03/10/2025
বাংলাদেশের বাঘিনী মারুফা আক্তারকে নিয়ে লাসিথ মালিঙ্গার অভূতপূর্ব প্রশংসা! ✨
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস সেনসেশন মারুফা আক্তার, নীলফামারীর সাধারণ এক কৃষক পরিবার থেকে উঠে আসা এই মেয়েটি এক সময় বাবার সাথে মাঠে কৃষিকাজ করতেন। করোনাকালে খেলা বন্ধ হয়ে গেলে সংসারের হাল ধরতে তিনি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সেই ছবিগুলো একসময় ভাইরাল হলেও আজকের এই সাফল্য প্রমাণ করছে, সংগ্রামই আসল শক্তি।👌
ICC Women’s World Cup 2025-এর প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তার ইন-সুইং ডেলিভারিগুলো ছিল একেবারে বিশ্বমানের। এতটাই দুর্দান্ত যে, পেস বোলিংয়ের কিংবদন্তি Lasith Malinga নিজেই তার অফিসিয়াল ভেরিফাইড পেজে ভিডিও শেয়ার করে লিখেছেন- “Pure skill. Excellent control. So far the best delivery in this tournament.”
এমন প্রশংসা কোনো সাধারণ ব্যাপার নয়। জবাবে Marufa Akter তার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন- “Thank you so much 💫 Legend”
ম্যাচে তিনি ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন এবং বাংলাদেশ নিশ্চিত করে জয়...
কিন্তু আসল সত্যিটা হলো,
আজ অবধি বাংলাদেশ পুরুষ জাতীয় দলের কোনো পেসারকেও আমরা এমন নিখুঁত ইন-সুইং ডেলিভারি দিতে দেখিনি। তাই আমার মনে হয়, আমাদের পুরুষ পেসারদের এখনই মারুফা আক্তারের কাছ থেকে শিখে নেওয়া উচিত, কিভাবে আসল ইন-সুইং বোলিং করতে হয়! 😒
আপনাদের কি মনে হয়, মারুফার এই ডেলিভারিই কি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ইন-সুইং? 🤔
✍️AKR