13/09/2025
মাঝে মাঝে মনে হয়—এই বিশাল পৃথিবীতে
একটাও মানুষ নেই, যে সত্যি করে জিজ্ঞেস করবে,
"তুমি কি সত্যিই ভালো আছো?"
সব হাসির পেছনে ক্লান্তি,
সব নীরবতার পেছনে অভিমান,
আর প্রতিদিন একটু করে ভেঙে পড়া আমি…
এখন আর কাউকে দোষ দেই না—
সময় বুঝিয়েছে,
না-পাওয়া মানুষদের নিয়েই সবচেয়ে বেশি অনুভব হয়।
নিজেকে আগলে রাখাই এখন ভালোবাসার নতুন রূপ।
-অনুভূতি