BP Sohel Bqppi

BP Sohel Bqppi I,m Content Creator I,m Bd Police

জানো মা,তোমার খোকা আজ সব পারে!তোমার যে খোকাটি মশারীর ভিতরে একটা মশা ঢুকলে ঘুমাতে পারতোনা , সে আজ সারারাত খোলা আকাশের নিচ...
08/05/2025

জানো মা,
তোমার খোকা আজ সব পারে!তোমার যে খোকাটি মশারীর ভিতরে একটা মশা ঢুকলে ঘুমাতে পারতোনা , সে আজ সারারাত খোলা আকাশের নিচে মশার কামড় খেয়ে রাত জেগে ডিউটি করে জনগণের জানমালের হেফাজত করে। তোমার যে খোকাটি ভয়ে
রাতে ঘর থেকে বাইরে যাওয়ার সাহস পেতো না,সে আজ
গভীর রাতে জনশূন্য খোলা আকাশের নিচে একা একা
দাঁড়িয়ে থাকতে পারে।যে নিজেই ভয়ে থর থর করে
কাঁপাকাঁপি করতো সে আজ একটা অস্ত্র আর ১০০রাউন্ড গুলি সাথে নিয়ে আরও দশ জনকে নিরাপদে
ঘুমাতে সাহায্য করে। যে ছেলেটি রাত ১০ টার পর জেগে
থাকতে পারতো না,সে এখন অনেক রাত নির্ঘূম কাটিয়ে
দিতে পারে।তোমার যে খোকাটির চেঁচামেচি দেখে তুমি অনেক সময় রেগে যেতে,সে এখন সারা দিনে দশটি
কথাও বলে না।যে খোকাটি একটা মিনিট তোমাকে
বাড়িতে না পেলে বাড়িটা মাথায় তুলতো ,সে আজ কত
দিন তোমার থেকে দূরে মা!যে ছেলেটিকে তুমি একটা
কাজ দিলে সে করতো না,আজ সে সারাদিনে অনেক
কাজ করেতে পারে।যে ছেলেটি সুঁইয়ের
আঘাতকে ভয় পেতো,সে আজ কামানের গোলাকেও ভয় করে না।একটি কথার আঘাতে যে কেঁদে ফেলতো,সে
আজ কলিজাতে হাজারো কোটি আঘাত সয়তে পারে।যে ছেলে সাপ দেখলে ভয় পেত,সে ছেলে অপারেশন জঙ্গলে গিয়ে সাপ এর সাথে শুয়ে থাকে।আজ তোমার খোকা নিজের জীবনটা দেশের জন্য বিলিয়ে দিয়ে দিলো।সব কিছুর মূলে তোমার খোকার প্রাপ্য কী জানো?
তুমি মানুষের মাঝে গর্ব করে বলতে পারো- ,
তোমার ছেলে গর্বিত বাংলাদেশ পুলিশ বাহিনীর এক নির্ভীক সদস্য!

এই লোকটির নাম মঈন। পাকিস্তান আমলে ✈ বিমানে চড়ে তিনি বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছেন। ৭০ দশকে খুলনার বিশিষ্ট শিল্পপতি হিসেব...
02/07/2024

এই লোকটির নাম মঈন। পাকিস্তান আমলে ✈ বিমানে চড়ে তিনি বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছেন।

৭০ দশকে খুলনার বিশিষ্ট শিল্পপতি হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন। বাংলা ভাষা বোঝেন কিন্তু উর্দু ভাষায় কথা বলেন।

আল্লাহর কি লীলা-খেলা মঈন আজ নিঃস্ব। পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দু'দিনের দুনিয়ায় টাকার গরম আর অহংকার করবেন না। যে কোন মুহূর্তে আমরাও মঈন পাগলার মত রাস্তায় রাস্তায় ঘুরতে পারি।
আমি মনে করি এটা সবাই শেয়ার করা উচিত। তাহলে এটা চলে যাবে আপনার বন্ধুদের কাছে, অনেকের জন্য হতে পারে জীবন পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত!
সংগ্রহীত,

আমার মন বসে না শহরে......  ইট  পাথরের নগরের,  তাইতো আইলাম সাগরে.......??
04/05/2024

আমার মন বসে না শহরে...... ইট পাথরের নগরের, তাইতো আইলাম সাগরে.......??

Green Valley Park.
22/04/2024

Green Valley Park.

18/04/2024

Happy birthday Kiyan mama..??
16/04/2024

Happy birthday Kiyan mama..??

সবাইকে ঈদ মোবারক।
10/04/2024

সবাইকে ঈদ মোবারক।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BP Sohel Bqppi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BP Sohel Bqppi:

Share