শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব হল,বেরোবি,রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব হল,বেরোবি,রংপুর

শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব হল,বেরোবি,রংপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব হল,বেরোবি,রংপুর, Digital creator, Rangpur.

😔😔
24/07/2025

😔😔

23/07/2025
21/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

01/08/2024

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈশ্বরবাদ, মহাকাশ, সৌরজগত, প্রোগ্রামিং, ধর্ম, অধর্ম, আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন, ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, প্রেম করার দরকার নাই।

"শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।

পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কঠিন।

17/07/2024

😭😭😭

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু"লি করবে। তাই প্রথম গু"লি"টা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁ"পে...
17/07/2024

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু"লি করবে।

তাই প্রথম গু"লি"টা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁ"পে উঠল।
তার বিশ্বাস হলোনা , ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…

কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে
বন্ধুরা কী বলবে! একটা গু"লি"র আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ!

আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গু"লি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা,বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা।

হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে বৃত্তি পেয়েছিল, এইটে পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।

আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।

দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধ টা বারুদের মত হয়ে গেল কী করে?

১৬/০৭/২০২৪

এদের কেউ পঙ্গু হবে, কেউ শ্রান্ত হয়ে ঘরে ফিরবে। এদের কেউ প্রেম করবে, কেউ বৃদ্ধ বাবার অবলম্বন হবে। এদের কেউ সন্তানের মুখ চ...
16/07/2024

এদের কেউ পঙ্গু হবে, কেউ শ্রান্ত হয়ে ঘরে ফিরবে।
এদের কেউ প্রেম করবে, কেউ বৃদ্ধ বাবার অবলম্বন হবে।
এদের কেউ সন্তানের মুখ চুম্বনের জন্যে দুশো মাইল হাঁটবে,
কেউ আচানক বুক চিতিয়ে মরতে শিখে যাবে।

দিন আসে দিন যায়, কালের পরিক্রমায় সবকিছু সাদাকালো থেকে রঙিন হয়, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। সবকিছুই বদলে যায়, প্রেক্ষাপট বদ...
16/07/2024

দিন আসে দিন যায়, কালের পরিক্রমায় সবকিছু সাদাকালো থেকে রঙিন হয়, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। সবকিছুই বদলে যায়, প্রেক্ষাপট বদলে যায়। শুধু বদলায় না আমাদের মনোবল, আমাদের অধিকার আদায়ের লড়াই, আমাদের ভেতরকার সুপ্ত আগ্নেয়গিরি আর কিছু শব্দের মেলা।
“আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”
―জহির রায়হান , আরেক ফাল্গুন।
১৯৫২ থেকে ২০২৪। ৭২ বছর! কিচ্ছু বদলায়নি শুধু সাদাকালো হতে রঙিন হতে পেরেছি ।

আহা ! অথচ রাষ্ট্রের কর্তাব্যক্তিরা চাইলে সমস্যার একটা যৌক্তিক সমাধান বের করা যেতো।
15/07/2024

আহা !
অথচ রাষ্ট্রের কর্তাব্যক্তিরা চাইলে সমস্যার একটা যৌক্তিক সমাধান বের করা যেতো।

14/07/2024

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি।

রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল।

ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...!

ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার।

এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।

কথা সংগৃহীত

14/07/2024

মানুষের জীবনে শিক্ষার কোন গুরুত্ব নাই । সব সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে শিক্ষার্থীরা এগিয়ে আসে । কিন্তু আজ পর্যন্ত শিক্ষার্থীদের জরুরী সময় কোন সেলিব্রেটি কিংবা ইনফ্লুয়েন্সদের দেখলাম না কোন পোস্ট দিতে? এর আগেও আন্দোলন হয়েছিল কিন্তু এত সুষ্ঠুভাবে আন্দোলন কখনো কোন দল জীবনে করতে পারেনি। অ্যাম্বুলেন্স এর জন্য ইমারজেন্সি লাইন ছিল। এইতো এখন কোটা আন্দোলন নিয়ে চলছে কোটা আন্দোলনকে উপস্থাপন করার জন্য এত সুন্দর ভাবে গান মনোমুগ্ধকর। এজন্যই শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষিতরা তারা দাবি আদায় করে তবে দেশ ও জনগণের কোনো ক্ষতি না করে।
শিক্ষার্থীদের পাশে আমি আছি। ❤️‍🩹
#কোটাআন্দোলন
#বাংলাদেশ

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব হল,বেরোবি,রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share