21/09/2024
রাজনীতি বলুন আর ছাত্র রাজনীতি বলুন, যাই বলুন না কেন এবং তা হাটে-ঘাটে-মাঠে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই বলুন না কেন, এই রাজনীতি বন্ধের আবদার কিংবা দাবী যারা করেন তারা সবাই জ্ঞাতে-অজ্ঞাতে জালিমের দোসর। কৃষকের ফলানো ফসল ষোল আনা ভোগ করে কৃষকরেই বলেন, তুই ব্যাটা কে, আব যা...।