Mahmudul Hasan

Mahmudul Hasan সর্বদা ন্যায় এবং হকের পক্ষে কথা বলার হিম্মত নিয়ে অগ্রসর হতে হবে সম্মুখপানে। কোনো তাগুত ও বাতিলের নিকট নত হবে না এ শির। ইনশা-আল্লাহ।

22/05/2025

সকাল বিকাল রাত, এই তিন সময়ে মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ হওয়ার সম্ভবনা থাকে না।

মানুষের আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত শেষ হবে না।
19/05/2025

মানুষের আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত শেষ হবে না।

18/05/2025

মানুষের প্রথম ধোকা হল- আমি আরো অনেকদিন বাঁচবো।
😥😥

25/04/2025

পাঁচ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা'র গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২৫-৪-২০২৫

04/04/2025

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে প্রসেস শুরু করছে মিয়ানমার।

18/03/2025

১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ

আজ থেকে প্রায় ১৪৪৬ বছর আগে, ১৭ রমজান ২য় হিজরিতে ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ— বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। মাত্র ৩১৩ জন সাহসী মুজাহিদ, যারা ছিলেন ঈমান ও তাকওয়ার শক্তিতে বলীয়ান, তারা বিশাল কুরাইশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। এই যুদ্ধে আল্লাহর অশেষ কুদরতে মুসলমানরা বিজয় লাভ করে এবং ইসলামের শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয়।

বদর যুদ্ধ আমাদের শিখিয়ে দেয়— সংখ্যা নয় বরং ঈমান, একতা ও আত্মত্যাগই হলো প্রকৃত শক্তি!

আসুন আমরা বদর যুদ্ধের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকি।

#বদরযুদ্ধ #১৭রমজান #ইসলামেরগৌরব #ঐতিহাসিকবিজয়

14/03/2025

দাদাবাবুরা হঠাৎ ৪৮ ঘন্টার মধ্যে এত উ'ত্তে'জি'ত হবার কারনসমূহ:

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস (৯তম) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন৷

১ লক্ষ রো"হি"ঙ্গা'র সাথে প্রধান উপদেষ্টা Dr. Yunus & আন্তোনিও গুতেরেস ইফতার মাহফিলে যোগ দিয়ে আবারো রো"হি"ঙ্গা সমস্যাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা হবে। এরপরেই চীন সফর।

If all goes according to plan, Yunus will visit China on March 26. He is scheduled to meet Chinese President Xi Jinping on March 28.

চীনের সাথে অন্তত ৮ টি দ্বিপাক্ষিক চুক্তির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে

"Beijing has transferred technology to Bangladesh Ordnance Factories and Bangladesh Machine Tools Factory Ltd for small and medium-sized weapons such as rifles, rocket launchers, manpads, light utility vehicles, etc, which helps to achieve the goal of building a domestic defence industrial base"

আরাকান আ'র্মি"র সাথে বিভিন্ন লেয়ারে যোগাযোগ করেছে বাংলাদেশ।

রোহিঙ্গা সমস্যা হাতে নিয়েছে প্রধান উপদেষ্টার রহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ (উপদেষ্টার পদমর্যাদা) যিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেয়েও তিনি নেয়নি।

স্টারলিংক এর ৮ টি স্টেশন বাংলাদেশে স্থাপন হবে। ইতোমধ্যে আনুষ্ঠানিক সাক্ষর হয়ে গেছে।

সমুদ্র বাণিজ্যে বাংলাদেশ পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি লাভে ব্যবসা করতেছে।

ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস বাংলাদেশ বা ভারতের বাইরে স্থান্তরের সিদ্ধান্ত নিয়ছে।❤️

12/03/2025

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।

👉ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।
👉দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।
👉দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার।
👉হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।
👉দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।
👉রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।
👉গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।
👉ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।
👉আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
👉জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে৷ বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।

ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং চুতিয়া একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।

