Faruk khan

Faruk khan "Welcome to [Faruk khan] Join us on our journey as we explore everyday life, travel adventures, and personal growth.

From behind-the-scenes vlogs to practical tips and fun challenges, we share a bit of everything that makes life exciting.

03/09/2024

বালি দিয়ে তৈরি রাজ প্রাসাদ।

01/09/2024

পেন্টিং শিখে ইনকাম করুন।Learn painting and earn 2024

01/09/2024

photography.

06/07/2024

ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত পরীক্ষা চলছে। এই পরীক্ষার নাম কি জানিনা।যাই হোক, আমার এলাকার ছোট ভাই-বোন এক্সাম দিতে যাচ্ছে। সাথে বই দেখলাম। মনে প্রাশ্ন জাগলো! তাই বললাম, বই কেনো! দিতে যাচ্ছো পরিক্ষা সাথে বই কেনো!

উত্তরে বললো,

আমাদের স্কুলে থেকে টিচাররা বলে দিছে বইয়ে লিখে নেওয়ার জন্য। বই দেখেই লিখতে দিবে। তবে হেড টিচার আসলে যেন বই লুকিয়ে ফেলে। শুনলাম পরিক্ষার আগের দিন টিচাররা প্রশ্ন কি আসবে আগের দিনে বলে দেয়। এই হচ্ছে বর্তমানের স্মার্ট বাংলাদেশের এডুকেশন সিস্টেম।

আগেকার সময়ের আমাদের এডুকেশন সিস্টেম হয়তো তেমন ওয়ার্ল্ডক্লাস বা আপডেটেড ছিলো না।কিন্তু তখন এটলিস্ট সবার পড়া লাগতো। টিচাররাও পড়া বুঝতো।আমাদের বুঝাতে পারতো।অন্তত পাশ করার জন্য বা ফেইলের ভয়ে হলেও এক্সামের আগের রাতে পোলাপান পড়াশোনা করতো।

এরপরে আসলো এখনকার স্মার্ট এডুকেশন সিস্টেম।এই সিস্টেমের আগামাথা না টিচাররা বুঝে, না স্টুডেন্টরা বুঝে, না বুঝে গার্ডিয়ানরা।জাস্ট সরকার থেকে চাপিয়ে দিছে তাই পড়তে হচ্ছে,পড়াতে হচ্ছে।

এই যে এত সূক্ষ্মভাবে জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হচ্ছে এইটার দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই।বরং এই সিস্টেম নিয়ে এক মহিলা গার্ডিয়ান আপত্তি তুলছিলো দেখে উনাকে নিয়ে ট্রল বা উনার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছিলো আমাদের নেটিজেনরা। এইভাবে পড়াশোনা করে আসলে লাভটা কি হচ্ছে? কিছুই না।এইটা ততদিন অবধি বুঝবেন না যতদিন না নিজের কোনো বাচ্চা বা রিলেটিভ এই সিস্টেমে ঢুকতেছে।

07/04/2024

আমি আল্লাহর কাছে কিছু চাইছি, আর আল্লাহ আমাকে সেটা দেন নাই, এমন কখনও হয় নাই।

তবে, অন্য একটা জিনিস হইছে-

আমি হয়তো খুব করে কিছু চাইছি, তিনি আমাকে সেটা দেন নাই, কিন্তু তিনি আমাকে আমার সেই খুব চাওয়া বিষয় টার সংস্পর্শে, একটু নিরাপদ দূরত্বে রেখে দিছেন কিছু সময়।

ঠিক তত টুকু সময়, যত টুকু পর আমি নিজেই উনাকে থ্যাংক ইউ জানাতে বসছি যে ভাগ্যিস তিনি আমাকে ওটা দেন নাই!

এর পরপরই তিনি সেটা রিপ্লেস করছেন, এমন কিছু দিয়ে যা আমি কখনও কল্পনা করি নাই আমি পেতে পারি।

আমি খুব ধার্মিক না, তাই আমার একটু লজ্জা, একটু সংকোচ লাগে এটা বলতে যে আমি আল্লাহ্ কাছে যা চাই সেটাই আল্লাহ্ আমাকে দেয়।
আর আমি তাই নিয়ে আলহামদুলিল্লাহ্! ভালো আছি।

01/04/2024

ঐ একজন ই ফাঁকিবাজ বেশি।তাই কোনোদিন ক্লাস না করলেও, যতোই ঝড় তুফান থাকুক পরীক্ষায় সে উপস্থিত থাকবেই।😀😹

30/03/2024

Boycott Israel। 🚫🚫

30/03/2024

Boycott Israel. 🚫🚫

Boycott Israel
Boycott Israel
Boycott Israel
Boycott Israel
বয়কট ইসরাইলি পণ্য
বয়কট

19/03/2024

আমি লক্ষ্য করে দেখেছি যেসব মেয়েরা অনেকগুলো ছেলের মধ্যেখানে বসে গল্প আর আড্ডাবাজিতে মেতে ওঠে, কারণে-অকারণে হাসতে হাসতে পাশে বসে থাকা কোনো ছেলেবন্ধুর গায়ের উপর পড়ে যেতে উপক্রম হয় এই টাইপের মেয়েদেরকে ছেলেরা শুধু মেয়েবন্ধু হিসেবেই গ্রহণ করে। কখোনো তাদের "বধূ" বানাতে চায়না।

আপনি কি জানেন সব পুরুষেরাই যে বিবাহের উদ্দেশ্যে রক্ষণশীল পরিবারের "ভদ্র" মেয়েদেরকেই অধিক পছন্দ করে? তা নিজের চরিত্র যেমনি হোক না কেনো! এর দ্বারাও কি আমার বোনেরা, আপনারা কিছুই বুঝেন না? এর মানে হচ্ছে সহজপ্রাপ্য জিনিসের কোনো মূল্য নেই। যখনই আপনি পুরুষ প্রজাতির কাছে সহজলভ্য হয়ে গেলেন তখনই তারা আপনাকে বধূর মর্যাদা দেওয়ার পরিবর্তে শুধুই তাদের আড্ডাবাজির সদস্য হিসেবেই রাখাটাকেই যথেষ্ঠ মনে করবে।

#সীরাহ

18/03/2024

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন।
ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

আর মানানসই পাত্রস্থ করতে না পেরে। আর মস্তিষ্ক বিগড়ে যাবার কারণে। এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে।

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷
আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিক ভাবে পুরুষ।

স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। আর পুরুষের মতই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয়। ভোগবাদের জগতেই দেখতে চায়

আল্লাহর কসম করে বলছি। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা''জ্জা'''ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হয়েছে।

এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে। আখিরাতেও লাঞ্চিত হয়ে জা''হা''ন্না''মে যাবে৷
এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফি'''তনা৷।

🗣️ WQ

16/03/2024

এই খেলা কার সাথে খেলতে চান তাকে মেন্সোন দেন।😀
Give mensone to whoever you want to play this game with.😀

13/03/2024

এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার বাংলাদেশের,ডাইরেক্টর স্যার এর ব্রিফিং। ইপিএস কর্মী নিয়োগ এবং সাময়িক বিষয় ২০২৪
HRD Korea EPS Center Bangladesh, Director Sir's briefing. EPS Recruitment and Current Affairs 2024

Address

Rowmari
Rangpur
5640

Telephone

+8801701128234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faruk khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faruk khan:

Share

Category