02/07/2024
🧏🏻♀️বাচ্চা খেতে না চাইলে খাবারে ভিন্নতা ও পরিবর্তন আনতে করনীয় -
✏️ ডিম সিদ্ধ না খেলে এগ 🥚 রোল , পুডিং , স্যুপ, ডিম নুডুলস, ডিম পরোটা , ডিম ভাজি ইত্যাদি বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাকে ।
✏️ অসুস্থ হলে মাছের 🐟প্রতি অনীহা জন্মায়, তখন তৈরি করে দিন মাছের🐟 টিকিয়া বা চপ।
✏️ চিকেন চপ 🍗, চিকেন ফ্রাই🍖, চিকেন স্যান্ডুইচ , চিকেন বল , স্যুপ মুরগি শুধু সিদ্ধ করেও দিতে পারেন । আর চিকেন স্টু 🍢বানালে তাতে সবজি ও মাখন যোগ করুন।
✏️ আলুর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। তাই প্রতিদিনের খাবারে আলু 🥔রাখতে পারেন। স্বাদ আনতে আলুর 🥔পরোটা দিতে পারেন।
✏️ ভাত, রুটি খেতে না চাইলে আলু 🥔খাওয়াবেন, নয়তো নুডুলস খাওয়াবেন । নানা রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিন। ডিম🥚 দিয়ে সিদ্ধ মুগডালের খিচুড়িও দিতে পারেন।
✏️একমাত্র মরিচ ছাড়া যে কোনও মশলা বাচ্চার রান্নায় মেশাতে পারেন। এতে খাবারে স্বাদ আসবে।
✏️ নানা ধরনের সবজি 🥕সিদ্ধ একটু মশলা দিয়ে পরিবেশন করতে পারেন। চিঁড়া সিদ্ধর🍚 বদলে চিঁড়ার পোলাও দিন।
✏️ দু’ বছরের বেশি বয়সি বাচ্চাদের লুচিও🥧 দিতে পারেন।
✏️বিভিন্ন ফল🍎🥭 দিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে দিন। বাচ্চা কিছুই খেতে না চাইলে আইসক্রিম দিয়ে মিল্ক শেক 🍹বানিয়ে দিন। আইসক্রিমের মধ্যে দুধ ও মৌসুমি ফল দিয়ে শেক বানান।
✏️এই সময়ে বাচ্চারা একটু তরল খাবারের প্রতি আগ্রহ দেখায়। মিল্কশেক 🍹কাজে দেবে। ক্যালরিও পাবে। অসুখের সময় বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই প্রয়োজনও মিটবে।
✏️বাচ্চার ফরমুলা ফুডে কলা🍌, আপেল 🍎মেশাতে পারেন। দুধ পছন্দ না হলে, কাস্টার্ড বা রায়তা দিতে পারেন।
✏️ বাচ্চাকে সুস্বাদু খাবার খাওয়াতে গিয়ে দোকানের কেনা নয়, বাড়িতে বানানো খাবার খাওয়াবেন।
👉🏻 বাচ্চাদের খেলাধুলোর মধ্যে রাখুন। এতে হজম শক্তি বৃদ্ধি পায় । হজম ঠিক মতো হলে খিদে পাবে খাবারও ভালো খাবে
পেইজে দেয়া তথ্য ভালো লাগলে এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজে লাইক ফলো দিয়ে পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ 🥰