যুবদল অফিসিয়াল পেজ।

  • Home
  • Oman
  • Sohar
  • যুবদল অফিসিয়াল পেজ।

যুবদল  অফিসিয়াল পেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,
সুন্দরগঞ্জ, গাইবান্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ সংগঠন সবার সাপোর্ট চাই।

এটি যুবদল হাসান-এর অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে আপনারা যুবদলের সর্বশেষ সংবাদ, কার্যক্রম এবং হাসান সম্পর্কিত বিভিন্ন আপডেট জানতে পারবেন। আমাদের সাথে থাকুন এবং যুবদলের কার্যক্রমে অংশ নিন!

সুন্দরগঞ্জে দুই জামায়াত নেতার দ্বন্দ্বে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে তালা  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পার্টনারশিপ নিয়...
18/09/2025

সুন্দরগঞ্জে দুই জামায়াত নেতার দ্বন্দ্বে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে তালা


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পার্টনারশিপ নিয়ে দ্বন্দ্বের জেরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার শোভাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটটি যৌথভাবে পরিচালনা করছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান ও শান্তিরাম ইউনিয়ন জামায়াতের আমীর। আউটলেটের অংশীদারিত্ব ও ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তালা মেরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জে উপজেলা শান্তিরাম ইউনিয়নের আমীর সুজা মিয়া ২০১৯ সাথে ব্যাংক আউটলেটটি নিয়ে আসার চেষ্টা করলে সুজা মিয়ার তৎকালীন জামায়াত শিবিরের ট্যাগ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে প্রোফাইটার দিতে অস্বীকৃতি জানায়। পরে বর্তমান জামায়াতের উপজেলা সেক্রেটারি আতাউর রহমান পরিস্থিতি স্বাভাবিক হলে প্রোপাইটার সুজা মিয়াকে দেওয়ার আশ্বস্ত করে আতাউর রহমানের ভাই আলতাফ হোসেনকে প্রোপাইটর করা হয়। আলতাফ হোসেনকে প্রোপাইটর করার পর লিখিত চুক্তি হওয়ার কথা থাকলেও চুক্তি করেনি আতাউর রহমান ও আলতাফ হোসেন। এদিকে ৫ আগষ্টের পরে সুজা মিয়া আউটলেটর প্রোপাইটর ফেরত চাইলে আলতাফ হোসেন মালিক দাবি করেন। আউটলেটের মালিক দাবি করা প্রোপাইটর আলতাফ হোসেনের কোনো ইনভেস্ট এবং সরাসরি আউটলেটের ইনভলভ ছিলো না বলে দাবি করেছেন অন্যান্য শেয়ার হোল্ডাররা।

আউটলেটের বর্তমান ইনচার্জ মোঃ সুজা মিয়া অভিযোগ করে বলেন, আমি নিজে ব্যাংক নিয়ে আসছি। ব্যাংক নিয়ে আসার পর তৎকালীন সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব থানা আমীর এবং বর্তমান উপজেলা সেক্রেটারি আতাউর রহমান অনেক সুকৌশলে প্রতারণা করে ব্যাংকটি মাকিকানা করে নেয়। আমি উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু ভাইকে বার বার অবহিত করার পরেও বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শেয়ার হোল্ডার অভিযোগ করে বলেন, বিষয়টি বারবার থানা সংগঠনকে অবহিত করার পরেও থানা আমীর সমাধানের কোনো ভূমিকা রাখছেন না বরং থানা আমীরের সেক্রেটারির পক্ষ নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

হঠাৎ ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক গ্রাহক। স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন এখানে টাকা লেনদেন করি। হঠাৎ তালা দেওয়ায় ব্যবসার টাকা জমা দিতে পারিনি। এতে ব্যবসার কাজে সমস্যা হচ্ছে।”


এছাড়া, গ্রামের কৃষকরা অভিযোগ করেন—ধান বিক্রির টাকা তুলতে এসে তালাবদ্ধ ব্যাংকের সামনে দাঁড়িয়ে ফিরে যেতে হচ্ছে। অনেক পরিবার মোবাইল ব্যাংকিং, বেতন ও বিভিন্ন লেনদেনের জন্য এ আউটলেটের ওপর নির্ভরশীল ছিল।



এ বিষয়ে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তদন্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা এজেন্ট আউটলেটে কাম্য নয়।

স্থানীয়রা বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিরোধের কারণে যেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন। তারা দ্রুত আউটলেট পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

এবিষয়ে ব্যাংকের বর্তমান প্রোপাইটর আলতাফ হোসেনকে মুঠোফোনে বারবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

04/09/2025
04/09/2025

দল আমাকে কি দিল তা বড় কথা নয়। দলের জন্য,আমি কতটুকু করতে পারলাম সেটাই বড় কথা,,,,,

একজন বাংলাদেশের বিএনপি'র সাংগঠনিক অভিভাবক আর একজন গাইবান্ধা জেলার বিএনপি'র সাংগঠনিক অভিভাবক🇧🇩🌾অধ্যাপক ডাঃ মইনুল হাসান সা...
04/09/2025

একজন বাংলাদেশের বিএনপি'র সাংগঠনিক অভিভাবক আর একজন গাইবান্ধা জেলার বিএনপি'র সাংগঠনিক অভিভাবক🇧🇩🌾
অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক স‍্যার।

এখানে তো সব দরবেশদের খেলা,,,,,,
04/09/2025

এখানে তো সব দরবেশদের খেলা,,,,,,

বাস্তব কথা বলছেন লিডার
03/09/2025

বাস্তব কথা বলছেন লিডার

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপিতে সব চেয়ে জনপ্রিয় ব্যাক্তিটা মাহমুদ ভাই, সবচেয়ে বেশী কর্মিবান্ধব নেতা মাহমুদ ভাই। আপনারা উঠে পর...
03/09/2025

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপিতে সব চেয়ে জনপ্রিয় ব্যাক্তিটা মাহমুদ ভাই, সবচেয়ে বেশী কর্মিবান্ধব নেতা মাহমুদ ভাই। আপনারা উঠে পরে লেগেছেন এই মানুষটার বিপক্ষে তাও আবার বিএনপি থেকে ছিটকে যাওয়া আনফিট, কেউ কেউ দল ত্যাগ করে আওয়ামীলীগের রাজনীতি করছে, কেউ টাকার জোরে নতুন এসেই চেয়ার চাইছে এসব লক্করঝক্কর মালকে সাথে নিয়ে?যা খুবই দুঃখজনক এবং সুন্দরগঞ্জ আসন এ ধানের শীর্ষকে জয়ী করার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে

আমরা সকল দল মত শেষে সুন্দরগঞ্জে দলীয়(ধানের শীষ) এমপি চাই সেটা দলীয় সিদ্ধান্তে যেই পাক তার পক্ষেই আছি।
কিন্তু দুর্দিনের মাহমুদ ভাইকে সুন্দরগঞ্জে অবমূল্যায়ন করলে পরিস্থিতি ঘোলা হবে।




তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ 🇧🇩🥀০৩ সেপ্টেম্বর ২০২৫বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি...
03/09/2025

তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ 🇧🇩🥀

০৩ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস।

03/09/2025

এখনো ত্যাগীরা ১০০ টাকা পকেটে নিয়ে বাসা থেকে বের হয়ে দলীয় কর্মসূচি শেষ করে খালি পকেটে বাসায় ফিরে।

Address

Sohar

Telephone

+96877202133

Website

Alerts

Be the first to know and let us send you an email when যুবদল অফিসিয়াল পেজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share