Mustaque Nawaz

Mustaque Nawaz আমি দাওয়াতে ইসলামিকে ভালবাসি ❤️‍🩹

স্বাগতম, পবিত্র রবিউল আউয়াল✨🌙রবিউল আউয়াল— সেই মহিমান্বিত মাস, যেদিন পৃথিবী আলোকিত হয়েছিল রাহমাতুল্লিল আলামিন ﷺ-এর আগমনে।...
24/08/2025

স্বাগতম, পবিত্র রবিউল আউয়াল✨🌙

রবিউল আউয়াল— সেই মহিমান্বিত মাস, যেদিন পৃথিবী আলোকিত হয়েছিল রাহমাতুল্লিল আলামিন ﷺ-এর আগমনে। এ মাসে পৃথিবী পেয়েছিল তার শ্রেষ্ঠতম রত্নকে, যিনি মানবতার জন্য রহমত হয়ে এসেছিলেন।

আসুন, এই রবিউল আউয়ালের আগমনে আমরা সবাই নবীজীর ﷺ জীবনের আলোকে নিজেদের জীবনকে সাজানোর অঙ্গীকার করি।

সবাইকে মাহে রবিউন নূরের শুভেচ্ছা।🌸

Chittagong University 💝🔥
24/08/2025

Chittagong University 💝🔥

আলহামদুলিল্লাহ ,কামিল (হাদিস ,ফিকহ, তাফসীর) সম্মিলিত পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ‘জামেয়া আহমদিয়া ...
21/08/2025

আলহামদুলিল্লাহ ,কামিল (হাদিস ,ফিকহ, তাফসীর) সম্মিলিত পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ‘জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা‘,চট্টগ্রাম।🥰

চবি 💝
21/08/2025

চবি 💝

16/08/2025

'কুরআনের শব্দাবলি' রকমারি বইমেলার বেস্ট সেলার পুরষ্কার পেয়েছে। বাংলাদেশের হাজারো মানুষ এ বই থেকে কুরআনের অর্থ বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ।

'কুরআনের শব্দাবলি' বইয়ে খুব সুন্দরভাবে কুরআনের শব্দগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি শব্দের বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া আছে। প্রতিটি শব্দ কুরআনে কতবার এসেছে তা দেওয়া আছে। কুরআনের প্রতিটি ক্রিয়াপদের রূপান্তর দেওয়া আছে। ফলে খুব সহজেই আপনি কুরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

বইটির ১ম খণ্ড ১৯০ টাকা এবং ২য় খণ্ড ২৬০ টাকা। ঢাকায় হোম ডেলিভারি ৫০ টাকা। চট্টগ্রামের বাহিরে সারাদেশে হোম ডেলিভারি মাত্র ১৩০ টাকা।

বইগুলো সংগ্রহ করতে চাইলে নিচের নাম্বারে আপনার ঠিকানা লিখে দিন। বই হাতে পাবার আগে কোনও টাকা দিতে হবে না। বই হাতে পেয়ে টাকা পরিশোধ করুন।
অর্ডার করুন: 01340-391870 (WhatsApp or Call)

#কুরআনেরশব্দাবলি #কুরআনশিখি #কুরআনেরঅর্থ #ইসলামিকবই #ইসলামিকস্টাডি #কুরআনবোঝা #কুরআনশিক্ষা #আলকুরআন #কুরআনেরশব্দাবলি
#কুরআনশিখি #কুরআনেরঅর্থ #ইসলামিকবই #ইসলামিকস্টাডি #কুরআনবোঝা #আলকুরআন
#বইপ্রেমী #বাংলাবই #জ্ঞানার্জন #শিক্ষারআলো
#বেস্টসেলারবই #বইমেলা২০২৫ #অনলাইনবই
#বইঅর্ডার #বইহাতেপাবেন #বইডেলিভারি

