুক্ত পোস্ট ঘুরে বেড়াচ্ছে। এসব পোস্ট পড়তে গিয়ে অনেকেই এমন শব্দের মুখামুখি হয়ে...
15/10/2025

ফেসবুকে ইদানীং অনেক আরবি/ফার্সি, উর্দু শব্দযুক্ত পোস্ট ঘুরে বেড়াচ্ছে। এসব পোস্ট পড়তে গিয়ে অনেকেই এমন শব্দের মুখামুখি হয়ে অর্থ উদ্ধার করতে না পেরে ঝামেলায় পড়ছেন। তাদের জন্য এই অধমের পক্ষ থেকে বেশ কিছু পোস্ট ঘেঁটে নিজের বাল্যকালের জ্ঞান থেকে খিদমাতে সগীরা মানে ছোট একটু আয়োজন।

© আরিফ হাসান বাণী

আমি কয়েকটা জানতাম আর কয়েকটা আন্দাজে ধরে নিয়েছি কি হবে। 🙁

২০২১ সালের কাজ! 🥺পুরা ২০" রাউন্ড একটা ক্যানভাসে করা। দাম ছিল মাত্র ৫৫০০/- ❣️আল্লাহুম্মা বারিক 🫰ছবি নিয়ে কোথাও আপলোড করবে...
15/10/2025

২০২১ সালের কাজ! 🥺
পুরা ২০" রাউন্ড একটা ক্যানভাসে করা।
দাম ছিল মাত্র ৫৫০০/- ❣️

আল্লাহুম্মা বারিক 🫰

ছবি নিয়ে কোথাও আপলোড করবেন না। রিক্রিয়েট করে আপলোড করবেন ইনশাআল্লাহ। ❤️

আমরা মা মেয়ে শুধু বই ই কিনি আলহামদুলিল্লাহ। 🥹Books from: Ela's Book Shop Group Flower & bucket bag from: Shop Nest
15/10/2025

আমরা মা মেয়ে শুধু বই ই কিনি আলহামদুলিল্লাহ। 🥹
Books from: Ela's Book Shop Group
Flower & bucket bag from: Shop Nest

যারা নতুন মা হচ্ছেন, বা মা হওয়ার প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ডেলিভারি প্রসেস নিয়ে একটু শঙ্কিত, তাদের জন্য একটা আশার কথা ব...
15/10/2025

যারা নতুন মা হচ্ছেন, বা মা হওয়ার প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ডেলিভারি প্রসেস নিয়ে একটু শঙ্কিত, তাদের জন্য একটা আশার কথা বলি হ্যাঁ?

সব ঠিক থাকলে নরমাল ডেলিভারীর মত বেস্ট প্রসেস কোনকিছুই হইতে পারেনা, আর এজন্য প্রেগ্ন্যাসির শুরু থেকে নরমাল ডেলিভারি এক্সপার্ট গাইনোকলজিস্টেরও দরকার নাই। শুধু দুইটা জিনিস লাগবে:
১। আল্লাহর কাছে দুয়া করার সাথে সাথে নিজের উপর কনফিডেন্ট হওয়া,
২। আজাইরা যেকোনো ক্লিনিকে গিয়ে দালালদের খপ্পরে না পরে নিজেদের সদর হসপিটালে যোগাযোগ করা। 😊

সদর শুনে অনেকেই নাক সিটকাবে, আমারও তাই হয়েছিলো।বাট হু কেয়ার্স? আমি সদরে না গিয়ে ছোট-খাট বা নামিদামী যেকোনো ক্লিনিকে গেলেই আমাকে বলতো পানি নাই, বাবুর পজিশন ঠিক নাই, এক্ষুণি সি-সেকশন করতে হবে, নাহলে বাবুকে বাঁচানো যাবেনা ব্লা ব্লা ব্লা... অনেক কথা বলেই ভয় দেখাতো।

আমি শুরু থেকেই আমার নরমাল ডেলিভারীর ব্যাপারে অনড় ছিলাম, আল্লাহর কাছে দুয়া করেছি, এবং শুরুতে আমার লো-লাইন প্লাসেন্টা থাকার পরেও ফাইনালি আল্লাহর ইচ্ছায় মেহুপাখি নরমাল ডেলিভারীর প্রসেসেই দুনিয়ায় এসেছে আলহামদুলিল্লাহ।

আপনাকে বুঝতে হবে কোনটা সিন্ডিকেট, কোনটা ভয় দেখানো, কোনটা সত্যি। সেজন্য ডাক্তারকে রিপোর্টের খুঁটিনাটি জিজ্ঞাসা করবেন, রিপোর্ট দেখা শিখবেন। (আমার ননাস ডাক্তার হওয়ায় এই প্যারাটা আমার নিতে হয়নি আলহামদুলিল্লাহ।)

