Art's by Kinbo Ami

Art's by Kinbo Ami Sad life line

02/06/2025

কাউকে ঠকিয়ে নিজেকে চালাক কখনই ভাববেন না।
শেষে দেখবেন আপনি নিজেই ঠকে গেছেন।
ঠিক কি না?

🙂
30/05/2025

🙂

30/05/2025

মেয়েরা এমনি হয়, একটা থাকতে আরেকটা ভালো খোজে। তারা ভালোবাসা বোঝে না আর যখন বোঝে তখন আর কিছুই করার থাকে না।🥀💔

27/05/2025

আমি বিশ্বাস করব কাকে?

27/05/2025

হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম

27/05/2025

আমি আসা করি বেশি
তাই কষ্টও পাই বেশি

27/05/2025

It’s Reality bro☺️

ভালোবাসা টিকিয়ে রাখতে চাও? তাহলে মনে রেখো — সম্পর্কটা চাইলেই হবে না, রোজ করে তোলতে হবে।ভালোবাসা কখনও একদিনের অনুভব নয়, এ...
20/05/2025

ভালোবাসা টিকিয়ে রাখতে চাও? তাহলে মনে রেখো — সম্পর্কটা চাইলেই হবে না, রোজ করে তোলতে হবে।

ভালোবাসা কখনও একদিনের অনুভব নয়, এটা প্রতিদিন একটু একটু করে গড়া একটা বন্ধন। যেখানে শুধু “ভালোবাসি” বললেই সব শেষ নয়, বরং তারপরে শুরু হয় যত্ন, বিশ্বাস, সময় দেওয়া, আর অপরকে বোঝার এক নীরব সংগ্রাম।

একটা সম্পর্ক টিকে থাকে কিছু ছোট অথচ গভীর অভ্যাসে—

• রাগ হলেও অবহেলা নয়, বরং ধৈর্য নিয়ে বোঝানো।
• অভিমান হলেও মুখ ফিরিয়ে নয়, বরং সামনে এসে বলা— "তোমার অভাবটা অনুভব করছি।"
• বেসিরভাগ দিন ব্যস্ত থাকলেও, অন্তত দিনে একবার বলা— "তুমি আছো বলেই দিনটা সুন্দর।"
• প্রতিদিন একটু করে কেয়ার, একটু করে বুঝে নেওয়া— আজ সে হাসছে ঠিকই, কিন্তু ভেতরে কী লুকিয়ে রেখেছে?

প্রেম মানে শুধু প্রেমিকের হাত ধরা নয়, কাঁধে মাথা রেখে তার ক্লান্তি শোনা। প্রেম মানে প্রেমিকার চোখে না বলা কথাগুলো পড়তে পারা। প্রেম মানে, একজন আরেকজনের ভাঙনের মুহূর্তে তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা।

তুমি যদি সত্যিই ভালোবাসো, তবে মন থেকে দিক তোমার সময়, শ্রদ্ধা, আর ধৈর্য। কারণ প্রেমে ভুল বোঝাবুঝি হবেই, অভিমানও হবে। কিন্তু যা সবকিছুর চেয়েও জরুরি — তা হলো একটা ইচ্ছা, সম্পর্কটা আগলে রাখার ইচ্ছা।

তুমি যদি চাও, তাহলে শত বাধা পেরিয়েও সম্পর্কটা বাঁচিয়ে রাখা সম্ভব। ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না, যদি প্রতিদিন সেটাকে একটু করে আগলে রাখা হয়।

ভালোবাসা টিকিয়ে রাখতে চাইলে, কথাগুলো জমিয়ে রেখো না — বলে দাও। ছোট ছোট অভিমানে দূরত্ব তৈরি হয়, কিন্তু ছোট ছোট যত্নে গড়ে ওঠে আজীবনের সম্পর্ক।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art's by Kinbo Ami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share