23/08/2024
বাংলাদেশ পুলিশে যারা চাকরি করে তারা কি নাগরিক?
উ: না; কারণ তাদের কোন নাগরিক অধিকার নাই, তারা নির্বাচন করতে পারবেনা, রাজনৈতিক কোন বক্তব্য দিতে পারবেনা, নিজের এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, কোন সংগঠনের অংশ হতে পারবেনা, রাষ্ট্রীয় কোন মতামত দিতে পারবেনা।
প্রশ্ন: তারা কি শ্রমিক?
উ:- না; কারণ তাদের শ্রমিক দিবস নেই।
প্রশ্ন: তারা কি সামরিক বাহিনী?
উ: না, কারণ তারা সামরিক বাহিনীর মত ছুটি/ভাতা অন্যান্য সুবিধা পায়না।
প্রশ্ন: তারা কি বেসামরিক সরকারি কর্মকর্তা/কর্মচারী?
উ: না; কারণ তারা অন্যান্য সরকারি বেসামরিক সংস্থার মত সরকার ঘোষিত সাপ্তাহিক ও বাৎসরিক ছুটিসহ পদোন্নতি জনিত সুবিধা পায়না, সরকারি কর্মচারিরা সকাল ৯ টু ৫ টা অফিস করে কিন্তু পুলিশের ত ৯টা টু ৫টা বলে কিছু নেই, শুক্র-শনি নেই, ঈদ,পুজা, নববর্ষ, বড়দিন -ছোটদিন বলে কোন দিন নেই, রাত- দিন বলে কোন পার্থক্য নেই।
প্রশ্ন: তারা কি সরকারের খাস সংস্থা?
উ: না; কারণ তাদের কোন দাবী পাস করাতে অনেক সংস্থার দ্বারেদ্বারে ঘুরতে হয়, এমনকি সরকার ঘোষিত আদেশও পাস না হয়ে বন্ধ হয়ে যায়।
প্রশ্ন: তাহলে আসলে তারা কারা?
উ:আসলে তারা হচ্ছে কেনা গোলাম, যাদের কোন সাধারণ অধিকার নাই, সবাই যেমন ইচ্ছে তেমনি ভাবে ব্যবহার করবে; সবাই এদের উপর ক্ষমতা ও অধিকার খাটাবে, অথবা কোন কেনা গাধার মত দেশের সমস্ত ভার বহন করাই যার কাজ, অথবা মানুষের পায়ের জুতার মত যে কিনা মানুষের দেহের সমস্ত ভার বয়ে নিয়ে বেড়ায়, পথের সমস্ত ময়লা দুর্গন্ধ, বদনাম নিজের গায়ে মাখিয়ে বেড়ায়, যত দিন যায় নিজের আশা আকাঙ্খা চটির মত ক্ষয় হতে হতে একদম পাতলা হতে হতে নিঃশেষ হয়ে ডাস্টবিনে চলে যায়।।।
{আসুন সবাই পুলিশের চাকরিতে আসুন ; দেহ- মন, জিবন যৌবন সব বিলিয়ে দাও, স্ত্রী-সন্তানের আশা-আকাঙ্ক্ষা মাটিচাপা দাও, প্রতিদানে জাতির সমস্ত বদনাম কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাও}।।।
(সংগ্রহীত)