Ariful Islam

Ariful Islam “ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন,যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে”
(1)

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে।...
31/07/2025

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক হোন, সচেতন থাকুন!
এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ, এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে শিশুরা।
🎗 বাবা-মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়, প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। কারণ আপনার শক্তিই আপনার সন্তানের সাহস। আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।
🧠 অসুস্থ শিশুর সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে, কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
⛔ তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না, অল্প অল্প করে বারবার দিন।
🤢 বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।
📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:
🔥 হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
😣 শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা, চোখ, পিঠ, জয়েন্ট)
🥴 মাথা ঘোরা, দুর্বল লাগা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে
✅ কি করবেন? করণীয় ও পরামর্শ:
🍽️ খাবারে যা রাখবেন:
✔ ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি
✔ জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
✔ প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
💧 প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
⚠️ চিনি পরিহার করুন
🧊 ব্যথা ও জ্বর কমাতে:
✔ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা ম্যাসাজ
✔ আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়
💆 জ্বরের পর শরীর ব্যথা কমাতে:
✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
✔ ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ
🚨 যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বারবার জ্বর আসছে,
রক্তচাপ খুব কমে যাচ্ছে,
খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,
হৃদস্পন্দনে অস্বাভাবিকতা
🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।
🤝 আপনজন বা আশেপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে তাকে সচেতন করুন।

08/06/2025

ভাগ্যটা যদি লুঙ্গির মতো,
বারবার খুলে যেতো..
কতই না ভালো হতো ! 🙂

05/06/2025
04/06/2025

পদ্মার ইলিশ খেতে মাঝ রাতে চলে এলাম মাওয়া ঘাটে ! মাওয়া ইলিশ

04/06/2025

আলহামদুলিল্লাহ আমার বাড়ির ছাদ বাগান !!

#ছাদ_বাগান #ফুলেরছবি #ফুলেরভিডিও

01/06/2025

"অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম"।

[সূরা আনফাল ৭০]

নবীজিকে ভালবাসলে ইসলাম প্রচারের জন্য ডান পাশে 👍 দিবেন
08/03/2025

নবীজিকে ভালবাসলে ইসলাম প্রচারের জন্য ডান পাশে 👍 দিবেন

04/11/2024

আমার দোকানের পাশের মসজিদের আজান❣️সুবহানাল্লাহ💝আল্লাহ যদি আপনাকে একটি সুন্দর গলার সুর উপহার দিয়ে থাকে তাহলে হারাম কিছু না গেয়ে আল্লাহ কে খুশি করে তার ইবাদত করুন💝
নোট: আমি আন্তরিক ভাবে দুঃখিত যে সম্পুর্ন আজানটি রেকর্ড করতে পারিনি🥲

11/08/2024

শুভ রাত্রি বন্ধুরা ❤️❤️

03/08/2024

আলহামদুলিল্লাহ ফাইনালি আমিও ফেসবুকে ব্যাক করলাম,তবে পেইজের সবকিছু লাল হয়ে আছে 🥲🥲

06/07/2024

প্রোফাইল দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন!

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share