03/09/2024
কোনো কাজেই আজকাল কোনো প্রশান্তি খুঁজে পাচ্ছি না, যেদিকেই তাকাচ্ছি শুধু হতাশার প্রতিচ্ছবি ভেসে উঠে।
না পারছি কোথাও হারাতে,না পারছি স্থায়ী ভাবে থাকতে।
চারপাশে এত কিছু থাকার পরেও কেমন যেন এক শূন্যতায় বসবাস করছি।🌿