05/09/2025
পাঁচ তারিখ, ক্যালেন্ডারে টান,
বিদায়ের সুরে কাঁপে বিশ্বজগৎ খান খান।
মাঠে নামবেন শেষবারের মতো মেসি,
ভক্তের চোখে শুধুই জল, নয় কোনো হাসি।
স্মৃতি হয়ে যাবে তার প্রতিটি গোল,
গ্যালারিতে বাজবে হৃদয়ের ঢোল।
পায়ের জাদু আজ শেষবারের মতো দেখবে,
তারপর নীরবতা, ইতিহাসে নাম লেখা থাকবে।
বিদায় রাজা, ফুটবল তোমার ঋণী,
তুমি নেই মাঠে, তবু থাকবে চিরদিনি।
—
i miss you
LM10❤️😅🥺❤️🩹