16/04/2025
আমি কারো রাত জাগার কারণ হতে পারি নি, কেউ আমাকে ২০, ৩০ টা কল দেয়নি, একদিন offline গেলে কেউ শত শত message দিয়ে inbox ভরে নাই, কেউ কখনো ভুল করে আমাকে বলে নি আজ আমার মন ভালো আছে কি না, কারো মনে মস্তিষ্কে, কারো story কারো covar photo তে, কারো wellpaper হতে পারি নি, কারো গল্পে প্রসংশা পাইনি, কারো কলমের আচরে আমার নাম স্তান পায়নি, সত্যি দিন শেষে আমার আর কেউ থাকে না, আমার কেউ নেই আমি কারো না...!!