আমি রংপুরে থাকি, নামী-দামী ক্লিনিক, আল্লাহর রহমতে টাকা পয়সার অভাবও নাই, তার উপর একটা ওয়েল এডুকেটেড মেয়ে, ননাস ডাক্তার, আমার ক্ষেত্রে নিয়শ্চই আমি না বুঝে সিদ্ধান্ত নিইনি। 🫰

স্টিল সদরের কথা শুনে সবাই নাক সিটকায়, কিন্তু আমার হাসি পায়।🥹

নতুন মায়েরা যদি সাহস সঞ্চয়ের জন্য আমার সেই গল্প শুনতে চান আমি বলব। ❣️

ছবিতে আমার একমাসের মেহুপাখি আর ননাসের মেয়ে। আমরা মেহুর অন্য এক ফুপির বিয়ে খেতে গেসিলাম।

গোছ-গাছ ইজ অন...🥹🫰আল্লাহুম্মা বারিকলা হা'ওলা ওয়ালা ক্বু'আতা ইল্লা বিল্লাহ।❣️
14/10/2025

গোছ-গাছ ইজ অন...🥹🫰
আল্লাহুম্মা বারিক

লা হা'ওলা ওয়ালা ক্বু'আতা ইল্লা বিল্লাহ।❣️

বদনজর কত দ্রুত লেগে যায় এই লেখাটা পড়লেই বুঝবেন। আমার এখানে এসে কেউ একজন আমার কাজের অনেক প্রশংসা করলো, সব দেখে এত এক্সাইট...
13/10/2025

বদনজর কত দ্রুত লেগে যায় এই লেখাটা পড়লেই বুঝবেন।

আমার এখানে এসে কেউ একজন আমার কাজের অনেক প্রশংসা করলো, সব দেখে এত এক্সাইটেড ছিল! উনি কিছুতেই আমার কাজকে ইগ্নোর করতে পারছেন না, এতটাই বিমোহিত।

আমি খেয়াল করেছি তিনি একবারো মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ কিছু বলেনাই। মনটা খচখচ করছিলো। কিন্তু বয়সে অনেক বড় তিনি, বলে দিতে ইচ্ছা করেনি যে মাশাআল্লাহ বলেন৷
আমি নিজে বলেছিলাম, তিনি শুধু হু হু করতেসিলেন।

এরপর নিচে এসে ৫ মিনিটের মধ্যে আমার ডান হাতে নিচে দেখানো পুরো অংশটাতেই একদম ফুটন্ত গরম তেল পড়ে যায়। এত যন্ত্রণা হচ্ছিলো যে আমি ফুপিয়ে কাঁদছিলাম। কান্না আরও বেশি আসতেসিলো এটা ভেবে যে আমার হাতে ফোস্কা পড়ে গেলে আমি কাজ করব কিভাবে! এই আয়নাটা ২ দিনের মধ্যে ডেলিভারি করার কথা!
তার উপর পরদিনই আমার সিরামিক ক্লাস ছিল। 💔

তবে আমাকে বাঁচিয়ে দিয়েছে ❝ইন্না-লিল্লাহ❞ শব্দটা, যেকোন কিছু হলে মুখ থেকে ইন্না-লিল্লাহ ই বের হয় আলহামদুলিল্লাহ। (যখন বের হয়না তখন কিছু না কিছু বেশি ক্ষতি হয়ে যায়। 🙃)
এই ইন্না-লিল্লাহ এর জোরে আমিযে প্রতিদিন কত কত ক্ষতি থেকে বেঁচে ফিরি! আলহামদুলিল্লাহ। ❣️
আমার শাশুড়ি মা লবণ ডলেও দিয়েছিলো সাথে সাথে।

আলহামদুলিল্লাহ আমার হাতে ফোস্কা পড়েনি, শুধু একটু লাল হয়ে ছিলো। এখন পুরোটাই ভাল হয়ে গেসে আলহামদুলিল্লাহ। 💕

নিজের নজরও নিজেকে লাগে, তাই এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। সবাই ইচ্ছা করে নজর দেয়না। নজর অনিচ্ছাকৃত শয়তানের ধোঁকায় লেগে যায়। তাই আমাদের প্রত্যেকের আরেকটু সতর্ক হওয়া উচিত এই ব্যাপারে৷ কারো ভাল চাইলে আমাদের খারাপ হয়না। 🙂

© Rehana Pervin Ritu
Owner of
চিত্রকল্প-by Ritu'Shanto
২৮.০৩.২০২৫ (রিপোস্ট)

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when চিত্রকল্প-by Ritu'Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিত্রকল্প-by Ritu'Shanto:

Share