Binti's Varieties Zone

Binti's Varieties Zone Love to capture�

মাইলস্টোন ট্রা'জেডির শ*হীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জা'না'জা ছিলো মিরপুরের পল্লবীতে। জা'ন...
22/07/2025

মাইলস্টোন ট্রা'জেডির শ*হীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জা'না'জা ছিলো মিরপুরের পল্লবীতে। জা'না'জা শেষে ওর পরিবারের সাথে কথা হলো। এই ঘটনাটা আরও বেশি ট্র'মা'টাই'জিং করে দিয়েছে।

ফাইয়াজ অসুস্থ ছিলো, গত দু'দিন ক্লাসে যায়নি। মাইলস্টোনের নিয়ম হলো একটানা তিনদিন ক্লাস না করলে শা'স্তি থাকে, তাই আজকে অসুস্থ শরীরেই স্কুলে যায় ফাইয়াজ। তারপর..

জুলাই থেকে জুলাই, ফাইয়াজ থেকে ফাইয়াজ, এই শহরে জুলাই এলেই ফাইয়াজেরা শ*হীদ হয়। ছাত্র-জনতার জুলাই অ'ভ্যুত্থান ফাইয়াজদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে পারলো না।

© রিফাত রশিদের টাইমলাইন থেকে সংগৃহীত

প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ের বয়ফ্রেন্ডের ক্রাশ Noureen Afrose  এর বিয়ে হলে গেলো!🙂
16/04/2025

প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ের বয়ফ্রেন্ডের ক্রাশ Noureen Afrose এর বিয়ে হলে গেলো!🙂

গাজা আজই শেষ হবে না—যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাজা থাকবে, ফিলিস্তিন থাকবে।কারণ এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান।কি...
07/04/2025

গাজা আজই শেষ হবে না—
যতদিন এই দুনিয়া থাকবে,
ততদিন গাজা থাকবে, ফিলিস্তিন থাকবে।
কারণ এটা কোরআনের ওয়াদা,
এটা রাসূলের জবান।
কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী
হবে আল-আকসা, আর সেন্টার
পয়েন্ট হবে ফিলিস্তিন।
ইনশাআল্লাহ।

গাজা একবার মুছলে, দশবার জাগবে!
গাজা কোনোদিন মুছবে না, ইন শা আল্লাহ!

collected

Love this solidarity.A simple gesture, yet loud with meaning!From the river to the sea, Palestine will be free!
07/04/2025

Love this solidarity.
A simple gesture, yet loud with meaning!
From the river to the sea, Palestine will be free!

07/03/2025

মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি আজ চার মাস হইলো। শ্বশুরবাড়ি যাইতে চায় না। কয়— "মা, রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেইকা জড়াইয়া ধরে!"

আমি বুঝাইলাম, "ভয়ের কী আছে? জামাই আছিল হয়তো!"
(note: জামাই হলে মেয়ে চিনবে না?)

কিন্তু ভয় কাটে না মাইয়ার। তাই আমি ছোট মাইয়াটারে সাথে দিয়া দিলাম, আট বছরের ছোট মাইয়া, যাতে ভয় না লাগে বড়জনের।

দুই দিন পর বিয়াইনের ফোন—

"আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে!"

গিয়া দেখি, এই অবস্থা! (গলা কা%টা দাগ, ধ*র্ষ*ণ হয়েছে)

আমি বড় মাইয়ারে জিজ্ঞাস করলাম, "কী হইছে? কেমনে হইলো?"

বড় মাইয়া কয়, "মা, আমি জানি না। আমার পাশেই ঘুমাইছিল, আড়াইটার দিকে দেখি নিচে পড়া, এই অবস্থা!"

সাংবাদিক জিগাইলো, "আপনার কী মনে হয়, এইডা কে করতে পারে?"

"যে কাছে আছিল, হেয়! বহোনাই। দুলাভাই সজীব।'

শ্বশুরের ওপরও সন্দেহ আছে!"

"বাবারে, আমরা গরিব মানুষ! বড় মাইয়াডারে ১৪ বছর বয়সেই বিয়া দিয়া দিছি, অভাবের তাড়নায়। স্বামীর মাথায় সমস্যা আছিল, তাই মাইয়াডারে বিয়া দিছি। কিন্তু ছোটমনিরে এভাবে শেয়াল-কুকুরের ______ ক্যামনে?!"

আমার বুক ফাইটা যাইতেছে... সারাদিন রোজা রাইখা, আমার কলিজার টুকরা মাইয়াডারে এই অবস্থায় দেখতাছি। "আপনারাও তো মা-বাপ, বলেন, কেমনে সহ্য করুম?!"