✍মুস্তফা আহমেদ আকিল

09/03/2025

বাংলাদেশ হওয়ার পর থেকেই এ দেশের আলেম সমাজ বলেই আসছেন যে, ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা হোক।
সুতরাং বর্তমান ইস্যুতে আলেম সমাজ মাঠে কেন নামছেন না? এই প্রশ্ন করা বোকামী বৈ কিছু না। তোমাদেরতো মাঘে আর ফাল্গুনে দেখা যায়, আর আলেম সমাজ সারা বছর বলে বেড়ায়।

09/03/2025

শালীন পোষাক, পর্দা করে চলা ধর্ষণ কমাবে ৫০%।
যদি ধর্ষণের শাস্তি ফাঁসি বা আজীবন কারাদন্ড হয় তাহলে ধর্ষণ কমবে ৫০%। কিন্তু, যদি ধর্ষণের শাস্তি জনসম্মুখে শিরচ্ছাদ করে সেটা লাইভে গোটা দেশের মানুষকে দেখানো হয়, আর এটা লাগাতার ৫-৭ জনের ক্ষেত্রে কার্যকর করা হয় তাহলে ধর্ষণ কমবে ৯৯%।

08/03/2025

রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত তিন ভাগে বিভক্ত নয় বরং পুরো মাসই রহমত, বরকত, ও নাজাতে অতিবাহিত হয়।

06/03/2025

ব্র্যাক, এনজিও, ব্রিটিশ-বিলাতিদের ইসলাম বিদ্বেষী স্লোগান সমূহ।

👉জ-ঙ্গি-বা-দকে না বলুন। [হয়তো দাড়িকে বুঝিয়েছে ]
👉বাল্যবিবাহ বন্ধ করুন।
👉হারিয়ে যেতে নেই মানা।
👉ধর্ম যার যার উৎসব সবার।
👉ইসলাম নারীদেরকে ঠকিয়েছে।
👉কামাই থাকলে জামাই লাগেনা।
👉আমরা আগে বাঙালি পরে মুসলিম।
👉নারী! নারী! নারী! সবই করতে পারি।
👉মৌলবাদীদের জায়গা বাংলাদেশে নয়।
👉কুড়িতে বুড়ি নয়,বিশের আগে বিয়ে নয়।
👉দুটি সন্তানের বেশি নয়,একটি হলে ভালো হয়।
👉ঘরের ভিতর থাকবো না,স্বামীর কথা মানবো না।
👉জীবনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে উপভোগ করে নাও।
👉মুখে তালাক দিলে তালাক হয় না,তালাক লিখিত দিতে হবে।
👉আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই।
👉মোল্লা-মুন্সীরা নারীদেরকে ঘরে বন্দী রেখে এ দেশকে পিছিয়ে রেখেছে।
👉লজ্জা শরমের ট্যাবু ভেঙ্গে সাহসী নারীরা এগিয়ে যাও,আমরা আছি তোমাদের সাথে।
👉পুরুষরা যদি পারে নারীরা কেনো পারবে না? (বানর যদি গাছে উঠতে পারে,তাহলে মাছ কেনো পারবে না?)
👉দুজন দুজনের সম্মতিতে তোমরা বিয়ে ছাড়া লিভটুগেদার অর্থাৎ একসাথে এক ঘরে একই বিছানায় থাকতে পারো।
👉একজন পুরুষ একের অধিক স্ত্রী রাখতে পারলে,একজন নারী একের অধিক স্বামী/বয়ফ্রেন্ড রাখতে পারবে না কেনো?
👉খাঁটি মুসলিমদেরকে জ-ঙ্গি, স-ন্ত্রা-সী, উ-গ্র-বা-দী, মৌ-ল-বা-দী, চরমপন্থী, কট্টরপন্থী, কাঠমোল্লা বলে আখ্যায়িত ও আক্রমণ করা। (জনসাধারণের মাঝে তাদেরকে নেগেটিভ ভাবে উপস্থাপন করা)

Address

Bansjani, Bhurungamari, Kurigram
Rangpur
5670

Telephone

+8801789483876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul Hasan:

Share