Md Tanjed Islam

Md Tanjed Islam * আমি বিশ্বাস করি ENTERTAINMENT সকলের জন্য গুরুত্বপূর্ণ।

"মেঘের কোলে ঢাকা আজ আকাশ,ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে ভাসে মন-প্রাণ।এই নীলাভ স্যাঁতসেঁতে হাওয়ায়কেমন যেন হারিয়ে যাই... নিজের...
17/06/2025

"মেঘের কোলে ঢাকা আজ আকাশ,
ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে ভাসে মন-প্রাণ।
এই নীলাভ স্যাঁতসেঁতে হাওয়ায়
কেমন যেন হারিয়ে যাই... নিজেরই গহীন ভাবনায়। 🌧️💙"

🖤 #মেঘলা_দিন া_গল্প #বৃষ্টি_ভালোবাসা
#বৃষ্টি #মেঘ

16/06/2025

আবারো চলে আসলাম মনিটাইজেশন ইস্যু রিমুভ করার জন্য

16/06/2025

তুমি হয়তো ভাবছো — আমার কিছু নেই, আমি কোথা থেকে শুরু করব?
আসল প্রশ্ন এটা না…
প্রশ্ন হচ্ছে — তুমি আজ কী করছো?

তুমি যেখানেই থাকো, সেখান থেকেই শুরু করা সম্ভব।
বড় সাফল্যের পেছনে ছোট ছোট শুরু লুকিয়ে থাকে।

তোমার আজকের ছোট্ট চেষ্টাই আগামীকাল তোমার জীবন বদলে দিতে পারে।
সুতরাং অপেক্ষা কোরো না — এখনই শুরু করো!

কারণ তোমার সময়, এখনই।

👨‍👦 বাবা আর ছেলে – এক অদৃশ্য বন্ধনের নাম।ছোটবেলায় যার হাত ধরে হাঁটা শিখি,বড় হয়ে সেই হাতটাই একদিন ধীরে ধীরে ছাড়ি...কিন্তু...
14/06/2025

👨‍👦 বাবা আর ছেলে – এক অদৃশ্য বন্ধনের নাম।

ছোটবেলায় যার হাত ধরে হাঁটা শিখি,
বড় হয়ে সেই হাতটাই একদিন ধীরে ধীরে ছাড়ি...
কিন্তু বাবা কখনো ছেড়ে দেন না।
চোখে না দেখালেও, তিনি আছেন—
ভরসা হয়ে, ছায়া হয়ে, প্রার্থনা হয়ে।

🌿 ছেলেরা বড় হয়, বদলায়, ব্যস্ত হয়ে পড়ে...
কিন্তু বাবারা চুপচাপ থেকে যান আগের মতোই—
অপরিবর্তনীয়, নিঃশব্দ, নিঃস্বার্থ ভালোবাসায় ভরা।

বাবা, তুমি একজন নয় — তুমি আমার জীবনের ভিত্তি। ❤️

#বাবা_ছেলের_বন্ধন #নিঃশব্দ_ভালোবাসা #ফ্যামিলি_টাইম

🕋 ঈদ-উল-আযহা মোবারক! 🌙✨ত্যাগের মহিমায় ভাসুক আজকের এই পবিত্র দিন।আত্মত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি একান্ত আনুগত্য—এই ...
07/06/2025

🕋 ঈদ-উল-আযহা মোবারক! 🌙✨
ত্যাগের মহিমায় ভাসুক আজকের এই পবিত্র দিন।
আত্মত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি একান্ত আনুগত্য—এই হলো কোরবানির শিক্ষা।

🐄🐏 কোরবানির পশু নয়, আল্লাহ্‌ গ্রহণ করেন আমাদের নিয়ত ও তাকওয়া।
চলো, এই ঈদে শুধু মাংস নয়, মন থেকেও হিংসা, অহংকার, হীনমন্যতা কোরবানি করি।

🤲 আল্লাহ্‌ আমাদের কোরবানি কবুল করুন, আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও রহমতে।
সবাইকে জানাই আন্তরিক কোরবানির ঈদ মোবারক!

#ঈদউলআযহা #ত্যাগের_ঈদ #ঈদমোবারক

05/06/2025

মনিটাইজেশনে এসে রিমুভ করার জন্য আবার চলে আসলাম লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন

জীবন এক নতুন শুরু হতে পারে, প্রতিদিনই। 🌅প্রতিটি সকাল আমাদের হাতে নতুন সুযোগ এনে দেয় — নিজেকে বদলানোর, স্বপ্নকে এগিয়ে ন...
28/05/2025

জীবন এক নতুন শুরু হতে পারে, প্রতিদিনই। 🌅

প্রতিটি সকাল আমাদের হাতে নতুন সুযোগ এনে দেয় — নিজেকে বদলানোর, স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার, ভালোবাসা ছড়ানোর।
ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের পথ দেখায়।

তাই হাল ছেড়ে দিও না। ধৈর্য রাখো, চেষ্টা চালিয়ে যাও।
কারণ তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি সক্ষম, অনেক বেশি সম্ভাবনাময়।

✨ আজকেই হোক তোমার নতুন পথচলার শুরু!
#নতুনদিন #মোটিভেশন #পজিটিভ #স্বপ্নপূরণ

Same time with my little father. ❤‍🔥🧡❤
24/05/2025

Same time with my little father. ❤‍🔥🧡❤

24/05/2025

Complete this week’s challenge to gain new skills and grow as a creator.

Address

Rangpur

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Tanjed Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Tanjed Islam:

Share