মাগুরায় সেই শিশুটির মা এভাবেই যন্ত্রনা ভরা কন্ঠে আহাজারি করতেছিলেন।

ইউনিসেফের মতে, প্রায় ৯০% শিশু যৌ*ন নি*র্যা*তনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি হয়ে থাকে, যা প্রায়শই পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ আত্মীয় হয়ে থাকে।

আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না। যতই আপন, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু হোক না কেন! চোখে চোখে রাখুন৷

-অন্তর মাশঊদ

02/03/2025

চলেন একবার সায়িদ্যুল ইস্তেগফার পড়া যাক।

আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা তু ও আউজুবিকা মিন শাররি মা সানা'তু আবুউলাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা🌸

পড়া শেষে আলহামদুলিল্লাহ।

رَمَضَــــــــانُ مُبَـــــــــــارَكٌ.🌸تَقَبَّــــــلَ اللَّهُ مِنَّــــــــــا وَمِنْــــــكُمْ রামাদান কারিম! তাকাব্ব...
02/03/2025

رَمَضَــــــــانُ مُبَـــــــــــارَكٌ.🌸
تَقَبَّــــــلَ اللَّهُ مِنَّــــــــــا وَمِنْــــــكُمْ
রামাদান কারিম!
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

Congratulations to Mehazabien Chowdhury  and Adnan Al Rajeev  on this beautiful new chapter of your lives.🤍🤎
24/02/2025

Congratulations to Mehazabien Chowdhury and Adnan Al Rajeev on this beautiful new chapter of your lives.🤍🤎

জীবনকে পাটিগণিতের বেড়াজালে একবার ঢুকিয়েছেন মানে আপনি জ্যামিতির গ্যারাকলে আটকাতে বাধ্য, ভাবছেন ফিরবেন?  সে পথ ও বন্ধ ত্রি...
24/02/2025

জীবনকে পাটিগণিতের বেড়াজালে একবার ঢুকিয়েছেন মানে আপনি জ্যামিতির গ্যারাকলে আটকাতে বাধ্য, ভাবছেন ফিরবেন? সে পথ ও বন্ধ ত্রিকোণমিতির কাছে। দাড়োয়ান যদি ক্যালকুলাস হয় তবে স্বাধীনতার বীজগণিত মুখ থুবড়ে পড়বে, বলবিদ্যাও তখন অকেজো ।অংক হতে সাবধান মানুষ।

প্রশ্নঃ বাকিটা আল্লাহর হাতে বলা যাবে কি? আমাদের মধ্যে অনেকেই কোনো একটা বিষয়ে অনিশ্চিত হলে, আমরা বলে থাকি বাকিটা আল্লাহর...
24/02/2025

প্রশ্নঃ বাকিটা আল্লাহর হাতে বলা যাবে কি? আমাদের মধ্যে অনেকেই কোনো একটা বিষয়ে অনিশ্চিত হলে, আমরা বলে থাকি বাকিটা আল্লাহর হাতে। এখন এই কথার মধ্যে কি শিরক মিশ্রিত আছে?

উত্তরঃজ্বি, এ কথাটি বলা যাবে না। বাকিটা আল্লাহর হাতে না, সবটাই আল্লাহর হাতে। আপনার হাতে কোনো কিছুই নাই। অনেক সময় মানুষ বলে বাকিটা আল্লাহর হাতে। এটা জায়েজ নেই।
এটা শিরক মিশ্রিত কথা। কোনোটাই আপনার হাতে নেই। অনেকে এভাবে বলে থাকে যে, আমি এটা করলাম বাকিটা আল্লাহ করবেন। বাকিটা নয়, আপনি যেটা করেছেন এটাও আল্লাহর রহমতে করেছেন।
বলতে হবে সবসময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, তাওয়াক্কুলতু আলাল্লাহ্। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু করেছি বাকিটুকুর জন্য আল্লাহর উপর নির্ভর করছি।
সুতরাং বাকিটা আল্লাহর হাতে এটা বলা যাবে না। এটা শিরক মিশ্রিত কথা।

🔴©️শাইখ ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিযাহুল্লাহ

Ali was my favourite in season 1...I cried when he got betrayed 🙂
12/01/2025

Ali was my favourite in season 1...I cried when he got betrayed 🙂

আমাদের চারপাশে বন্ধুবান্ধব/ মানুষ গুলা এক একজন Young-il (in ho the front man)এর মতো। দেখলে এত্ত মায়াবী আর নিষ্পাপ লাগে,...
12/01/2025

আমাদের চারপাশে বন্ধুবান্ধব/ মানুষ গুলা এক একজন Young-il (in ho the front man)এর মতো। দেখলে এত্ত মায়াবী আর নিষ্পাপ লাগে, আর ব্যবহার তো এমন যেন মনে হয় সে আমার প্রকৃত কাছের কেউ ; অথচ সেই সরষের মাঝে ভুত হয়ে বসে থাকে,সব কিছু নজরদারি করে আর সুযোগের অপেক্ষা করে। সময়মতো সব খেয়ে দেয় 🙂🙂

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Binti's Varieties Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Binti's Varieties Zone:

Share