Kanon

Kanon My life my style �

23/06/2025

ধন্যবাদ ntv 👍🏿

17/03/2025

ঐ কিরে ঐ কিরে ঐ কিরে ঐ কিরে, মধু মধু; রসমালাই🍉

17/02/2025

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

আমাদেরকে শিরকমুক্ত আমল এবং হিংসা-বিদ্বেষমুক্ত অন্তর দান করো।

01/02/2025

আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই
এখনও যত্ন করে যাই,
যদিও তুমি বহুদূরে..

আমি আজও পাগল তোমারই ওই প্রেমে
গেছি হারিয়ে রাতের আকাশে,
তবে কি কাহিনী শেষ আমাদের?
আমি ভাবি, যদি আবার
ছুঁতে পারতাম তোমাকে
সত্যি বা, স্বপ্নই হোক
এ দূরত্ব শেষ হয়ে যেত যে।

ভালোলাগা, ভালোবাসার তফাৎ কি যে হয়
জানতাম না
তবে কি আজ, সব দোষটা আমার ?
দেরি করেছি বুঝতে, তবু ভয়
ভয় পেওনা, আমি আছি, তোমারই পাশে
দূরে যেও না, রাখবো আমি, জড়িয়ে তোমাকে।

ভালোবাসা অবিরাম 🥰😍🥰সাকিব আল হাসানটেস্ট ক্রিকেটে দ্রুততম;২০০০ রান ও ১০০ উইকেট - সাকিব আল হাসান৩০০০ রান ও ১৫০ উইকেট - সাকি...
17/01/2025

ভালোবাসা অবিরাম 🥰😍🥰
সাকিব আল হাসান

টেস্ট ক্রিকেটে দ্রুততম;

২০০০ রান ও ১০০ উইকেট - সাকিব আল হাসান
৩০০০ রান ও ১৫০ উইকেট - সাকিব আল হাসান
৪০০০ রান ও ২০০ উইকেট - সাকিব আল হাসান

ওডিয়াই ক্রিকেটে দ্রুততম;

৩০০০ রান ও ১৫০ উইকেট - সাকিব আল হাসান
৪০০০ রান ও ২০০ উইকেট - সাকিব আল হাসান
৫০০০ রান ও ২৫০ উইকেট - সাকিব আল হাসান
৬০০০ রান ও ২৫০ উইকেট - সাকিব আল হাসান
৭০০০ রান ও ৩০০ উইকেট - সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম;

৮০০০ রান ও ৪০০ উইকেট - সাকিব আল হাসান
৯০০০ রান ও ৪৫০ উইকেট - সাকিব আল হাসান
১০০০০ রান ও ৫০০ উইকেট - সাকিব আল হাসান
১১০০০ রান ও ৫৫০ উইকেট - সাকিব আল হাসান
১২০০০ রান ও ৬০০ উইকেট - সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান;- ৪৪৭ ম্যাচ, ১৪৭৩০ রান, ১০০ ফিফটি, ১৪ সেঞ্চুরি, ২১৭ সর্বোচ্চ, ৭১২ উইকেট, ২৪ বার ইনিংসে ৫ উইকেট, ৭/৩৬ সেরা বোলিং ফিগার!

- আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ১০ হাজার রান রয়েছে ৮৬ জন ক্রিকেটারের। এদের মধ্যে একমাত্র সাকিবেরই রয়েছে ৬০০+ উইকেট।

- আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৬০০ উইকেট নিয়েছেন ২৩ জন বোলার। এদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন সাকিব আল হাসান - ১৪ টি। অন্যকারো ৫ টির বেশি নেই।

টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান; ৭১ ম্যাচ, ৪৬০৯ রান, ৩৭.৭৮ গড়, ৩১ফিফটি, ৫ সেঞ্চুরি, ২৪৬ উইকেট, ১৯ বার ইনিংসে ৫ উইকেট।

- প্রায় ১৩৫ বছরের টেস্ট ইতিহাসে সাকিবের চেয়ে একই সাথে 'রান, উইকেট, ব্যাটিং গড়, ইনিংসে ৫ উইকেট, সেঞ্চুরি, ক্যাচ' বেশি নেই আর কোন ক্রিকেটারের।

- টেস্ট ক্রিকেটে একই ম্যাচে 'ফিফটি ও ৫ উইকেটের' ডাবল মোট ৯ বার অর্জন করেছেন সাকিব আল হাসান। টেস্ট ইতিহাসে তাঁর চেয়ে বেশি এই কীর্তি গড়তে পেরেছেন শুধুমাত্র ১ জন, ইয়ান বোথাম (১১ বার)

- টেস্ট ক্রিকেটে একই ম্যাচে 'সেঞ্চুরি ও ১০ উইকেট' পেয়েছেন মাত্র ৩ জন। এর মধ্যে সাকিব একজন। হিসেবে এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার সাকিব।

- টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৯ টি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন ইতিহাসের ৪ জন বোলার। এর মধ্যে সাকিব একজন।

- টেস্ট ক্রিকেটে ৯ টি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার ও টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি শতক হাঁকানো একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

- ইতিহাসের প্রথম ও একমাত্র স্পিনার হিসেবে সাউথ আফ্রিকার মাঠে প্রথম ২ টেস্ট ইনিংসেই ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

- টেস্ট ক্রিকেট এ এশিয়ান হিসেবে SENA দেশগুলোতে কমপক্ষে ১ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন ৯৪ জন। এদের মধ্যে SENA দেশগুলোতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান (২১৭)

- SENA দেশগুলোতে কমপক্ষে ৩ বার ৫ উইকেট শিকার ও ডাবল সেঞ্চুরি হাঁকানো একমাত্র এশিয়ান ক্রিকেটার সাকিব আল হাসান।

- টেস্ট ক্রিকেটে ৫ বার সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান। যা বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটে ৬ বার ম্যাচসেরাও হয়েছেন তিনি। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ!

ওডিয়াই ক্রিকেটে সাকিব আল হাসান; ২৪৭ ম্যাচ, ৭৫৭০ রান, ৩৭.১১ গড়, ৫৬ ফিফটি, ৯ সেঞ্চুরি, ৩১৭ উইকেট, ৪ বার ৫ উইকেট, ৫/২৯ সেরা বোলিং ফিগার!

- ওডিয়াই ক্রিকেট ইতিহাসে একই সাথে সাকিবের চেয়ে বেশি 'রান, উইকেট, ব্যাটিং গড়, শতক, উইকেট' নেই আর কোন ক্রিকেটারের।

- ওডিয়াই ক্রিকেটে ২৭ বার ম্যাচসেরা ও ৭ বার সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান! দুটোই বর্তমানে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ওডিয়াই বিশ্বকাপ ইতিহাসে কমপক্ষে;

১০০০ রান করেছেন - ২১ জন
৩০ উইকেট নিয়েছেন - ২৯ জন

দুইটাই নিয়েছেন - সাকিব আল হাসান*

বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করা ৫ জনের একজন! এদের মধ্যে একই বিশ্বকাপে ১১ টি উইকেটও আছে সাকিবের! বিশ্বকাপ ইতিহাসে ৫০০ রান ও ১০ উইকেটও আর কারোর নেই!

বিশ্বকাপের নির্দিষ্ট এক আসরে সবচেয়ে বেশি ৭ বার ৫০+ রানের ইনিংস খেলেছেন মাত্র ২ জন!১. সাকিব ও ২. শচিন!

বিশ্বকাপে এক ম্যাচে ফিফটি ও ৫ উইকেট নিয়েছেন মাত্র ২ জন, এর মধ্যে সাকিব একজন।

বিশ্বকাপের এক আসরে সবগুলা ইনিংসেই ৪০+ রান করা একমাত্র ক্রিকেটার সাকিব! ২০১৯ বিশ্বকাপে খেলা ৮ ইনিংসে সর্বনিম্ন স্কোর ছিলো ৪১ রান!

টি-২০আই ক্রিকেটে সাকিব আল হাসান;- ১২৯ ম্যাচ, ২৫৫১ রান, ১৪৯ উইকেট, ২ বার ৫ উইকেট।

- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেট শিকার করা একমাত্র ক্রিকেটার।

- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ম্যাচে ৪০+ রান ও ৫ উইকেট শিকার করা একমাত্র অধিনায়ক।

- টি২০ বিশ্বকাপে ৫০০+ রান ও ৪০+ উইকেট শিকার করা একমাত্র ক্রিকেটার।

- টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক। (৪১)

- আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সিরিজসেরার মালিক (৪)

- একই সাথে ৩ ফরম্যাটেই আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠা একমাত্র ক্রিকেটার।

- আইসিসি দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি।

12/01/2025

See you together very soon a beautiful morning😜

02/12/2024

ইনসাফ অথবা ইন্তে'কাল🤗

02/12/2024

বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না ।
সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী।
মতের অমিল হলেই ,প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে ।
তাই কেউ যদি বলে ," জানেন, হাতি উড়তে পারে।"
তর্ক না করে বলুন , " হ্যাঁ জানি , আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল"।🙂

01/11/2024

যদি তুমি থাকতে চাও আমি
সারা জীবনের জন্য রেখে দিতে রাজি।
😔

26/10/2024

বড্ড বেশি ভালোবাসি💕

26/08/2024

আবার আসিবো ফিরে
কখনো সংখ্যালঘু, কখনো ডাকাত, কখনো সুশীল
আবার কখনো বা আনসার কিংবা রিকশাওয়ালার বেশে 😆😄😜

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kanon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share