ফী-সাবিলিল্লাহ্ সংগঠন

ফী-সাবিলিল্লাহ্ সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফী-সাবিলিল্লাহ্ সংগঠন, Digital creator, Amertol, Mohishkhocha, Aditmari, Rangpur.
(1)

🌿 ফী-সাবিলিল্লাহ্ সংগঠন 🌿
আমাদের উদ্দেশ্য:
গরীব, দুঃখী, অসহায়, মেহনতি, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো।
🤝 আপনিও পারেন অংশ নিতে এই মহৎ কাজে!
💰 সহযোগিতা পাঠাতে পারেন:
📱 বিকাশ/নগদ/রকেট 01309-570829
📞 যোগাযোগ:
01309-570829/01763-095536 ফী-সাবিলিল্লাহ্ সংগঠন
আমের তল, মহিষখোচা, আদিতমারি, লালমনিরহাট

ফী-সাবিলিল্লাহ্ সংগঠন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবসেবামূলক সামাজিক সংগঠন। আল্লাহর সন্তুষ্টি অর

্জনের লক্ষ্যে আমরা অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছি।

আমাদের প্রধান কার্যক্রমসমূহঃ
✅ এতিম ও অসহায়দের সহায়তা
✅ শীতবস্ত্র ও খাদ্য বিতরণ
✅ দান-সদকা ও যাকাত বণ্টন
✅ শিক্ষা উপকরণ প্রদান
✅ রক্তদান ও জরুরি সহায়তা
✅ দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম

আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা, যেখানে সবাই একে অপরের সহযোগী হবে।

স্লোগান:
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে

আমাদের সাথে যুক্ত হয়ে মানবতার এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিন।

ঠিকানা: আমের তল, মহিষখোচা, আদিতমারি, লালমনিরহাট
যোগাযোগ: ০১৩০৯৫৭০৮২৯

চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে ফী-সাবিলিল্লাহ্ সংগঠন
03/11/2025

চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে ফী-সাবিলিল্লাহ্ সংগঠন

01/11/2025

🌿 ফী-সাবিলিল্লাহ্ সংগঠন 🌿
একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, যা মানবতার সেবায় নিবেদিত।
আমাদের লক্ষ্য — সমাজে শান্তি, সহযোগিতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠা করা।

📞 যোগাযোগ: ০১৩০৯৫৭০৮২৯
💳 বিকাশ / নগদ / রকেট — একই নম্বরে

✨ “মানবতার সেবাই আমাদের অঙ্গীকার "✨

01/11/2025

আমাদের নবী করিম (সা.) ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল। (সহিহ্ বুখারি: ৬)। তিনি নিজেও দান-সদকা করেছেন এবং সাহাবিদেরও উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, ‘কেউ হালাল উপার্জন থেকে দান করলে আল্লাহ নিজে সেই দান গ্রহণ করেন এবং তা উত্তমরূপে সংরক্ষণ করেন। একসময় সেই দানের সওয়াব পাহাড়তুল্য হয়ে যায়।’ (সহিহ্ মুসলিম)। আল্লাহর নবী আরও বলেছেন, ‘যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, মহান আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দেবেন। (সুনানে তিরমিজি: ২৪৪৯)

আলহামদুলিল্লাহ আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আর ও একজন দারিদ্র মানুষকে সহযোগিতা করলাম  ফী-সাবিলিল্লাহ্ সংগঠন
01/11/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আর ও একজন দারিদ্র মানুষকে সহযোগিতা করলাম ফী-সাবিলিল্লাহ্ সংগঠন

কেউ যখন আপনার কাছে সাহায্য চায়, তখন সেটাকে এভাবে ভাবুন 'সে হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে প্রথমে আল্লাহর কাছে সা...
29/10/2025

কেউ যখন আপনার কাছে সাহায্য চায়, তখন সেটাকে এভাবে ভাবুন 'সে হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে প্রথমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছেন! ফী-সাবিলিল্লাহ্ সংগঠন

ইনশাআল্লাহ
26/10/2025

ইনশাআল্লাহ

ফী-সাবিলিল্লাহ্ সংগঠনের "অটো-পে" চালু করার মাধ্যমে প্রতিদিন অটোমেটিক দান করতে পারেন আপনিও। অটো পে চালু থাকলে নিয়মিত দান ...
21/10/2025

ফী-সাবিলিল্লাহ্ সংগঠনের "অটো-পে" চালু করার মাধ্যমে প্রতিদিন অটোমেটিক দান করতে পারেন আপনিও। অটো পে চালু থাকলে নিয়মিত দান হবে স্বয়ংক্রিয় উপায়ে, ঘরে বসেই।

আরো জানতে বা অটো পে চালু করতে ভিজিট করুন- আমাদের পেজে ফী-সাবিলিল্লাহ্ সংগঠন

08/10/2025

আকার, বর্ণ বা বংশ কোনটাই মানুষের পরিচয় বহন করেনা
কর্মই মানুষের সত্যিকারের পরিচয় বহন করে।
ফী-সাবিলিল্লাহ্ সংগঠন

Address

Amertol, Mohishkhocha, Aditmari
Rangpur
5510

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফী-সাবিলিল্লাহ্ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share