14/05/2025
সময় টা ছিলো ২০২৪ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ। ছিলো না চিনা জানা, না সে আমাকে চিনতো না আমি তাকে চিনতাম। হাই হেলো এভাবেই পরিচিত, প্রতিদিন আমাদের কথা হতো, সবকিছুই ঠিক ছিল। আস্তে আস্তে তার প্রতি ভালো লাগা কাজ করলো, এক সময় তাকে ভালোবেসে ফেললাম। এখান থেকেই সবকিছু ঠিক ছিল,কেন যে তার মায়ায় পরতে গেলাম এটাই জীবনের সব থেকে বড় ভুল ছিল।😅কিন্তু শুধু আমি এক তরফা তাকে ভালবেসেছিলাম আমাকে কখনো সে ভালবাসেনি। 😅সে আমাকে ছেড়েও দিবে না আবার ধরেও রাখবে না। আমার মনের গভীরে যে ক'ষ্ট আর যন্ত্রণা লুকিয়ে আছে, তা কাউকে কখনও আমি বোঝাতে পারিনি। এমন কিছু অনুভূতি আছে যা ভাষায় প্রকাশ করা যায় না, যা শুধু নিজের ভেতরে পুড়'তে থাকে নীরবে।😅কেন জানি যেটা তাকে আমি বুঝাইতে চাই সেটা আমি কখনোই তাকে বুঝাইতে পারি না। কেন এমন হয়??? বারবার আমার সাথেই!😅 পৃথিবীর মানুষগুলা কতই না অদ্ভুত। প্রথমে ভালোবাসার আশ্বাস দেয় পড়ে কেউ ভালবাসে না।😅সে আমাকে কখনোই ভালো না বাসলেও তাকে আমি সবসময় ভালবেসে গিয়েছি, এটা মনে করে যে সেও একদিন আমাকে আমার মত করে বুঝবে এবং ভালবাসবে। যদিও সে আমাকে ভালোবাসে না তাও কেন জানি তাকেই আমার শুধু ভালো লাগে।সে তো আমায় ভালোবাসে না, সবসময় ইগনোর করে তাও কেনো আমি তার পিছনে পড়ে আছি।😅কি এমন আছে তার মধ্যে যে তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগেনা। আমি জানি যে আমি তোমাকে পাবো না, জেনেও ভালোবাসি 😅 ভালেবাসলেই যে পূর্ণতা পেতে হবে এমন না! কিছু কিছু ভালবাসায় অপূর্ণতাতেও সুখ পাওয়া যায়!😅যদি ও আমি তোমাকে পাবো না জানার পরেও তোমাকে পাওয়ার আমার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার!😅জিবনের প্রতিটা মুহূর্তে যায় বলবো আমি তোমাকে এখনো ভালোবাসি! "I LOVE YOU"(तसनीम)🫶❤️🩹🥺