11/07/2025
দাখিল পাশ করে যারা তোমাকে কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেয় তারা তোমার মঙ্গল চায় না।
তুমি আজ না বুঝলেও একদিন বুঝবে, কারণ দাখিল পাশ করার পর কলেজে ভর্তি হয়ে অনেকে সফল হলেও অধিকাংশ শিক্ষার্থী অজানা পথে হারিয়ে গেছে।
মনে রাখবে, আলিম এবং এইচএসসি একদম সমমান। ইচ্ছে থাকলে আলিম পাশ করার পরেও তুমি বুয়েট, মেডিকেল থেকে শুরু করে সকল সরকারি বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র বিচরণ করতে পারবে।
আলিম শ্রেণিতে পড়াশোনার কারণে কলেজের সাধারণ বিষয়াবলির পাশাপাশি কুরআন, হাদীস, ফিকহ, ফারায়েয(ইসলামি উত্তরাধিকার আইন), মানতিক ও ইসলামের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখবে যা তোমাকে উন্নত চরিত্র গঠনের সাথে সাথে বর্তমান সমাজে ইসলামি মূল্যবোধ তৈরি ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা পালন করবে।
পাশাপাশি মাদরাসায় পড়ার কারণে এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসায় প্রভাষক ও সহকারি শিক্ষক হিসেবে মাদরাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার এক্সট্রা সুবিধা তো আছেই।