Maruf Billah

Maruf Billah bangla article,love statues

31/03/2025

ঈদ মোবারক

30/03/2025

ঈদ মোবারক
🕌

19/03/2025

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই মানবিক বিপর্যয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সমর্থন প্রদর্শনের জন্য নিচের মতো স্ট্যাটাস ব্যবহার করতে পারেন:

"গাজার নিরীহ মানুষের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন জানাই। মানবতা আজ কোথায়?"

"ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করি। শান্তি ফিরে আসুক গাজায়।"

"গাজার শিশুদের হাসি ফিরিয়ে আনতে বিশ্ববাসীর উচিত একসঙ্গে দাঁড়ানো।"

"মানবতার স্বার্থে গাজায় সহিংসতা বন্ধ হোক। শান্তি প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে আছি।"

এছাড়াও, গাজার পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য হ্যাশট্যাগ , ,

16/03/2025

উৎসবের আনন্দের আড়ালে আবারও নির্মম সহিংসতা। ভারতের উত্তরপ্রদেশে হোলির দিনে মুসলিম ব্যক্তি শারিফকে শুধু রং মাখতে অস্বীকার করার জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে! এটা কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি সাম্প্রদায়িক বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ।

ধর্ম যার যার, উৎসবও যার যার আনন্দময় হওয়া উচিত। কিন্তু কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া, বিশেষত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো—এটা কি সত্যিই উৎসবের শিক্ষা?

এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে! মানবতা, ন্যায়বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়ানোর এখনই সময়। ✊🏽 "

আমি জীবন্তদের শহরে মৃত আত্তা,আমি বসন্তের বাতাসে ধুলোয় ঝাপসা ।আমি উপহারে রক্তিম গোলাপ নই ,আমি সমাধিতে ঝরে পরা বর্ষার জুঁ...
11/03/2025

আমি জীবন্তদের শহরে মৃত আত্তা,
আমি বসন্তের বাতাসে ধুলোয় ঝাপসা ।
আমি উপহারে রক্তিম গোলাপ নই ,
আমি সমাধিতে ঝরে পরা বর্ষার জুঁই ।

09/03/2025

শাহবাগী নিয়ে দুইটি লাইন

1. এরা প্রচুর ন্যায়নীতির কথা বলবে যা সব তাদের কর্মকাণ্ডের জন্য সহায়ক
২. এরা ধর্মের বেলা উদাসীন মানে এক কথায় ওদের গায় কাটা ফরার মতো

এরা হলো সেই জাতি যারা লেজ বিহীন এক বিচিত্র প্রাণী।তারা নিজেরাও জানে যে ধর্মীয় অনুশাসন ন্যায় নীতির সবথেকে বড় উদাহরণ যেটা সমাজ তথা একটা জাতি কিংবা তার থেকে বেশি দেশ ছেড়ে বিশ্ব ব্যাপী সমৃদ্ধ।কিন্তু তারা এটা মানতে নারাজ তার কারণ ন্যায়নীতির থেকে যে নৈতিকতা গুরুত্বপূর্ণ যেটা তাদের মাঝে আপনি পাবেন না।তারা অনৈতিক কাজ করবে r সেটা কে তারা তাদের ধর্মে (শাহবাগী) হালাল মনে করে।এরা অবাধে মেলামেশা কে হালাল মনে করে কিন্তু কেউ যদি ইচ্ছার বিরুদ্ধে করে তবে সেটা নীতির বাইরে।তার মানে নিজ ইচ্ছাতে হালাল ইচ্ছার বাইরে হারাম। তাদের কাছে সীমাবদ্ধতা থাকা চলবে না । কিন্তু ধর্মে প্রতিটা বিষয়ের সীমাবদ্ধতা রয়েছে।বিধি নিষেধ যেটা সমাজ কেনো পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে।কথা গুলা বলার কারন আশেপাশে কিছু মানুষ দেখি যারা ন্যায়নীতির কোথায় পটু কিন্তু তাদের চরিত্র শাহবাগী মার্কা

এই শাহবাগী ও তাদের দোসর নিপাত যাক
দেশ ও জাতি মুক্তি পাক

#শাহবাগী

09/03/2025

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজে এমন অপরাধীদের কোনো জায়গা নেই। যারা অন্যের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই!

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।

ন্যায়বিচার চাই, অপরাধীর শাস্তি চাই!

উপলব্ধি করতে শেখো তুমি একা, নয়ত সর্ম্পকের অভাবে একদিন মারা যাবে
08/03/2025

উপলব্ধি করতে শেখো তুমি একা, নয়ত সর্ম্পকের অভাবে একদিন মারা যাবে

07/03/2025

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে নির্ভর কর, তবে তিনি তোমাদের সেইভাবে রিজিক দেবেন, যেমন পাখিদের দেন—তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে।"
(তিরমিজি: ২৩৪৪)

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share