OneWay Melodies

OneWay Melodies The words of one sided lovers ��
(1)

25/04/2024

-ধোকার দরবারে আমি শিষ্য, আমার প্রিয়জনের প্রতি বিশ্বাসে আমি নিঃস্ব 🖤

31/03/2024

আমি কলমটি দিয়ে পুরো বই লিখলাম,যদিও কলমে কালি ছিলো না 😅💔

27/03/2024

Real sadness is forcing yourself to loose feelings for someone-you still love the same way 💔

21/03/2024

পুরুষের অর্ধেক জীবন অপূর্ণতায় আর বাকি অর্ধেক যায় কারো উপর থেকে অধিকার হারিয়ে তার স্মৃতি নিয়ে বেচে থেকে😅💔

13/03/2024

মায়া থাকলে বিড়াল মা'রা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে। আর মায়া না থাকলে মানুষ ম*রলে ও গায়ে লাগে না।

04/03/2024

আমার সাথে মানুষজন যেমন আচরণ করে আমি যদি একবার,জাস্ট একবার তাদের সাথে সেম আচরণ করা শুরু করি;তাহলে আমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ হয়ে যাবো।

01/03/2024

I don't know why! but আমি কোনো কিছুই সহজ ভাবে নিতে পারিনা , দিনশেষে সব কিছুই আমাকে খুব ভাবাই ....... !

খুব ছোটো ছোটো জিনিসও আমাকে ভীষণ ভাবে মুড অফ করে দেয় ......... !
খুব অল্পতেই আমি কেঁদে ফেলি .... !
আবার কারো কাছে খুব সামান্য উপহারেও আমি খুব খুশি হয়ে যায় .....

01/03/2024

একদিন চাঁদ আমায় জিজ্ঞাসা করলো,"এখন কোথায় সেই মানুষ যার সাথে প্রতিদিন আমার তুলনা করতে?"

আমি বললাম,"সে এখনও তোমার থেকে অনেক সুন্দর।আর এখন তো দূরত্বটা তোমার থেকেও বেশি হয়ে গেছে"।

26/02/2024

তারপর,এখনও ব্লকড আছো না তার সকল কিছু থেকে???

সে দোষ করে এমনভাবে বিদায় নিলো যেনো সব দোষ আমার।আমি ক্ষমা করে এমনভাবে বিদায় নিলাম যেনো সব ভুল আমার।বইঃ ফিলোসফির বয়স কত-...
25/02/2024

সে দোষ করে এমনভাবে বিদায় নিলো যেনো সব দোষ আমার।
আমি ক্ষমা করে এমনভাবে বিদায় নিলাম যেনো সব ভুল আমার।

বইঃ ফিলোসফির বয়স কত

- কাইকর।

23/02/2024

কিছু মানুষকে মেসেজ দিয়ে বলতে ইচ্ছে করে "দরকার শেষ?

22/02/2024

সব মৃত্যু দেহের হয়না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছের'ও হয়।

21/02/2024

- ধরে নে ফিরে আসবে না।তাহলে কষ্ট কম পাবি।ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস - মানুষটা ফিরছে না - কষ্ট বেশি না???

20/02/2024

আমার বন্ধু কয়েক বছর আগে মারা গেছে। আজ তার নাম্বার থেকে সারপ্রাইজ কল পেলাম। দেখা গেল তার ছোট ছেলে। সে আমার কাছে একটি বাইক চায়। আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে চেনে কিনা। তিনি উত্তর দিলেন, "না, তবে আমি একজন ব্যক্তির সাথে আমার বাবার একটি ছবি পেয়েছি এবং ছবির পিছনে আমি এই নম্বরটি পেয়েছি এবং সেখানে লেখা ছিলো : তোমার যদি কিছুর প্রয়োজন হয় এবং আমি আশেপাশে না থাকি, তাহলে তাকে জিজ্ঞাসা করিও, সে আমিই, শুধু শরীর আলাদা ☺️☺️
©️

Boys bond 🥰💖

19/02/2024

আবার সেই ভেজা চোখের কথা মনে পড়ল।
হৃদয় যার কাছে বিরহ-আগুন নেভানোর মিনতি জানাত।

19/02/2024

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি।
নয়তো গিয়েছি হেবে,
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে।

18/02/2024

একটা শান্ত জীবন চাই। একেবারে শীতল জলের মতো শান্ত, যেখানে নেই আকাঙ্খা, হাতাশা কিংবা ঐশ্বর্য!

16/02/2024

A broken women know how to love, but not who to love

But a broken men know who to love, but not how to love 😅

15/02/2024

মারা যাওয়ার মানেই হেরে যাওয়া নয়,মরার পরেও বাইরে থেকে কিছু হয়নি বোঝানোটাই বিরাট পরাজয়ের আশ্বাস দেয় 😅

14/02/2024

উপন্যাসের নির্মম ব্যর্থ চরিত্রের মানুষটা বোধহয় আমি। যার সব কিছুতেই ব্যর্থতার ছাপ।

14/02/2024

আমি যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করতে পারি, যদি তুমি আমার নিশ্চয়তা দাও দীর্ঘ অপেক্ষার পর তুমি শুধু আমার হবে।

To my special person You still important to me with or without conversation. You are always in my mind."Happy Valentines...
14/02/2024

To my special person You still important to me with or without conversation. You are always in my mind."

Happy Valentines day 💘💔

13/02/2024

আমি তার জন্যে সবকিছু ছাড়লাম কিন্তু সে সবকিছুর জন্যে আপনাকে ছেড়ে চলে গেলো 😅💔

12/02/2024

আগে বলতাম আমার অনেক বন্ধু আছে,
আর এখন বলি আমি অনেকজনকে চিনি।

সবই পরিস্থিতির ব্যাপার 😅💔

12/02/2024

A real man will carry his love to his grave 🪦💔

11/02/2024

কথা দেওয়া কারো কাছে নিছক উপলক্ষ্য,আবার কারো কাছে শক্ত একটা খুঁটি।

10/02/2024

তোমাকে আমি এতোটা ভালোবাসি যে, তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হট করে Gallery তে থাকা ছবিটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তোমাকে আমি এতোটা ভালোবাসি যে, ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দেই।

রাতের আঁধারে মাথার নিজের বালিশ ই জানে কান্না কাকে বলে। ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না, তাইতো বালিশেই মাথা রেখে কেঁদে যাই। তোমাকে ভেবে কাঁদলেও অন্যরকম এক শান্তি অনুভব হয় মনের ভিতর। কাউকে বলতে না পারা কথাগুলোও যেনে কিছুটা হালকা মনে হয়। তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি তা কখনোই বুঝতাম না। কাউকে যে নিজের সবটা দিয়েও ভালোবাসা যায় সেটা জানা ছিল না।

©️

10/02/2024

কাউকে তার রাগ নিয়ে কথা শোনানোর আগে তার ভিতরে থাকা ব্যাথাকে অনুভব করুন ☺️

10/02/2024

আমার হাতে যদি কিছু মুছে ফেলার ক্ষমতা থাকতো তাহলে আমি সেই দিনটি মুছে ফেলতাম যেদিন আমি তোমার প্রেমে পড়েছিলাম 💔

09/02/2024

কি আজব ব্যাপার
মানুষ সারাজীবন খুশি থাকার জন্যেই বেশি চিন্তিত থাকে 😅

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when OneWay Melodies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rangpur

Show All

You may also like