11/12/2025
পৃথিবীর সবকিছুই পরিবর্তনের স্রোতে ভাসে। সময় কাউকে আগলে রাখে না, বরং এগিয়ে যেতে বাধ্য করে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে মানুষও বদলে যায়। তবু অনুভূতির যে অটুট জগৎ আমাদের ভিতরে লুকিয়ে আছে, তা যুগান্তরের পরও অপরিবর্তিত থাকে। তাই বলা যায়— সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু অনুভূতি—সেই অনাদি মানবিক সত্য—অবিকল থেকে যায়।