Marketing king's

Marketing king's Digital marketing is kings!

24/05/2024
 #ডিজিটালমার্কেটিং   সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।এই ৪টি যখন একসাথে আপনার জীবনে চলমান থাকে তখন...
01/05/2024

#ডিজিটালমার্কেটিং

সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।

এই ৪টি যখন একসাথে আপনার জীবনে চলমান থাকে তখন আপনি সফল। এই ৪টির ১টিও অনুপস্থিত মানে আপনি সফল নন।

একটা মানুষের জীবনের সফলতার পিক আওয়ার হচ্ছে ২২-৫৫ বছর (কমবেশি হতে পারে), তাই এটা ভাবা উচিৎ নয় যে আপনি সবসময় সফল থাকবেন – এটা বাস্তবও নয়, সম্ভবও নয়।

উপরে উঠলে নিচে নামতেই হবে, নিচে নামা মানে নেমে যাওয়া নয়, আবার উঠার জন্য বিশ্রাম নেয়া। সফলতা এঞ্জয় করারও সময় দরকার। একজন প্রতিনিয়ত সফল মানুষ কখনো তার সফলতা এঞ্জয় করতে পারে না।

সুতরাং শুধু সম্পদ, বাড়ী-গাড়ী বা টাকা বা বড় চাকরী বা বড় বিজনেস মানেই সফলতা নয়। আপনার অনেক টাকা আছে কিন্তু কোনদিন কোন মানুষের জন্য কিছু করেননি বা করার সুযোগ হয়নি – এটাকে সফলতা বলে না। এটা দিয়ে আপনার জীবনের গল্প কোনদিন লেখা হবে না।

আপনি জীবনে অনেক টাকা রোজগার করলেন কিন্তু যদি আপনি অন্তত একটা মানুষেরও কোন কাজে না আসেন, বা কারো জীবন গড়তে এতটুকু সাহায্য না করেন বা একটা অসহায় বাচ্চার লেখাপড়ার দায়িত্ব না নেন, বা অন্তত এক ব্যাগ রক্ত দিয়ে কারো জীবন না বাঁচান – এই জীবন বেঁচে থাকা নয়, এটা সফলতা নয়!

মানুষের জন্য কিছু করার যে আনন্দ তা আপনি আর অন্য কোনো কাজে পাবেন না!

   #বিশ্বমেদিবস    শ্রমগ্রহীতার কাঁধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো- শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া। রাসূল (সা.) বলেছ...
01/05/2024

#বিশ্বমেদিবস
শ্রমগ্রহীতার কাঁধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো- শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া। রাসূল (সা.) বলেছেন, 'তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই' (বায়হাকি, মিশকাত)। যারা শ্রমিকের মজুরি আদায়ে টালবাহানা করে তাদের সাবধান করে বলেছেন, 'সামর্থ্যবান পাওনা পরিশোধে গড়িমসি করা জুলুম বা অবিচার' (বুখারি)।

প্রতিযোগিতার এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে নিজেকে এই প্রশ্ন গুলো করেন – প্রতিদিনঃপ্রতিদিন কত ঘণ্টা ফেসবুক চালান?  কতক্ষণ ফ...
27/04/2024

প্রতিযোগিতার এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে

নিজেকে এই প্রশ্ন গুলো করেন – প্রতিদিনঃ

প্রতিদিন কত ঘণ্টা ফেসবুক চালান?
কতক্ষণ ফোন এ কথা বলেন?
কতক্ষণ টিভি দেখেন?
কতক্ষণ আড্ডা দেন?
কতক্ষন খেলাধুলা করেন?
কতক্ষণ বই পড়েন?
যাতায়াতে কতক্ষণ?
কতক্ষণ ঘুমান?
পড়াশুনা/অফিস কতক্ষণ করেন?

যারা বলেন তাঁদের সময় নাই, হিসেব করলে দেখবেন খুব সহজেই আপনি প্রতিদিন ৪ ঘণ্টা সময় বের করতে পারবেন।

এই ৪ ঘণ্টায় প্রতিদিন কিছু না কিছু পার্ট টাইম কাজের চেষ্টা করুন - শুরু করুন আপনার বিজনেসের প্রাথমিক মুল্ধন জমানো। এটা শুরু করা দরকার ছাত্র জীবন থেকেই।

