Math Solution in Job

  • Home
  • Math Solution in Job

Math Solution in Job BCS Target অ্যাপস অথবা ওয়েবসাইটে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন।

17/07/2025

আপডেট :

প্রাথমিকের সার্কুলার আগস্টের শেষদিকে আসতে পারে

17/07/2025

🖊️আজকের ফ্রি পরীক্ষার 🖊️
বিষয়: পূর্ণাঙ্গ মডেল টেস্ট
পরীক্ষা শেষে রেজাল্টের স্ক্রিনশট অবশ্যই কমেন্ট করুন।
পরীক্ষার লিংক কমেন্টে। 👇👇

17/07/2025

আজ রাত ৮ টায় ফ্রি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়: পূর্ণাঙ্গ মডেল টেস্ট ( ১০০ নম্বর )
যারা একটিভ শুধু তারা পরীক্ষাটি দেবার সুযোগ পাবে ।
সকলকে আমন্ত্রিত 🖊️

17/07/2025
17/07/2025

আপনি যখন ভালো একটা জব এবং অনেক টাকার মালিক হবেন
তখন চেহারা এমনিতেই সুন্দর হয়ে যাবে।তাই আপাতত চেহারা নিয়ে ভাবার সময় বাদ দিন।🙂

17/07/2025

বিষয়ভিত্তিক আমি যে বইগুলো পড়েছি, যে স্যারের কাছে পড়েছি সেটার লিস্ট অনেকেই জানতে চেয়েছেন। মোটামুটি বাজারের সব বইই একই। যেকোন একটা ভাল করে পড়েলেই হয়..

১.ভাইভা:

>ক্র‍্যাক বিসিএস ভাইভা
>হ্যান্ডবুক অন বিসিএস ভাইভা (কনফিডেন্সের)
>রিয়েল ভাইভা প্রশ্ন সমাধান (গ্রুপ ডিসকাশন)
>সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক (ফেবু,সংবাদপত্র,টেলিভিশন)

২.লিখিত:

বাংলা:এসিউরেন্স বাংলা+এসিউরেন্স ডাইজেস্ট

ইংরেজি:উত্তরণের বই ছিল তবে ওই অর্থে পড়া হয়নি এইটা।রচনা কিছু টপিক নিজের মত ডাটা,কোটেশন, পয়েন্ট নিয়ে ফর্মেট রেডি করে রাখছিলাম।অনুবাদের জন্য এম এম মহিউদ্দিনের বইটা ছিল।ডাইজেস্ট থেকে প্যাসেজের কিছু টপিক পড়ছিলাম।

অদিতির শরীফ-লতিফ স্যারের কোর্স করছিলাম।

গনিত ও মানসিক দক্ষতা: টিউশন করানোর কারণে নবম-দশম শ্রেণী এবং ইন্টারমেডিয়েটের ম্যাথ ক্লিয়ার ছিল।তবে,উত্তরণের বইটা এই দুইটাই কাভার করেছে।এই বই থেকে চর্চা করতাম।অনেকে ম্যাথ কক্টেল ও সাজেস্ট করে থাকেন।

রিয়াদ ভাই'র কোর্সও সাহায্য করেছিল।

বাংলাদেশ বিষয়াবলি: ইউনিক পড়ছিলাম।সাথে উত্তরণের বই থেকেও কিছু টপিক দেখছিলাম।

আন্তর্জাতিক বিষয়াবলি: আন্তর্জাতিকের কন্সেপ্সুয়াল অংশ উত্তরণের বই অনেক ভাল লেগেছে।আমি শুধু এইটাই পড়েছিলাম।তবে,প্রতিবারই কন্সেপ্সুয়ালের কিছু নতুন টার্ম ফেবুতে আলোচিত হয়।ওগুলা দেখে নেওয়া যায়।ইম্পিরিকাল অংশ মেন্স থেকে পড়েছিলাম।সাথে ফেবু+পত্রিকা+টেলিভিশন থেকে নিজের মত গুছিয়ে নিতাম।

ব্যাসিক ভিউও ভাল।তবে,দেরিতে বের করে বলে আমার নেওয়া হয়নি।পিডিএফ /ছবি দেখেছি।

বিজ্ঞান : বিজ্ঞানের জন্য উত্তরণের বই অনেক ভাল।আমি এইটাই পড়েছিলাম।অনেকে ওরাকল/সাইন্স আওয়ার এসবও ভাল বলেন।

৩.প্রিলিমিনারি:

বাংলা : অগ্রদূত,

সাথে আমি জুয়েল কিবরিয়া স্যারের ব্যাকরণ কোর্স করছিলাম।

ইংরেজি : মাস্টার এবং কনফিডেন্সের লিটারেচার হ্যান্ডনোট(শরীফ স্যারের)।

গনিত+মেন্টাল এবিলিটি : নবম-দশম শ্রেণি জেনারেল+হায়ার ম্যাথ+বিসিএস বিগত প্রশ্ন।মেন্টাল এবিলিটি উত্তরণের লিখিত বইটা ভাল।অনেকে খাইরুলস ব্যাসিক ম্যাথ +মেন্টাল এবিলিটি ভাল বলেন।

আমি রিয়াদ ভাইর কোর্স করছিলাম।

বিজ্ঞান : Mp3 (দৈনন্দিন জীবনে বিজ্ঞান) পড়ছিলাম, অনেকে ওরাকল ভাল বলে থাকেন।

আইসিটি : ইজি কম্পিউটার + লাইভ এমসিকিউর আর্কাইভ।অনেকেই আলাল'স কম্পিউটার আওয়ার ও ভাল বলেন।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি: এম্পি থ্রি+লাইভ এমসিকিউ.. এম্পি থ্রি পড়া শেষ হলে আরো বেশি জানার জন্য ব্যাসিক ভিউ দেখা যায়।

সুশাসন, ভূগোল : ব্যাসিক ভিউ+লাইভ এমসিকিউ আর্কাইভ

এই বইগুলো পড়লেও এর সাথে আমি BCS Target Apps এর প্রশ্ন প্রচুর সলভ করতাম।

তবে,একটা পরামর্শ একই বিষয়ের একাধিক বই না কিনে একটা বই বারবার শেষ করলে সুবিধা।এরপর প্রয়োজনে নতুন বই দেখা যায়।

জাফর আহাম্মদ
বিসিএস প্রশাসন ক্যাডার
৪৩তম বিসিএস
মেধাক্রম : ২১
৪৩,৪৪,৪৫ প্রিলিমিনারি উত্তীর্ণ।

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ ...
17/07/2025

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিকস ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খে*য়ে ক্যাডার হবেন?

16/07/2025

প্রথমিকের শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা (২০২৫) মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে।

কোন বানানটি সঠিক?
16/07/2025

কোন বানানটি সঠিক?

16/07/2025

🖊️আজকের ফ্রি পরীক্ষার 🖊️
বিষয়: প্রকৃতি ও প্রত্যয়
পরীক্ষা শেষে রেজাল্টের স্ক্রিনশট অবশ্যই কমেন্ট করুন।
পরীক্ষার লিংক কমেন্টে। 👇👇

16/07/2025

একটা গুড নিউজ:
চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিল করার সিধান্ত নিয়েছে সরকার।

16/07/2025

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ৫৮ হাজার ৭০০+ প্রার্থী। মোট শূন্য পদ: ১ লাখ ৮২২টি; দ্রুতই গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগ।
–NTRCA

Address


Alerts

Be the first to know and let us send you an email when Math Solution in Job posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Math Solution in Job:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share