কুরআনের ক্রিয়াপদের রূপান্তর শিখুন।
15/08/2025

কুরআনের ক্রিয়াপদের রূপান্তর শিখুন।

মুসলিম হয়েও যদি আমরা কুরআন না বুঝি, তবে সেটা আমাদের ব্যর্থতা।কুরআনের ভাষা আরবি বোঝার বেস্টসেলার বই — ‘কুরআনের শব্দাবলি’।...
11/08/2025

মুসলিম হয়েও যদি আমরা কুরআন না বুঝি, তবে সেটা আমাদের ব্যর্থতা।

কুরআনের ভাষা আরবি বোঝার বেস্টসেলার বই — ‘কুরআনের শব্দাবলি’।

এই বইয়ের দুইটি খণ্ডে কুরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত ৫০০টি ক্রিয়াপদের প্রত্যেকটির ১৬টি করে রূপান্তর বাংলা অর্থসহ দেওয়া আছে। এছাড়া, কুরআনে ব্যবহৃত অক্রিয়াপদগুলোও বাংলা উচ্চারণ ও অর্থসহ উপস্থাপন করা হয়েছে।

বইগুলো সংগ্রহ করুন। আপনি নিজে পড়ুন, আপনার সন্তানকে পড়তে দিন।

সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়। বই নিতে চাইলে আমাদের ইনবক্স করুন। অথবা কল করুন: 01340-391870 ( মেসেজ অর কল)

🤍💙
15/07/2025

🤍💙

দাখিল পাশ করে যারা তোমাকে কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেয় তারা তোমার মঙ্গল চায় না।তুমি আজ না বুঝলেও একদিন বুঝবে, কারণ দ...
11/07/2025

দাখিল পাশ করে যারা তোমাকে কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেয় তারা তোমার মঙ্গল চায় না।

তুমি আজ না বুঝলেও একদিন বুঝবে, কারণ দাখিল পাশ করার পর কলেজে ভর্তি হয়ে অনেকে সফল হলেও অধিকাংশ শিক্ষার্থী অজানা পথে হারিয়ে গেছে।

মনে রাখবে, আলিম এবং এইচএসসি একদম সমমান। ইচ্ছে থাকলে আলিম পাশ করার পরেও তুমি বুয়েট, মেডিকেল থেকে শুরু করে সকল সরকারি বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র বিচরণ করতে পারবে।

আলিম শ্রেণিতে পড়াশোনার কারণে কলেজের সাধারণ বিষয়াবলির পাশাপাশি কুরআন, হাদীস, ফিকহ, ফারায়েয(ইসলামি উত্তরাধিকার আইন), মানতিক ও ইসলামের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখবে যা তোমাকে উন্নত চরিত্র গঠনের সাথে সাথে বর্তমান সমাজে ইসলামি মূল্যবোধ তৈরি ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা পালন করবে।

পাশাপাশি মাদরাসায় পড়ার কারণে এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসায় প্রভাষক ও সহকারি শিক্ষক হিসেবে মাদরাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার এক্সট্রা সুবিধা তো আছেই।

10/07/2025

সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস।
৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤

আজকে SSC/DAKHIL-2025 রেজাল্ট দিবে সকলের জন্য শুভকামনা। রেজাল্ট এর ওয়েবসাইট কোন কারণে ডাউন পেলে এইগুলোও ব্যবহার করবেন। IP...
10/07/2025

আজকে SSC/DAKHIL-2025 রেজাল্ট দিবে সকলের জন্য শুভকামনা।

রেজাল্ট এর ওয়েবসাইট কোন কারণে ডাউন পেলে এইগুলোও ব্যবহার করবেন।

IP গুলো থেকে যে কোন একটা কপি করে Chrome Browser এ Pest করে Search 🔎 করবেন।

103.230.104.203
103.230.107.235
103.230.107.233
103.230.104.222

Address

Rangpur

Telephone

+8801709966184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mustaque Nawaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustaque Nawaz:

Share