ছাত্র জীবন হচ্ছে রিস্ক নেয়ার সবচেয়ে উত্তম সময়। সংসার, সন্তান ও পরিবারের দায়িত্ব কাঁধে এসে গেলে গেলে মানুষ রিস্ক নিতে একটু ভয় পায়! রিস্ক অবশ্যই নিবেন, তবে সেটা হতে হবে শিখে এবং ক্যালকুলেটিভ রিস্ক।

পড়াশুনার বাইরে আপনি আর কি কি কাজ জানেন? কি কি দক্ষতা নাই এবং কি কি আরও শেখা দরকার - এটা নিয়ে কাজ শুরু করুন এখনই।

দক্ষতা ছাড়া শুধু সার্টিফিকেট দিয়ে এখন আর চাকরী বা ব্যবসা কিছুই করা যাবে না।

#উদ্যোক্তা

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

    ...গতকাল এক ভাই আমার কাছে ফোন দিয়েছেন যে তার বিজনেস এ আমি কিভাবে হেল্প করতে পারি;    তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার ক...
27/04/2024

...গতকাল এক ভাই আমার কাছে ফোন দিয়েছেন যে তার বিজনেস এ আমি কিভাবে হেল্প করতে পারি;

তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি বিজনেস? - তো সে একটি আশ্চর্যজনক উত্তর দিলো যে,তার এইমূহুর্তে কোনো বিজনেস নেই!
আমি বললাম তাহলে কি সহযোগিতা চান?
তিনি উত্তর দিলেন যে তিনি নতুন ; এর আগে তার কিছু ছাত্রদের দিয়ে বিজনেস শুরু করেছিলেন।
মালপত্রও স্টক করেছিলেন! এবং একসঙ্গে কয়েকটি পন্য নিয়ে শুরু করেছিলেন! ফেসবুক এডস চালিয়ে কিছু প্রডাক্টও সেল করেছিলেন,ওয়েব সাইট,অফিস মোটামুটি সবকিছুই করেছিলেন আরকি!
আমি বললাম তারপর; তিনি বললেন কিছুদিন পর দেখলাম যে সবাই যার যার মতো উধাও!
লাভ'ও নেই, পুঁজি'ও নেই। বিজনেস ও নেই!

কি আশ্চর্য তাই না!?
মানুষ অনলাইন বিজনেসটাকে এতটাই সাধারণ ব্যাপার মনে করছে!
কোনো জানা নেই -বোঝা নেই শুধু একটি ফেসবুক পেজ আর ওয়েব সাইট বানিয়েই মনে করছে যে আর কি লাগে?! ব্যাস্, এখন বুস্টিং করবো আর তরতরিয়ে টাকা কামাই করবো!

আমি বললাম এখন তাহলে কি করতে চাচ্ছেন?
তিনি বললেন সেজন্যই আমার কাছে নক দিয়েছেন।
আমি বললাম অনলাইনে বিজনেস এর ব্যাপারে আপনি কতটুকু জানেন? বা কার মাধ্যমে ইনস্পায়ার হয়েছেন?
তিনি বললেন; জানিনা বলেই তো আপনার কাছে নক দিয়েছি।
আমি বললাম যে আগে আপনি কি প্রডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেই টা আগে ঠিক করুন। তারপর সেই প্রডাক্ট নিয়ে ভালো করে রিসার্চ করুন,জানুন যে- মানুষ কেনো এই প্রডাক্টটি অনলাইনে কিনবে।সেই প্রডাক্ট টি কাস্টমার এর কি প্রবলেম সলুশন করবে। তারপর সেই প্রডাক্ট সোর্সিং করুন। যদি সোর্সিং করতে কোনো সমস্যা হয়;তাহলে সহজেই যে প্রডাক্ট সোর্সিং করতে পারবেন সেটা নিয়ে কাজ করুন।
এবং প্রথমে একটি প্রডাক্ট নিয়ে শুরু করুন।
এবং তখন আমাদের কাছে নক করুন।

তিনি কথার একফাঁকে আরও একটি আশ্চর্যজনক কথা বললেন যে- এরকম সার্ভিস তো সকলেই দেয়! বাংলাদেশে তো অহরহ ডিজিটাল মার্কেটিং এজেন্সি গজে উঠেছে!

আমি বুঝলাম না তিনি আসলে কি বুঝাতে চাচ্ছিলেন!
শেষে আমার মনে হলো উনি বোধহয় শুধু টাকা দিবেন আর বিজনেস করবেন! আর নাকে তেল দিয়ে ঘুম পারবেন🥰🥰!!

25/04/2024

COMING SOON!

Address

Rangpur

Telephone

+8801624981458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marketing king's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marketing king's:

Share