Marina Nabil

Marina Nabil Trending News.

রংপুরে নির্মাণাধীন জুলাই স্মৃতি স্তম্ভের নকশা। এটি রংপুর টাউন হলের বিপরীতে (লক্ষী সিনেমা হল) নির্মাণ করা হচ্ছে।কার্টেসী ...
03/08/2025

রংপুরে নির্মাণাধীন জুলাই স্মৃতি স্তম্ভের নকশা। এটি রংপুর টাউন হলের বিপরীতে (লক্ষী সিনেমা হল) নির্মাণ করা হচ্ছে।
কার্টেসী : ফরহাদুজ্জামান ফারুক

মনে পরে ? কি খেতেন এই টাকা দিয়ে?
24/07/2025

মনে পরে ? কি খেতেন এই টাকা দিয়ে?

21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৬৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

14/07/2025

অনেক কিছু বাকী আছে👍👍মিডফোর্ড হত্যাকান্ডের মূল আসামি মহিন এনসিপি- শিবিরের মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছিল-বাবসায়ীদের ভয় নাই, চাঁদাবাজের ঠাই নাই! চৌকশ পুলিশ অফিসার সিসিটিভির ফুটেজ দেখে তারে খুজতেছিল, পরে সেখান থেকেই তাঁকে প্রথমে আটক করার চেষ্টা হলে , জামাত-এন্সিপির কর্মীরা সেটাতে বাধা দেয়। পুলিশ পরে হুঙ্কার দিলে, পাথর ঠাণ্ডা হয়ে যায় মহিন! বুঝতে পারে এন্সিপি-জামাত তারে বাঁচাইতে পারবে না !
ওয়াও! খেলা অন্য লেবেলে চলে গেছে! #এন্সিপিজামাত #মিডফোর্ডহত্যাকান্ডেরমূলআসামিমহিন

12/07/2025

অপরাধী কোন দলের হতে পারেনা,যে দলের হক না কেনো সে অপরাধী , প্রকাশ্যে এদের বিচার করতে হবে
Loud & Clear

বাংলাদেশের.ইতিহাসে সব থেকে সুন্দর. এবং কালারফুল ৫০০ টাকার' নোট..!   #বাংলাদেশেরটাকা   #টাকা
29/06/2025

বাংলাদেশের.ইতিহাসে সব থেকে সুন্দর. এবং কালারফুল ৫০০ টাকার' নোট..!

#বাংলাদেশেরটাকা #টাকা

09/06/2025

সুখবর! ১৯০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত সকল দলিল অনলাইন করা হচ্ছে। ভূমির দুষ্ট চক্রের মাথায় হাত।

মানচিত্র টি দেখতে আমার দেশের মতই! কিছু কি বলতে চান হে - নির্বোধের দল ???
31/05/2025

মানচিত্র টি দেখতে আমার দেশের মতই!
কিছু কি বলতে চান হে - নির্বোধের দল ???

বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের নতুন টাকার ডিজাইন হিসেবে উল্টাপাল্টা ছবি প্রচার করতেছে। আপনাদের জা...
31/05/2025

বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের নতুন টাকার ডিজাইন হিসেবে উল্টাপাল্টা ছবি প্রচার করতেছে।

আপনাদের জানিয়ে রাখি যে, বাংলাদেশের কোনো টাকার ডিজাইন আপনি কখনই দেখতে পাবেন না যতক্ষণ তা ব্যাংক থেকে দেওয়া শুরু করে। টাকা ছাপানোর আগে নিরাপত্তার জন্য কাউকে দেখানো হয় না।

বাংলাদেশের নতুন টাকার ডিজাইনে প্রথমে দেশের জাতীয় নেতাদের ছবি রাখার প্রস্তাব হয় এবং ফাউন্ডিং ফাদার হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যোগেন মণ্ডল এবং হাশিম খান এর ছবি থাকতে পারে। পরবর্তীতে কারো ছবি না দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থান ও স্থাপত্য রাখার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের একটি ডিজাইনার টিম আছে যারা কোনো ডিজাইনই করতে পারে না। সাবেক ডিজাইনার কাজী গোলাম মুসতাফা যেগুলো ডিজাইন করতেন সেগুলো অনেক সুন্দর হলেও, তিনি মারা যাবার পর আমরা আর ভালো কোনো ডিজাইন দেখতে পাই নি।

AI এর যুগে বর্তমান ডিজাইনাররা যদি AI দিয়ে বর্তমান ডিজাইন করে তাহলে তা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে ডিজাইনের টাকা।
আমাদের দেশের বেশকিছু সুন্দর টাকার ডিজাইন করেছে ব্রিটিশ পাউন্ডের ডিজাইনার দল দে লা রুই যারা ব্রিটেন সহ অনেক দেশের টাকার ডিজাইন করেছে।

ঈদের আগেই আমরা নতুম ডিজাইনের টাকা পেতে চলেছি। দেখা যাক কেমন ডিজাইন হয়।

25/05/2025

১৬, ১৭, ১৮ বছর বয়সী
মেয়েদের চুমু আমিও খাইছি,
যখন আমার বয়স ১, ২, ৩ বছর ছিলো!😀

19/05/2025

🔴 এনসিপির নেতাকর্মীর দুর্নীতি ফাঁস | সমন্বয়ক'দের কামড়া কামড়ি | NCP | এনসিপির বিবৃতি

12/05/2025

দাদাদের দাদাগিরি🤣😃 Indian army হাসতে হাসতে শেষ Bangla Comedy Dubbing

Address

Mulatol Pakarmatha
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marina Nabil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share