22/07/2025
আজ থেকে ঠিক "১বছর আগে,বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজশাহীর পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
কিন্তু সে ১২মাসের সাজানো,গুছানো,
ভালোবাসাময় ছোট্ট সংসার আজ এক নিমিষেই
শেষ হয়ে গেলো উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির কাছে।💔
বিয়ের "১বছরে"তাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি,কথা ছিলো প্রশিক্ষণ এর কাজ শেষ করে তিনি একটা লম্বা ছুটির দরখাস্ত দিবেন কিন্তু জীবন থেকে তিনি শেষ বারের মত ছুটি পেয়ে গেলেন।
তৌকির ৭৬ বিএএফএ কোর্সের বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর তাকে উদ্ধার করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
আজ দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানটি বিধ্বস্ত হয়।
তিনি চাইলেই প্যারাসুট এর সাহায্য নিজেকে রক্ষা করার একটা শেষ চেষ্টা করতে পারতো,তা না করে বিমান টা সড়ানোর জন্য কিন্তু শেষ অব্দি লড়ে গেছেন।।
যে আকাশ ছিলো তার স্বপ্নের উঠোন সে আকাশ-ই হলো তার শেষ আশ্রয়।স্বপ্ন পূরনের দিন পৃথিবী ছাড়তে হলো।😓
যায় হোক,আজীবন ট্রমা হয়ে গেলো "জুলাই মাস টা"!
বাংলাদেশ এ আতঙ্কিত জুলাই থেকে কবে মুক্তি পাবে আমার সত্যি জানা নেই।এ দূর্ঘটনায় যারা যারা আহত হয়েছে তাদের জন্য সমবেদনা এবং প্রার্থনা রইলো।
"জুলাই" আর ফিরে না আসুক বাংলার বুকে।💔💔