Ashikur Rahman

Ashikur Rahman The official page of Ashikur Rahman Shovon. This page is operated by Ashikur Rahman Shovon & co-admid ( Shovon). Sub-Assistant Community Medical Officer
SACMO

ভাই কোনটা আনোয়ার টিভির নিউজ আর কোনটা যমুনা টিভির নিউজ মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায়........ 😛😛আমার নজর বেশি বিজ্ঞাপন গুল...
07/08/2025

ভাই কোনটা আনোয়ার টিভির নিউজ আর কোনটা যমুনা টিভির নিউজ মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায়........ 😛😛
আমার নজর বেশি বিজ্ঞাপন গুলোর দিকে 😆😆🤸🏿🤸🏿

দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিলো। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূ...
30/07/2025

দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিলো। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।
উনার কথা হচ্ছে আমার দেশের সাধারণ মানুষ এদেশে চিকিৎসা নিতে পারলে আমি পারবোনা কেন? কি সুন্দর মানসিকতা!

অতিরিক্ত চাঁদা খাওয়ার ক্ষতিকর দিকঃমার্কারি বিষক্রিয়ার ফলে বেশি খেলে স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে।কোলেস্টেরলের কারণে LDL ...
19/07/2025

অতিরিক্ত চাঁদা খাওয়ার ক্ষতিকর দিকঃ

মার্কারি বিষক্রিয়ার ফলে বেশি খেলে স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে।

কোলেস্টেরলের কারণে LDL বেড়ে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

অতিরিক্ত খেলে কিডনি রোগের অবস্থা খারাপ হতে পারে।

কিছু মানুষের শরীরে মাছের tropomyosin প্রোটিন অ্যালার্জি তৈরি করে।

"আপনারা অনেকেই আমাকে তুচ্ছ করেন,এবং আমি কেন বুঝতে পারছি না.আমি কুৎসিত বা তোমার ঘৃণার যোগ্য নই।আমি প্রতিদিন রাস্তায় বেঁচ...
10/07/2025

"আপনারা অনেকেই আমাকে তুচ্ছ করেন,
এবং আমি কেন বুঝতে পারছি না.
আমি কুৎসিত বা তোমার ঘৃণার যোগ্য নই।
আমি প্রতিদিন রাস্তায় বেঁচে থাকি,
যেটা ছিল তৃণভূমি।
কোন সুস্বাদু বীজ নেই,
কারণ আপনি গাছগুলোকে ভবনে পরিণত করেছেন।
তুমি মাটিতে যা ফেলো আমি তা খাই,
কারণ আমার কোনো বিকল্প নেই।
জল খুঁজে পাওয়া কঠিন এবং কঠিন।
যে পৃথিবীতে আর আমার নয়, সেখানে টিকে থাকতে কী লাগে জানেন?
দয়া করে আমাকে ভয় দেখাবেন না বা আঘাত করবেন না,
শুধু আমাকে বাঁচতে দাও-
তোমারা সেই পৃথিবীতে বেঁচে থাকো যেটা একসময় আমার ছিল..."

07/07/2025
কোনো লাভ নেই, যেই লাউ সেই তরমুজ ,  সরি সেই কদু
06/07/2025

কোনো লাভ নেই, যেই লাউ সেই তরমুজ , সরি সেই কদু

🔍 রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ (২০০৯–২০২৫)✅ ১. একদলীয় আধিপত্য২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ২০২4 সালের নির্বাচন পর...
05/07/2025

🔍 রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ (২০০৯–২০২৫)

✅ ১. একদলীয় আধিপত্য

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ২০২4 সালের নির্বাচন পর্যন্ত টানা ৪ মেয়াদে শাসন করছে।

এই সময় বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো কার্যত রাজনীতির মাঠে প্রভাব হারিয়েছে।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ বা সীমিত ছিল।

❌ ২. নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা হারানো

২০১৪ সালের নির্বাচন অনেকটা একতরফা হয় (বিএনপি বর্জন করেছিল)।

২০১৮ সালের নির্বাচনে "ভোট আগের রাতে হয়ে যাওয়া", জাল ভোট, এবং প্রশাসন ও পুলিশি প্রভাবের অভিযোগ উঠে।

২০২৪ সালের জাতীয় নির্বাচনেও ভোটার উপস্থিতি কম, বিরোধী দল ছাড়া নির্বাচন, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুপস্থিতি প্রশ্ন তোলে।

🔒 ৩. মতপ্রকাশের স্বাধীনতার সংকোচন

ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজি-আইসিটি আইন ইত্যাদির মাধ্যমে সাংবাদিক ও সাধারণ নাগরিকদের কণ্ঠরোধ করা হয়েছে।

বিরোধী মতাবলম্বীদের গ্রেফতার ও নিপীড়নের অভিযোগ ব্যাপক।

🏛️ ৪. বিরোধী দলের সাংগঠনিক দুর্বলতা

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, মামলা, নেতৃত্বের দুর্বলতা ও বিদেশে অবস্থান (খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের প্রবাস) কার্যত দলটিকে নিস্ক্রিয় করে তুলেছে।

নতুন দলগুলো যেমন গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ—তারা এখনও শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারেনি।

💰 ৫. রাষ্ট্রযন্ত্রের দলীয়করণ ও দুর্নীতি

প্রশাসন, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীগুলো দলীয়করণ হয়েছে এমন অভিযোগ রয়েছে।

দুর্নীতি, প্রভাবশালী ব্যবসায়ী শ্রেণির রাজনীতিতে প্রবেশ, এবং অর্থনৈতিক বৈষম্য বেড়েছে।

---

🎯 সারসংক্ষেপ:

গত ১৬ বছরে বাংলাদেশে কার্যত গণতান্ত্রিক রাজনীতির অবসান ঘটেছে বলে অনেকে মনে করেন। এটি এখন একটি “নিয়ন্ত্রিত রাজনীতি” বা “গণতন্ত্রের মোড়কে কর্তৃত্ববাদ” হিসেবে চিহ্নিত হচ্ছে। জনগণের অংশগ্রহণ সীমিত, বিকল্প রাজনৈতিক শক্তি দুর্বল, আর শাসক দলের নিয়ন্ত্রণ সর্বব্যাপী।

---

❓ ভবিষ্যতের চ্যালেঞ্জ:

স্বাধীন নির্বাচন কমিশন গঠন

প্রকৃত অংশগ্রহণমূলক নির্বাচন

মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার

বিরোধী রাজনৈতিক শক্তির কার্যকর ভূমিকা

---

05/07/2025

"রাজনীতি যদি সেবা না হয়,
তবে তা নিপীড়নের আরেক রূপ!"

05/07/2025

যুগোপযোগী ভিডিও।

@ [825471986260973:49210:]

ক্যাপ্টেন আবু সাঈদ 🥲
05/07/2025

ক্যাপ্টেন আবু সাঈদ 🥲

04/07/2025

জনগনবান্ধন রাজনীতি চাই।
এখনকার রাজনীতি এর বিপরিতগামী হয়ে উঠেছে।

Address

Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Ashikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashikur Rahman:

Share